সংসদে তৃণমূলের ‘বকেয়া’ বাণ, পালটা বিজেপির অস্ত্র ‘চুরি’

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যের প্রাপ্য মেটানোর দাবি তুলতেই তৃণমূলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। শীতকালীন অধিবেশনের প্রথমদিনই তৃণমূল- বিজেপি সাংসদদের তরজায় তপ্ত লোকসভা। অন্যদিকে রাজ্যসভায়, বাংলার বঞ্চনাকে সামনে রেখে মনরেগা নিয়ে আলোচনার দাবি জানিয়ে তৃণমূলের ১৩ জন সাংসদই নোটিস দিয়েছেন। বাংলার প্রাপ্য টাকা আদায়ের দাবিতে তৃণমূল সংসদের দুই কক্ষেই সরব হবে বলেই ঠিক হয়েছে। এদিকে বকেয়ার পালটা নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
সোমবার লোকসভার বিশেষ উল্লেখ পর্বে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মনরেগা থেকে শুরু করে আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে, বাংলারকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে সোচ্চার হতেই ট্রেজারি বেঞ্চে বসে থাকা কেন্দ্রীয় মন্ত্রীরা আপত্তি করতে থাকেন। তাতে কর্ণপাত না করেই সুদীপ বলেন, “বিগত দুবছর ধরে কেন্দ্রীয় সরকার বাংলার ১৮ হাজার কোটি টাকা আটকে রেখেছে। আমাদের মুখ্যমন্ত্রী-সহ আমরা সকলে এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, সংসদেও এ বিষয়টি নিয়ে আলোচনা হোক বলেও আমরা দাবি জানাচ্ছি।” বাংলার ন্যায্য পাওনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে তৃণমূল প্রতিনিধিদল যাওয়ার পরে কীভাবে তাঁদের দুঘন্টা বসিয়ে রাখার পরে মন্ত্রী পিছনের দরজা দিয়ে চলে গিয়েছিলেন সেকথাও বিশদে তুলে ধরেন সুদীপ। তৃণমূল সাংসদের বক্তব্যের সময়েই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধান আপত্তি জানাতে থাকেন।
[আরও পড়ুন: ট্রেলারেই বোমা ফাটাল ‘প্রধান’, শাহরুখের ‘ডাঙ্কি’র সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে তৈরি দেব?]
সুদীপের বক্তব্য শেষ হতেই প্রধান ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বলেন, “মনরেগা ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা আটকে রাখা হয়েছে, আর্থিক অবরোধ করা হয়েছে বলে যে তথ্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। এরা ভারত সরকারের কাছ থেকে বাংলার গরিবদের টাকা নিয়ে যায়, সেখান থেকে তোলাবাজি করে, কাটমানি রাখে।” প্রধানের এহেন মন্তব্য করতেই রে রে করে ওঠেন তৃণমূল সাংসদরা। নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। পালটা বাংলার বিজেপি সাংসদরাও নিজেদের আসন ছেড়ে সামনের দিকে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধান আরও বলেন, “দেশের সমস্ত রাজ্য আর্থিক শৃঙ্খলার মধ্যে রয়েছে, কিন্তু বাংলা সরকার নিজেকে ঊর্ধ্বে মনে করে। প্রধানমন্ত্রী পোষণ যোজনা, অর্থাৎ মিড ডে মিল স্কিমে এরা ৪ হাজার কোটি টাকা নয়ছয় করেছে। এর জন্য ভারত সরকার সিবিআই-এ কে তদন্ত করতে দিয়েছে। সব বেরিয়ে আসবে। এরা গরিবদের টাকা লুঠ করে, দলের জন্য সেই টাকা খরচ করে। এদের ব্যাপারে তদন্ত হবে। এদের অর্ধডজন মন্ত্রী কারাগারে। শিক্ষামন্ত্রী কারাগারে। এরা ভয় পেয়েছে এদের নেতৃত্ব কারাগারে যাবে, তাই এসব বলে সংসদের সময় বরবাদ করছে।”
[আরও পড়ুন: টি শার্টে মমতাকে কুরুচিকর আক্রমণ! শুভেন্দুর বিরুদ্ধে FIR তৃণমূলের]

Source: Sangbad Pratidin

Related News
সেলফি তুলতে গিয়ে রেখার হাতে চড় খেলেন অনুরাগী, ভাইরাল ভিডিও
সেলফি তুলতে গিয়ে রেখার হাতে চড় খেলেন অনুরাগী, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল অনুরাগীদের সঙ্গে ক্য়ামেরা বন্দি হতে গিয়ে রেগে আগুন হচ্ছেন বলিউড সেলেবরা। তা শাহরুখ হোক বা Read more

এই না হলে ভোলবদল! শার্ট-লুঙ্গির অভ্যাস ছেড়ে স্যুট পরে মডেল হলেন ৬০ বছরের দিনমজুর
এই না হলে ভোলবদল! শার্ট-লুঙ্গির অভ্যাস ছেড়ে স্যুট পরে মডেল হলেন ৬০ বছরের দিনমজুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন দিনমজুর, হলেন মডেল। পোশাক ও রূপসজ্জার সামান্য পরিবর্তনেই ভোল পালটে গেল কেরলের (Kerala) দিনমজুরের। ষাট Read more

Punjab Election Result: দলীয় কোন্দলেই পাঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের? কাঠগড়ায় সিধু
Punjab Election Result: দলীয় কোন্দলেই পাঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের? কাঠগড়ায় সিধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। পাঞ্জাবে (Punjab election 2022) কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে Read more

এবার সক্রিয় রাজনীতিতে কাফিল খান! সমাজবাদী পার্টির টিকিটে লড়ছেন উত্তরপ্রদেশের বিধান পরিষদে
এবার সক্রিয় রাজনীতিতে কাফিল খান! সমাজবাদী পার্টির টিকিটে লড়ছেন উত্তরপ্রদেশের বিধান পরিষদে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষপুরের সরকারি হাসপাতালের নির্বাসিত শিশু চিকিৎসক ডা. কাফিল খান-সহ ১৮ জনকে উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে Read more

ফের দাউদাউ করে জ্বলছে শুশুনিয়ার জঙ্গল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ফের দাউদাউ করে জ্বলছে শুশুনিয়ার জঙ্গল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

টিটুন মল্লিক, বাঁকুড়া: দাউদাউ করে জ্বলছে বাঁকুড়া জেলার শুশুনিয়া (Susunia Hill) পাহাড়ের জঙ্গল। শনিবার সন্ধেয় আচমকাই পাহাড়ের মাঝের জঙ্গলে আগুন Read more

বাংলাদেশে ইদের ছুটিতে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা!
বাংলাদেশে ইদের ছুটিতে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা!

সুকুমার সরকার, ঢাকা: ইদের ছুটিতে বাংলাদেশে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা! জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যার নিরিখেই প্রকাশ্যে এসেছে এই Read more