‘ঠুমকা’ বিতর্কে গিরিরাজকে বহিষ্কারের দাবি, মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভ তৃণমূলের

নন্দিতা রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচ নিয়ে কুরুচিকর আক্রমণের প্রতিবাদ। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল মহিলা সাংসদদের। ছিলেন মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর। এছাড়া, এদিন হাজরা মোড়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঘাসফুল শিবির। এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভাও। তৃণমূলের তরফে গিরিরাজ সিংকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও জানায় ঘাসফুল শিবির। যদিও তৃণমূলের দাবি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ বিজেপি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন। তা নিয়েই বুধবার ‘বেলাগাম-কুরুচিকর’ আক্রমণ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে। সংসদভবন চত্বরে দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়। ফেস্টিভ্যালে ঠুমকা লাগানো কতটা জরুরি?” যদিও দেশজুড়ে প্রবল বিতর্কের জেরে চাপে পড়ে রাতে গিরিরাজ ডিগবাজি খেয়ে বলেন, ‘‘আমি ঠুমকা বলিনি।’’ অবশ‌্য তাঁর আগের যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এখনও ‘ঠুমকা’ শব্দটি রয়েছে।
[আরও পড়ুন: চলন্ত গাড়িতে বেহুঁশ করে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পালটা অপহরণের অভিযোগ যুবকের]
একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একজন কেন্দ্রীয় মন্ত্রীর তরফে এমন কুৎসিত মন্তব্য করা যায় কি না, তা নিয়েও দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়। পালটা আক্রমণে সোচ্চার হন তৃণমূলের মন্ত্রী ও সাংসদরা। যদিও পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর খোদ মমতাকে নাচ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘আমি নাচ জানি না। আমি আদিবাসীদের সঙ্গে নাচি, ওঁদের সমর্থন করার জন্য। এখানে (চলচ্চিত্র উৎসবে) সে সব হয়নি।’’
এর পরেই তিনি হেসে বলেন, ‘‘অনিল কাপুরজি আমায় হাত ধরে টানলেন। আমরা বলিউডকে সম্মান করি। এটা ছিল সম্মান প্রদর্শন। আর কিছু না।’’ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ প্রশ্ন তুলেছেন, বাংলার বর্তমান পরিস্থিতিতে কীভাবে চলচ্চিত্র উৎসব হচ্ছে? কীভাবে মুখ্যমন্ত্রী নাচছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে? ছাড়ুন তো ওদের কথা!’’ তীব্র বিরক্তি প্রকাশ করে কার্শিয়াং চলে যান মমতা।
[আরও পড়ুন: ‘মাছ কম কেন?’, অন্নপ্রাশনের দিনই মাকে ‘মার’, সন্তানকোলে আত্মহত্যার চেষ্টা বধূর]

Source: Sangbad Pratidin

Related News
পৃথিবীর দিকে ছুটে আসছে নাসার অকেজো উপগ্রহ! ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা?
পৃথিবীর দিকে ছুটে আসছে নাসার অকেজো উপগ্রহ! ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ বছর আগে উৎক্ষেপণ করা হয়েছিল উপগ্রহটি। আজ, বুধবার পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে নাসার (NASA) Read more

‘মৃত্যুর এই খেলা মেনে নেবেন?’, বাংলার পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে রাহুলকে তোপ স্মৃতির
‘মৃত্যুর এই খেলা মেনে নেবেন?’, বাংলার পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে রাহুলকে তোপ স্মৃতির

সংবদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ। হিংসার বলি অন্তত ১৯। আর তা নিয়েই এবার বাংলার শাসক দলকে Read more

Panchayat Election 2023: পুরুলিয়ার বেশ কিছু আসনে প্রার্থী নেই তৃণমূলেরই! নির্দলদের প্রতীক দিতে তোড়জোড়
Panchayat Election 2023: পুরুলিয়ার বেশ কিছু আসনে প্রার্থী নেই তৃণমূলেরই! নির্দলদের প্রতীক দিতে তোড়জোড়

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তৃণমূলের ভরা বাজারেও জঙ্গলমহল পুরুলিয়ার বেশ কিছু আসনে প্রার্থী দিতে পারল না শাসকদল। ফলে নির্দল প্রার্থীদের ঘাসফুলের Read more

‘ভারতকে দেখে শেখা উচিত’, ফের নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান
‘ভারতকে দেখে শেখা উচিত’, ফের নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতের প্রশংসা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যেভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত, Read more

পর পর ১০টি গুলি, ধানবাদ জেলেই খুন কয়লামাফিয়া রাজু ঝাঁ হত্যাকাণ্ডে অভিযুক্ত আমন
পর পর ১০টি গুলি, ধানবাদ জেলেই খুন কয়লামাফিয়া রাজু ঝাঁ হত্যাকাণ্ডে অভিযুক্ত আমন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধানবাদ জেলের ভিতরেই গুলিতে ঝাঁজরা করে হত্যা করা হয়েছে কুখ্যাত অপরাধী আমন সিংকে। এই গ্যাংস্টারকে ২০১৭ Read more

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’
সোশ্যাল মিডিয়ায় পরিচয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’

বিপ্লবচন্দ্র দত্ত,কৃষ্ণনগর:চাকরি দেওয়ার নামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ Read more