ধেয়ে আসছে একের পর এক মিসাইল, ইজরায়েলের বিপদ বাড়াচ্ছে কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ছে ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। অন্যদিকে, লেবাননের হেজবোল্লাও আক্রমণাত্মক। হুঙ্কার দিচ্ছে ইরানও। ফলে ইজরায়েলের সামনে একাধিক ফ্রন্টে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।       
শেষ পাওয়া খবরের মতে, ইজরায়েলি ভূখণ্ডকে নিশানা করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে হাউথিরা। তবে আছড়ে পড়ার আগেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দিয়েছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘অ্যারো’ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এর আগেও বহুবার হাউথিদের হামলার ছক বানচাল হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। 
টাইমস অফ ইজরায়েলের খবর মোতাবেক, দক্ষিণ ইজরায়েলের ইলাত শহর লক্ষ্য করে মিসাইল ছোড়ে হাউথিরা (Houthis)। যদিও ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জানিয়েছে, ইজরায়েলের আকাশসীমায় মিসাইলগুলো প্রবেশ করতে পারেনি। তার আগেই সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে আইডিএফের তরফে জানানো হয়েছে, ‘ইজরায়েলে হাউথিরা নিশানায় আঘাত হানতে পারেনি। সাধারণ মানুষদেরও কোনও ক্ষতি হয়নি।’ এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের মদতপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাউথিদের নিশানায় রয়েছে ইলাত শহর। 
[আরও পড়ুন: ইজরায়েলি সেনার ‘চক্রব্যূহে’ হামাসের প্রতিষ্ঠাতা, নেতানিয়াহু বলছেন, ‘আর কিছুক্ষণ…’]
বলে রাখা ভালো, এর আগেও ইজরায়েলের (Israel) দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। কিন্তু সেগুলো মার্কিন নৌসেনার দ্বারা ধ্বংস করে দেওয়া হয়। অর্থাৎ বার বারই তাদের হামলার ছক বানচাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, ইয়েমেন থেকে ইজরায়েলের দুরত্ব ২ হাজার কিলোমিটারেরও বেশি। হাউথিদের ভাণ্ডারে এতটা দূরে আঘাত হানার মতো কোনও মিসাইল নেই। এখানেই প্রশ্ন উঠছে প্রতিকূল পরিস্থিতির কথা জেনেও কেন বারবার হামলা চালাচ্ছে তারা?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হাউথিরা প্যালেস্টাইনের হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলেও তাদের আসল টার্গেট তেল আভিভ নয়। এর পিছনে রয়েছে অন্য সমীকরণ। হাউথিদের নিশানায় আসলে সৌদি আরব। যারা আমেরিকাপন্থী। মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক করতে উদ্যোগী হয়েছে রিয়াধ। কিন্তু বাধ সেধেছে হামাস-ইজরায়েলের লড়াই। ফলে ইরানের অঙ্গুলি হেলনে ইহুদি দেশটিতে আক্রমণের মাধ্যমে মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চাইছে হাউথিরা। এভাবেই সৌদি আরবকে মুসলিম বিশ্বে কোণঠাসা করার ছক কষছে তেহরান।
[আরও পড়ুন: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৩] 

Source: Sangbad Pratidin

Related News
5G নিলামে সর্বোচ্চ দর দিয়ে সর্বাধিক বরাত পেল আম্বানির জিও, অক্টোবরেই শুরু পরিষেবা!
5G নিলামে সর্বোচ্চ দর দিয়ে সর্বাধিক বরাত পেল আম্বানির জিও, অক্টোবরেই শুরু পরিষেবা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক সপ্তাহ ধরে টানা নিলাম চললেও চূড়ান্ত হয়নি ক্রেতা। তবে সোমবার শেষ পর্যন্ত মিটল 5G Read more

Bengal Panchayat Election: মনোনয়নপত্রের নথি ‘বিকৃতি’, উলুবেড়িয়ার পর রানিগঞ্জেও কাঠগড়ায় BDO
Bengal Panchayat Election: মনোনয়নপত্রের নথি ‘বিকৃতি’, উলুবেড়িয়ার পর রানিগঞ্জেও কাঠগড়ায় BDO

শেখর চন্দ্র, আসানসোল: উলুবেড়িয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটল রানিগঞ্জে। এবার মনোনয়নপত্র বিকৃত করে বাতিল করার অভিযোগ উঠল রানিগঞ্জ বিডিওর বিরুদ্ধে। গ্রাম Read more

পারিশ্রমিক নিয়ে সমস্যা, বন্ধ হল অক্ষয় কুমারের ‘ওয়েলকাম ৩’ ছবির শুটিং!
পারিশ্রমিক নিয়ে সমস্যা, বন্ধ হল অক্ষয় কুমারের ‘ওয়েলকাম ৩’ ছবির শুটিং!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির শুটিংয়ের শুরুতেই বিপাকে পড়ল অক্ষয় কুমারের নতুন ছবি ওয়েলকাংম ৩-এর টিম। ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর Read more

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি, দেউলটিতে মৃত কলেজ ছাত্রী
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি, দেউলটিতে মৃত কলেজ ছাত্রী

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ Read more

বিশৃঙ্খলা বরদাস্ত নয়, তবে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলনে হস্তক্ষেপে ‘না’ কলকাতা হাই কোর্টের
বিশৃঙ্খলা বরদাস্ত নয়, তবে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলনে হস্তক্ষেপে ‘না’ কলকাতা হাই কোর্টের

স্টাফ রিপোর্টার: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) পড়ুয়াদের আন্দোলনে হস্তক্ষেপ করবে না কলকাতা হাই কোর্ট। তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। কোনও Read more

হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার
হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। মৃত্যুর সংখ্যা বহু। হামাস জঙ্গিদের গুলিতে ইজরায়েলে (Israel) নির্মমভাবে Read more