সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছু মুহূর্ত। তার পরই অন্ধকার পেরিয়ে আলোর মুখ দেখবেন উত্তরকাশীর সুড়ঙ্গে ১২ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিক। ইতিমধ্যে তাঁদের জন্য তৈরি হয়েছে অস্থায়ী হাসপাতাল। মোতায়েন করা হয়েছে ৪০টি অ্যাম্বুল্যান্স। এমনকী, রয়েছে এয়ার লিফটের ব্যবস্থাও। সবমিলিয়ে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে উদ্ধারকার্যের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
মনে করা হচ্ছিল, বুধবার রাতেই ৪১ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে। সেই লক্ষ্যে রাতভর কাজ করেছিলেন উদ্ধারকারীরা। কিন্তু ঠোঁট আর কাপের দূরত্ব ঘোচেনি। সুড়ঙ্গের ভিতরে থাকা লোহা এবং স্টিলের টুকরোয় আটকে থমকে যায় ড্রিলিং প্রক্রিয়া। শেষপর্যন্ত গ্যাস কাটার এনে সেই জঞ্জাল সাফ করতে হয়। ভোররাতের দিক থেকে পুনরায় শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপকে আড়াআড়িভাবে কেটে সুড়ঙ্গের ভিতরে বিশালাকার পাইপ বসিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে। সব ঠিক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই গোটা দেশের উদ্বেগের অবসান ঘটিয়ে ১২ দিন পর আলোর মুখ দেখবেন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা।
Source: Sangbad Pratidin