‘বড়-ছোট নেতাদের কেউ জানে না! অসম্ভব’, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়

গোবিন্দ রায়: প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় ফের অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইডি এবং সিবিআই কাজের মধ্যে সমন্বয় না থাকায় ক্ষোভপ্রকাশ করেন তিনি। ছোট-বড় নেতাদের কাছে নিয়োগ দুর্নীতি অজানা ছিল, তা হতে পারে না বলেই পর্যবেক্ষণ বিচারপতির।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির শুনানিতে শুক্রবার সিবিআইয়ের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, “কতগুলি চার্জশিট ফাইল করা হয়েছে?” সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি উত্তরে জানান, “একটি ফাইল করা হয়েছে। আরেকটা করা হবে।” বিচারপতির পালটা প্রশ্ন, “ওই চার্জশিটে কাদের নাম রয়েছে? ইডির সঙ্গে কোনও সমন্বয় করেছিলেন? আমার কাছে খবর আছে আপনি ইডির সঙ্গে কম যোগাযোগ করেছেন। সব অভিযুক্তের নাম চার্জশিটে নেই। আজকের মধ্যেই ইডির অফিসারদের সঙ্গে কথা বলুন। আশা করি আরও অনেক তথ্য পাবেন। না হলে এমন প্রতিষ্ঠিত দুর্নীতির তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি চাই না এটাও আরেকটা সারদা মামলা হয়ে যাক। আমি চাই দ্রুত ট্রায়াল শুরু হোক।”
[আরও পড়ুন: টেলিফোন বুথ থেকে ৭ কলেজের মালিক, রকেট গতিতে উত্থান ডোমকলের বিধায়ক জাফিকুলের]
চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “চার্জ ফ্রেম করা না গেলে, ট্রায়াল শুরু করা যাবে না।” এই পরিপ্রেক্ষিতে বিচারপতি বেশ খানিকটা হুঁশিয়ারির সুরেই বলেন, “পরবর্তী শুনানিতে আমি দেখব ট্রায়াল নিয়ে কী পদক্ষেপ করেছে সিবিআই। বেআইনি চাকরির বিশাল অঙ্কের টাকা নানা হাতে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসছে।” বিস্ময়ের সুরে বিচারপতির পর্যবেক্ষণ, “আমি অবাক, এত বড় দুর্নীতির কথা কেউ জানত না বলা হচ্ছে। পুলিশ, আইবি, ফুল বা হাফ রাজনৈতিক নেতারা জানত না এটা হতে পারে না।” আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্তের স্ত্রী-ই মামলার সাক্ষী! ‘তদন্তের নামে প্রতারণা’, পুলিশকে ভর্ৎসনা হাই কোর্টের]

Source: Sangbad Pratidin

Related News
ভারতে ৯০ শতাংশ কোভিড-মৃত্যু সরকারিভাবে নথিভুক্তই হয়নি?
ভারতে ৯০ শতাংশ কোভিড-মৃত্যু সরকারিভাবে নথিভুক্তই হয়নি?

‘হু’-র হিসাবে ২০২০ ও ’২১ সালে ভারতে কোভিডে মৃত্যুর সংখ‌্যা ৪৭ লক্ষ ৪০ হাজার। যা সরকারের দেওয়া কোভিডে মৃত্যুর হিসাবের Read more

‘নতুন পেনসিল চাইলে মা মারে’, মূল্যবৃদ্ধির ‘যন্ত্রণা’র অকপটে চিঠি লিখে মোদিকে জানাল খুদে
‘নতুন পেনসিল চাইলে মা মারে’, মূল্যবৃদ্ধির ‘যন্ত্রণা’র অকপটে চিঠি লিখে মোদিকে জানাল খুদে

নয়াদিল্লি: সাধারণ মধ‌্যবিত্ত নাকাল চাল-ডালের মূল‌্যবৃদ্ধির (Price Hike) ঝাঁজে। আর একরত্তি পড়ুয়া জর্জরিত পেনসিল-রবারের মতো পঠন-পাঠন সামগ্রীর দাম বাড়া নিয়ে। Read more

বাংলাদেশে বন্ধ ‘জওয়ান’ ছবির প্রদর্শন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
বাংলাদেশে বন্ধ ‘জওয়ান’ ছবির প্রদর্শন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

সুকুমার সরকার, ঢাকাঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথমদিন থেকে প্রবল ব্যবসা করে আসছে। তবে এই সিনেমাটি Read more

হেমতাবাদে পার্সেল বিস্ফোরণের তদন্তে সিআইডি, আটক ১ সন্দেহভাজন
হেমতাবাদে পার্সেল বিস্ফোরণের তদন্তে সিআইডি, আটক ১ সন্দেহভাজন

শংকরকুমার রায়, রায়গঞ্জ: হেমতাবাদে পার্সেল (Parcel) বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল সিআইডি। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা। এলাকা ঘুরে দেখেন Read more

বাংলাদেশে ইদের ছুটিতে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা!
বাংলাদেশে ইদের ছুটিতে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা!

সুকুমার সরকার, ঢাকা: ইদের ছুটিতে বাংলাদেশে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা! জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যার নিরিখেই প্রকাশ্যে এসেছে এই Read more

আর্তদের রক্তদানে বালেশ্বর হাসপাতালে স্বতস্ফূর্ত ভিড়, বিপর্যয়ের অন্ধকারে মানবিকতার আলো 
আর্তদের রক্তদানে বালেশ্বর হাসপাতালে স্বতস্ফূর্ত ভিড়, বিপর্যয়ের অন্ধকারে মানবিকতার আলো 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই রোগী, যন্ত্রণায় চিৎকার করছেন তিনি। অথচ অসহায় চিকিৎসক। নেপথ্যে ভাষা সমস্যা। ভিনরাজ্যের রোগী কিছুতেই কষ্টের Read more