সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। শহরে এসেছেন অনিল কাপুরও। নেতাজি ইন্ডোরে ব্যস্ততা তুঙ্গে।
২৯তম চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেজে উঠেছে নেতাজি ইন্ডোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই এবার উদ্বোধনী মঞ্চে হাজির সলমন খান। তাঁর সঙ্গেই মঞ্চে থাকছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকছেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট। টলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়বে। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানে নাচবেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবার অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন টলিউডের বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘মেধা নেই, শুধুই হিংসা!’ রণবীরের ‘অ্যানিম্যাল’কে কটাক্ষ আমিরের? ]
বুধবার থেকেই শহরের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে পাবেন দর্শকরা। এদিন কোন কোন সিনেমায় নজর রাখবেন? নন্দন ১ প্রেক্ষাগৃহে সকাল নটায় দেখতে পাবেন মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’। এখানেই আবার সকাল সাড়ে এগারোটা থেকে দেখতে পাবেন জার্মানির সংলাপহীন ছবি ‘গন্ডোলা’। ছবির পরিচালক ভেইত হেলমার। দুপুর দুটোয় থাকছে ফোকাস কান্ট্রি স্পেনের ছবি। লিজ লোবাতো পরিচালিত ‘তিয়ারা দে ন্যুত্রাস মাদ্রেস’ (ল্যান্ড অফ আওয়ার মাদার্স)।
এদিকে সকাল এগারোটা থেকে নন্দন ২ প্রেক্ষাগৃহে চলবে জিগর মদনলাল নাগড়ার ‘আ বয় হু ড্রিমট অফ ইলেক্ট্রিসিটি’। এই হলেই বিকেল চারটে থেকে দেখবে পাবেন অশোক বিশ্বনাথনের ‘হেমন্তের অপরাহ্ন’। নন্দন ৩ প্রেক্ষাগৃহে দুপুর দুটোয় তিনটি তথ্যচিত্র দেখতে পাবেন। ‘স্কিলড ওয়ার্ক ভার্সেস আনস্কিলড ওয়ার্ক’ ও ‘মানবজমিন’-এর পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উপর তৈরি একটি তথ্যচিত্রও থাকছে এই তালিকায়।
জাপানি ছবির মেজাজ আলাদা হয়। তা দেখতে হলে দুপুর দেড়টা নাগাদ চলে যেতে পারেন রবীন্দ্রসদনে। সেখানে হিরোকাজু কোরিডা পরিচালিত ‘কায়বুৎসু’ (দানব) দেখতে পাবেন। জাতীয় পুরস্কারজয়ী ‘কালকক্ষ’র পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘মনপতঙ্গ’ এখানেই দেখতে পাবেন সন্ধ্যা সাড়ে ছটা থেকে। এছাড়া নজরুল তীর্থ ১-র হলে সকাল এগারোটা থেকে থাকছে ইজরায়েলের ছবি ‘ইয়ালদিন শেল আফ এহাদ’ (চিলড্রেন অফ নোবডি) আর রাধা স্টুডিওতে বিকেল চারটে থেকে দেখা যাবে অভিষেক বচ্চনের ‘ঘুমর’।
[আরও পড়ুন: চারদিনেই ৪০০ কোটি! বক্স অফিসে ঝড় তুলে আর কী রেকর্ড গড়ল ‘অ্যানিম্যাল’?]
Source: Sangbad Pratidin