ফের রক্তাক্ত হিংসাদীর্ণ মণিপুর, দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত ১৩

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত মণিপুর। নতুন করে হিংসার আগুনে  জ্বলে উঠল উত্তর-পূর্বের এই রাজ্যটি। দুই জঙ্গি গোষ্ঠীর ভয়ঙ্কর গুলির লড়াইয়ে মৃত্যু হল ১৩ জনের। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  
এএফপি সূত্রে খবর, সোমবার বেলার দিকে গুলির লড়াইয়ে কেঁপে ওঠে মণিপুরের টেংনুপাল জেলা। এই ঘটনার বিষয়ে নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, টেংনুপালের সাইবোল এলাকার লেইথু গ্রামে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। গুলি চলে। সংঘর্ষের খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে ১৩টি দেহ উদ্ধার করা হয়। তবে দেহগুলোর পাশ থেকে কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় নিয়ে কিছু জানায়নি প্রশাসন। তবে মনে করা হচ্ছে, মৃতরা কেউ লেইথু গ্রামের নয়। তাঁরা অন্য জায়গা এসে একটি পৃথক দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।     
[আরও পড়ুন: অনলাইনে অর্ডার করে বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি! ক্ষুব্ধ গ্রাহক, কী জবাব দিল Zomato?]
উল্লেখ্য, গত ৮ মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর (Manipur)। ৩ মে উত্তর-পূর্বের এই রাজ্যে মেতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয়। এখনও সেখানে থেকে থেকেই জ্বলে উঠছে হিংসার আগুন। পরিসংখ্যান বলছে, মণিপুরে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ জন। পরিস্থিতি সামাল দিতে সেনা আসরে নামলেও অশান্তি অব্যাহত। কয়েকদিন আগেই ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাংলোর কাছেই থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
বলে রাখা ভালো, কুকি-মেতেই গোষ্ঠী সংঘর্ষের সুযোগ নিয়ে  হিংসার আগুনে ঘি ঢালছে জঙ্গি সংগঠনগুলো। ভারত ভাঙার ছক কষছে তারা বলে একাধিক রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ! এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের এই রাজ্যে শান্তি ফেরাতে গত মাসেই বড় পদক্ষেপ করেছিল কেন্দ্র। সেরাজ্যে ৯টি মেতেই জঙ্গি দলকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক।  
[আরও পড়ুন: মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র]

Source: Sangbad Pratidin

Related News
মহিলা কর্মীদের পাশে থাকতে জেলায় জেলায় এবার বিজেপির প্রমীলা বাহিনী
মহিলা কর্মীদের পাশে থাকতে জেলায় জেলায় এবার বিজেপির প্রমীলা বাহিনী

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জেলায় জেলায় এবার প্রমীলা বাহিনী তৈরি করছে বঙ্গ বিজেপি। দলের মহিলা ব্রিগেডকে ময়দানে নামানোই উদ্দেশ্য গেরুয়া শিবিরের। এই Read more

কালীঘাটে অভিষেক-সুব্রত বক্সির সঙ্গে আলাদা বৈঠক মমতার, দলের রণকৌশল নিয়ে আলোচনা
কালীঘাটে অভিষেক-সুব্রত বক্সির সঙ্গে আলাদা বৈঠক মমতার, দলের রণকৌশল নিয়ে আলোচনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের অভ্যন্তরীণ কলহ নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীকে নিয়ে আলাদা করে Read more

কারও বমি, কারও গ্যাস্ট্রাইটিস, উত্তরকাশীর টানেলে আটক বহু শ্রমিক অসুস্থ
কারও বমি, কারও গ্যাস্ট্রাইটিস, উত্তরকাশীর টানেলে আটক বহু শ্রমিক অসুস্থ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরকাশীর টানেলে ধস নামার পর কেটে গিয়েছে চার দিন। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি সুড়ঙ্গপথে আটকে Read more

ক্যানসার নিরাময়ে ভাইরাস-চিকিৎসা! নয়া থেরাপিতে দিশা দেখাচ্ছেন গবেষকরা
ক্যানসার নিরাময়ে ভাইরাস-চিকিৎসা! নয়া থেরাপিতে দিশা দেখাচ্ছেন গবেষকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার চিকিৎসায় (Cancer Treatment) নয়া উদ্যোগ। শরীরের ক্যানসার কোষগুলিকে মেরে ফেলার লক্ষ্যে নতুন প্রচেষ্টা চিকিৎসদের। মানুষের Read more

‘একতরফা ভাবে জিতেই গিয়েছে ভারত’, বিশ্বকাপের পাক ম্যাচের আগে মনস্তাত্বিক যুদ্ধ শুরু করলেন সৌরভ
‘একতরফা ভাবে জিতেই গিয়েছে ভারত’, বিশ্বকাপের পাক ম্যাচের আগে মনস্তাত্বিক যুদ্ধ শুরু করলেন সৌরভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ঘোষিত সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) সাক্ষাৎ হবে ১৫ অক্টোবর। সেই ম্যাচ Read more

‘দেশে কেরোসিন ছড়াচ্ছে BJP, আগুনের ফুলকি পেলেই…’, লন্ডনে দাঁড়িয়ে তোপ রাহুলের
‘দেশে কেরোসিন ছড়াচ্ছে BJP, আগুনের ফুলকি পেলেই…’, লন্ডনে দাঁড়িয়ে তোপ রাহুলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Read more