গোবিন্দ রায়: দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীপুজোয় ১০ হাজার পাঁঠা বলিতে নিষেধাজ্ঞা দিল না কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, এই ধরণের উৎসবে অনেক বিশ্বাস জড়িত থাকে। ফলে আদালত এতে হস্তক্ষেপ করবে না।
রাসের পরেই উত্তরবঙ্গের বিখ্যাত পুজো ও মেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা এলাকার বোল্লা কালীপুজো অন্যতম। রাস পূর্ণিমার পরের শুক্রবার নিয়ম করে পুজো হয়। এই পুজোয় ১০ হাজার পাঁঠা বলি হয়। এই বলি নিষিদ্ধ করার আবেদন নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের তরফে আইনজীবী বলেন, “লাইসেন্স ছাড়া পশুবলি হতে পারে না। এটা বন্ধ করা উচিত।”
[আরও পড়ুন: বেলুড়ে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, পরিস্থিতি আয়ত্তে আনতে হিমশিম দমকলকর্মীরা]
শুক্রবার সেই মামলাটি ওঠে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই বলা হয়, ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে। এতে বহু মানুষের বিশ্বাস জড়িয়ে। ফলে এই পরিস্থিতিতে বলি বন্ধ করা সম্ভব নয়। এদিনের শুনানিতে উঠে এসেছে জাল্লিকাট্টু, মোরগ লড়াই প্রসঙ্গও। জাল্লিকাট্টুর মতো খেলা বন্ধের নির্দেশ দেয়নি সু্প্রিম কোর্ট। বন্ধ হয়নি মোরগ লড়াইও। একইভাবে পাঁঠা বলিতেও নিষেধাজ্ঞা দিল না কলকাতা হাই কোর্ট।
[আরও পড়ুন: আমডাঙা হত্যাকাণ্ড: তৃণমূল নেতা খুনের ১৪ দিনের মাথায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত-সহ ৪]
Source: Sangbad Pratidin