গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতিই সার! পাহাড়ে বিজেপির বিরুদ্ধে সরব দলেরই বিধায়ক

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: তিন রাজ্যে নির্বাচনে জয়লাভ করলেও পাহাড়ের আসন এখন টলমল বিজেপির (BJP)। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে পর পর তিনবার পাহাড়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করেছে তারা। কিন্তু এ বছর পুরো চিত্রটাই পালটে গিয়েছে। খোদ বিজেপির বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বি পি বাজগায়েন ঘোষণা করেছেন দলীয় কোনও অনুষ্ঠানে যাবেন না। পাশাপাশি বাইরের কাউকে প্রার্থী করা হলে তিনি নিজে বিপক্ষে দাঁড়াবেন। অর্থাৎ পাহাড়ে এবার বিজেপি বেশ ব্যাকফুটে।
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে তা পূরণ করতে ব্যর্থ বিজেপি। অথচ কেন্দ্রে থাকলেও গোর্খাল্যান্ড নিয়ে তারা কখনই সরব হয়নি। এদিকে পাহাড়বাসী তাদের উপর ভরসা করে বসেছিল। কিন্তু তারা আশাহত হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনেও গোর্খাল্যান্ড নিয়ে কোনও আলোচনা হয়নি। এতে আরও ক্ষোভে ফেটে পড়েছে পাহাড়ের বাসিন্দারা। এছাড়া গোদের ওপর বিষফোঁড়ার মত দলীয় বিধায়ক তো রয়েছেই। তাই এই আসন নিয়ে বেজায় চিন্তিত দল। যদিও পাহাড়ের নেতারা এবিষয়ে স্পিকটি নট। যা বলার শীর্ষ স্থানীয় নেতারা বলবেন বলেই তাদের মন্তব্য।
[আরও পড়ুন: বিধানসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘চোর’ স্লোগান! ৬০ TMC বিধায়কের বিরুদ্ধে FIR]
কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। তারা গোর্খাল্যান্ড দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু কাজের কাজ করেনি। আসলে বাইরে থেকে আসা প্রার্থীরা পাহাড়ের মানুষের আবেগ বুঝতে পারেনি। তাই এ বছর যদি আবার বাইরের কাউকে প্রার্থী করে বিজেপি তাহলে আমি নিজে তাঁর বিরুদ্ধে ভোটে লড়াই করব।” দলীয় বিধায়কের এহেন মন্তব্যে পাহাড়ে আরও কোণঠাসা দল।
এদিকে হামরো পার্টির অজয় এডওয়ার্ডও বিজেপির কড়া সমালোচনা করেন। লোকসভার শীতকালীন অধিবেশনে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা না হওয়ায় তিনিও বিজেপিকে তুলোধনা করেছেন। বিজেপি পাহাড়ে হওয়া পরপর তিনটি নির্বাচনেই পর্যুদস্ত। তাই লোকসভা নির্বাচনে তাদের জয় পাওয়া নিয়ে তারাও চিন্তিত। তার মধ্যে দলীয় বিধায়ক বিদ্রোহ করায় আরও বিপাকে পড়েছে বিজেপি। এখন দেখার এই নির্বাচনে তারা কী ফের বাইরে থেকে প্রার্থী আনে না কি স্থানীয় কাউকেই বেছে নেয়।
[আরও পড়ুন: নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতেই এ কী করলেন মহিলা!]

Source: Sangbad Pratidin

Related News
দাম্পত্য কলহের জের! দেড়বছরের ছেলেকে জলে ডুবিয়ে ‘খুন’ বাবার, চাঞ্চল্য নন্দকুমারে
দাম্পত্য কলহের জের! দেড়বছরের ছেলেকে জলে ডুবিয়ে ‘খুন’ বাবার, চাঞ্চল্য নন্দকুমারে

সৈকত মাইতি, তমলুক: দাম্পত্য কলহের জের। দেড় বছরের সন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নক্কারজনক ঘটনার সাক্ষী পূর্ব Read more

দেউচা-পাঁচামি এলাকার ‘অবৈধ’ দুই পাথর খাদান বন্ধ করল প্রশাসন
দেউচা-পাঁচামি এলাকার ‘অবৈধ’ দুই পাথর খাদান বন্ধ করল প্রশাসন

নন্দন দত্ত, সিউড়ি: প্রস্তাবিত দেউচা-পাঁচামি কয়লা খনি এলাকায় দু’টি পাথর খাদান বন্ধ করে দিল জেলা প্রশাসন। শুক্রবার সন্ধেয় দেওয়ানগঞ্জ ও Read more

Republic Day 2022: বাংলার গর্ব, দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নেবেন রাজ্যের দুই পড়ুয়া
Republic Day 2022: বাংলার গর্ব, দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নেবেন রাজ্যের দুই পড়ুয়া

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস। কোভিডবিধি মেনেই এবারও দিল্লির রাজপথে কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছেন না কোনও বিদেশি অতিথি Read more

ভোট ঘরে ফেরাতে ‘জান কবুল লড়াই’ চাই, পুরভোটের আগের মুহূর্তে জেলা নেতৃত্বকে নির্দেশ আলিমুদ্দিনের
ভোট ঘরে ফেরাতে ‘জান কবুল লড়াই’ চাই, পুরভোটের আগের মুহূর্তে জেলা নেতৃত্বকে নির্দেশ আলিমুদ্দিনের

বুদ্ধদেব সেনগুপ্ত: গত পুরভোটে (WB Civic Polls) যে ভুল হয়েছিল, তার পুনরাবৃত্তি চাইছে না আলিমুদ্দিন। ভোট চলাকালীন মাঝপথে প্রার্থী প্রত্যাহার Read more

ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবে পরিবার
ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবে পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রিপোর্ট দিতে হবে মৃতের পরিবার Read more

কমনওয়েলথে দু’টি পদক নিশ্চিত করল ভারত বক্সাররা, এগোলেন হিমা, সিন্ধু
কমনওয়েলথে দু’টি পদক নিশ্চিত করল ভারত বক্সাররা, এগোলেন হিমা, সিন্ধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সপ্তম দিনে আরও দু’টি পদক নিশ্চিত করলেন ভারতীয় খেলোয়াড়রা। বক্সিংয়ের সেমিফাইনালে উঠলেন Read more