গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতিই সার! পাহাড়ে বিজেপির বিরুদ্ধে সরব দলেরই বিধায়ক

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: তিন রাজ্যে নির্বাচনে জয়লাভ করলেও পাহাড়ের আসন এখন টলমল বিজেপির (BJP)। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে পর পর তিনবার পাহাড়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করেছে তারা। কিন্তু এ বছর পুরো চিত্রটাই পালটে গিয়েছে। খোদ বিজেপির বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বি পি বাজগায়েন ঘোষণা করেছেন দলীয় কোনও অনুষ্ঠানে যাবেন না। পাশাপাশি বাইরের কাউকে প্রার্থী করা হলে তিনি নিজে বিপক্ষে দাঁড়াবেন। অর্থাৎ পাহাড়ে এবার বিজেপি বেশ ব্যাকফুটে।
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে তা পূরণ করতে ব্যর্থ বিজেপি। অথচ কেন্দ্রে থাকলেও গোর্খাল্যান্ড নিয়ে তারা কখনই সরব হয়নি। এদিকে পাহাড়বাসী তাদের উপর ভরসা করে বসেছিল। কিন্তু তারা আশাহত হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনেও গোর্খাল্যান্ড নিয়ে কোনও আলোচনা হয়নি। এতে আরও ক্ষোভে ফেটে পড়েছে পাহাড়ের বাসিন্দারা। এছাড়া গোদের ওপর বিষফোঁড়ার মত দলীয় বিধায়ক তো রয়েছেই। তাই এই আসন নিয়ে বেজায় চিন্তিত দল। যদিও পাহাড়ের নেতারা এবিষয়ে স্পিকটি নট। যা বলার শীর্ষ স্থানীয় নেতারা বলবেন বলেই তাদের মন্তব্য।
[আরও পড়ুন: বিধানসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘চোর’ স্লোগান! ৬০ TMC বিধায়কের বিরুদ্ধে FIR]
কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। তারা গোর্খাল্যান্ড দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু কাজের কাজ করেনি। আসলে বাইরে থেকে আসা প্রার্থীরা পাহাড়ের মানুষের আবেগ বুঝতে পারেনি। তাই এ বছর যদি আবার বাইরের কাউকে প্রার্থী করে বিজেপি তাহলে আমি নিজে তাঁর বিরুদ্ধে ভোটে লড়াই করব।” দলীয় বিধায়কের এহেন মন্তব্যে পাহাড়ে আরও কোণঠাসা দল।
এদিকে হামরো পার্টির অজয় এডওয়ার্ডও বিজেপির কড়া সমালোচনা করেন। লোকসভার শীতকালীন অধিবেশনে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা না হওয়ায় তিনিও বিজেপিকে তুলোধনা করেছেন। বিজেপি পাহাড়ে হওয়া পরপর তিনটি নির্বাচনেই পর্যুদস্ত। তাই লোকসভা নির্বাচনে তাদের জয় পাওয়া নিয়ে তারাও চিন্তিত। তার মধ্যে দলীয় বিধায়ক বিদ্রোহ করায় আরও বিপাকে পড়েছে বিজেপি। এখন দেখার এই নির্বাচনে তারা কী ফের বাইরে থেকে প্রার্থী আনে না কি স্থানীয় কাউকেই বেছে নেয়।
[আরও পড়ুন: নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতেই এ কী করলেন মহিলা!]

Source: Sangbad Pratidin

Related News
Panchayat Election 2023: ‘বিরোধী অশান্তির ছক কষছে, নজর রাখুন’, উত্তপ্ত ভাঙড় নিয়ে শওকতদের বললেন অভিষেক
Panchayat Election 2023: ‘বিরোধী অশান্তির ছক কষছে, নজর রাখুন’, উত্তপ্ত ভাঙড় নিয়ে শওকতদের বললেন অভিষেক

দেবব্রত মণ্ডল, বারুইপুর: টানা দিন কয়েক ধরে উত্তপ্ত ভাঙড়। এবার সেই ভাঙড় নিয়ে খোঁজ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা Read more

Russia-Ukraine War: সুর নরম করে ন্যাটোয় যোগের দাবি ছাড়লেন জেলেনস্কি! এবার কি থামবে যুদ্ধ?
Russia-Ukraine War: সুর নরম করে ন্যাটোয় যোগের দাবি ছাড়লেন জেলেনস্কি! এবার কি থামবে যুদ্ধ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারো দিনের যুদ্ধশেষে (Russia-Ukraine War) বিধ্বস্ত দেশের পরিস্থিতি দেখে প্রেসিডেন্ট কি রণক্লান্ত? মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট Read more

মিথ্যে বেচার কৌশল! ক্রেমলিনে ড্রোন আক্রমণের নেপথ্য কাহিনি কী?
মিথ্যে বেচার কৌশল! ক্রেমলিনে ড্রোন আক্রমণের নেপথ্য কাহিনি কী?

ভ্লাদিমির পুতিন রুশ জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে ‘রাশিয়ার গডফাদার’ হতে চাইছেন। ঠারে-ঠোরে বোঝাচ্ছেন, রুশ জাতীয়তাবাদ আক্রান্ত। রুশ সত্তা-সংস্কৃতি রক্ষার্থেই তাঁর Read more

লাগাতার লোডশেডিংয়ে নাজেহাল! বিদ্যুৎমন্ত্রীর তোপের মুখে CESC, দিলেন কড়া হুঁশিয়ারিও
লাগাতার লোডশেডিংয়ে নাজেহাল! বিদ্যুৎমন্ত্রীর তোপের মুখে CESC, দিলেন কড়া হুঁশিয়ারিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে গরমে রক্ষে নেই, লোডশেডিং দোসর। তীব্র দাবদহের মাঝেই বারবার লোডশেডিং হওয়ায় নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। শ্রীরামপুর, Read more

‘দেশের উন্নয়নের স্বার্থেই জরুরি’, এক দেশ, এক নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল কোবিন্দের
‘দেশের উন্নয়নের স্বার্থেই জরুরি’, এক দেশ, এক নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল কোবিন্দের

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচনের পক্ষে জোর সওয়াল করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই সংক্রান্ত গঠিত উচ্চ পর্যায়ের Read more

Independence Day: ‘হর ঘর তিরঙ্গা’ প্রকল্পে সব রেলকর্মীর হাতে পতাকা, কোন ফান্ড থেকে খরচ? উঠল প্রশ্ন
Independence Day: ‘হর ঘর তিরঙ্গা’ প্রকল্পে সব রেলকর্মীর হাতে পতাকা, কোন ফান্ড থেকে খরচ? উঠল প্রশ্ন

সুব্রত বিশ্বাস: চলতি বছরের ১৫ আগস্ট ভারত ৭৫ তম স্বাধীনতা দিবসে (Independence Day) কেন্দ্রের বিশেষ কর্মসূচি ‘হর ঘর তিরঙ্গা’। পালিত Read more