সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা (Shri Rashtriya Rajput Karni Sena) প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেদিকে (Sukhdev Singh Gogamedi) গুলি করে হত্যা। মঙ্গলবার জয়পুরে সুখদেবকে তাঁর বাড়ির কাছেই গুলিতে ঝাঁজরা করে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ নিজের সামনেই দাঁড়িয়ে ছিলেন সুখদেব। তখনই দুই দুষ্কৃতী স্কুটারে চেপে হাজির হয় ঘটনাস্থলে। নিমেষে করনি সেনা প্রেসিডেন্টকে গুলি করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় সুখদেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin