সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে আর জেলের বাইরে বেরনো হচ্ছে না অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। নতুন বছরের শুরুটাও কাটবে জেলের অন্ধকারেই। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আর্জি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে, চার্জ গঠনের আগে কেষ্ট মণ্ডলের জামিনের শুনানি নয়। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। আপারর বছরের শেষ ও বর্ষবরণ জেলেই কাটাতে হবে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে।
এদিন শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির শুনানি ছিল। সেই আবেদনের বিরোধিতায় সরব হন সিবিআইয়ের আইনজীবী অ্যাডিশনার সলিসিটার জেনারেল এসভি রাজু। একাধিক তথ্য তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেন কেষ্ট মণ্ডল ঠিক কতটা প্রভাবশালী। তিনি বলেন, “শাসকদলের ক্ষমতাকে কাজে লাগিয়ে জেলার রাজার মতোন থাকতেন অনুব্রত। জেলার পুলিশ অফিসারদের পোস্টিং উনি ঠিক করেন। পুলিশ ওঁর পকেটে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin