WTC Final: ফাইনালের আগেই ধাক্কা, ছিটকে গেলেন অজি পেসার, চোট ভারতীয় ওপেনারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। গোড়ালির চোটে ছিটকে গেলেন দলের অন্যতম ভরসা জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। রবিবার অজিদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না এই পেসারকে। তাঁর পরিবর্ত হিসাবে মাইকেল নেসেরের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি। প্রসঙ্গত, আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে মহাম্যাচের আগে চোট সমস্যা ভারতীয় (Indian Cricket Team) শিবিরেও। 
অজি নির্বাচক প্রধান জর্জ বেইলি রবিবার জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখেই হ্যাজেলউডকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শুরুতে গোড়ালির চোটেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে পারেননি তিনি। আরসিবি স্কোয়াডে থাকলেও তাঁকে মাঠে দেখা যায়নি। যাবতীয় প্রস্তুতি নেওয়া সত্ত্বেও টেস্টের খেতাবি লড়াইয়ে নামতে পারবেন না হ্যাজেলউড।
[আরও পড়ুন: নদীতে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয় বিহারে, ভাইরাল ভিডিও!]
তারকা পেসারের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করে বেইলি জানিয়েছেন, “প্রায় সুস্থ হয়ে উঠেছিল হ্যাজেলউড। খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল ওকে। কিন্তু আগামী দিনে অস্ট্রেলিয়ার ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। তাই একটা ম্যাচের কথা ভেবে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া যায় না।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হলেই অ্যাশেজ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। সাত সপ্তাহের মধ্যে ছ’টি টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পেসারদের সকলকে সুস্থ রাখার দিকেই নজর দিতে চাইছে অজি বোর্ড।
তবে হ্যাজেলউড ছিটকে গেলেও অজিদের বোলিং অ্যাটাক খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। অধিনায়ক প্যাট কামিন্স ছাড়াও দলে রয়েছেন ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্কের মতো শক্তিশালী পেসাররা। ওভালের পিচে কার্যকরী হবে নাথান লিয়ন, টড মার্ফির স্পিনও। সবমিলিয়ে হ্যাজেলউড ছাড়াও ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত অজি দল। অন্যদিকে, রবিবার অনুশীলনের সময়ে চোট পান উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান (Ishan Kishan)। সেই নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় দল।  
[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করুক CBI, সুপারিশ রেলমন্ত্রীর]
 
 

Source: Sangbad Pratidin

Related News
কঠোরতম শাস্তি দিতে হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্ত নাবালকদের সাবালক হিসাবে বিচারের আরজি পুলিশের
কঠোরতম শাস্তি দিতে হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্ত নাবালকদের সাবালক হিসাবে বিচারের আরজি পুলিশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে নাবালিকা গণধর্ষণে (Hyderabad Minor Rape) অভিযুক্তদের সাবালক হিসাবে বিচার করার আরজি জানাবে পুলিশ। জানা গিয়েছে, Read more

কোমর জলেও রান্নার গ্যাসের যোগান ‘সাহসী সৈনিকে’র! ভাইরাল ভিডিওয় যুবকের প্রশংসা মন্ত্রীর
কোমর জলেও রান্নার গ্যাসের যোগান ‘সাহসী সৈনিকে’র! ভাইরাল ভিডিওয় যুবকের প্রশংসা মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। মুহূর্তেই জলে ভরেছে এলাকা। ডুবন্ত রাস্তায় হাঁটাচলা করাও সমস্যার। কিন্তু তাতে কী! কর্তব্যে অবিচল Read more

RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা?
RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিস্ক নিয়েছিলেন। তার ফল হাতেনাতে পাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। একশো কোটির বেশি ব্যবসা করেছে ‘গাঙ্গুবাই Read more

বিতর্কিত বিদ্যুতের উদ্যোগে প্রথমবার ইদের প্রার্থনা বিশ্বভারতীতে, ‘ক্যাম্পাসে সম্প্রীতির অভাব’, বলছেন উপাচার্য
বিতর্কিত বিদ্যুতের উদ্যোগে প্রথমবার ইদের প্রার্থনা বিশ্বভারতীতে, ‘ক্যাম্পাসে সম্প্রীতির অভাব’, বলছেন উপাচার্য

নন্দন দত্ত, বীরভূম: সম্প্রীতির নজির বিশ্বভারতীতে (Visva Bharati)। শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবার পালিত হল ইদ (Eid-ul-fitr)। বিশেষ দিনে Read more

বিধানসভা ভোটে জওয়ানদের গুলিতে মৃত্যুর ক্ষত টাটকা, পঞ্চায়েতেও শীতলকুচির ‘অভিশপ্ত’ বুথে বাহিনী
বিধানসভা ভোটে জওয়ানদের গুলিতে মৃত্যুর ক্ষত টাটকা, পঞ্চায়েতেও শীতলকুচির ‘অভিশপ্ত’ বুথে বাহিনী

বিক্রম রায়, কোচবিহার: নির্বাচন মানেই এখানে মৃত্যুভয়। ভোট দিতে যাওয়া মানেই গুলি খাওয়ার আতঙ্ক। দু’বছর আগের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর Read more

‘জাতি-ধর্মের নামে যারা দেশভাগ করতে চায়, তারাও পুড়ে যাক’, দশেরায় হুঙ্কার মোদির
‘জাতি-ধর্মের নামে যারা দেশভাগ করতে চায়, তারাও পুড়ে যাক’, দশেরায় হুঙ্কার মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা। মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণের Read more