Chhat Puja: ‘দিল্লি তো দেয় না’, ছটপুজোয় ২ দিনের ছুটি ঘোষণা করে কেন্দ্রকে খোঁচা মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজোর অনুষ্ঠানেও কেন্দ্রবিরোধী সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর (Chhat Puja) অনুষ্ঠানে যোগ দেন তিনি। তক্তাঘাট থেকে দইঘাট, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার একাধিক নেতা। সেখান থেকেই ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ, ”দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।”
রবিবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। বলেন, ”বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি (Holiday) দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই।”
[আরও পড়ুন: শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা]
এর পর তিনি চলে যান বাবুঘাট লাগোয়া দইঘাটে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ”অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাঁদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব।”
[আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের ৪ জনের দেহ! তীব্র চাঞ্চল্য খড়দহে]
ওয়াকিবহাল মহলের মত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি বারবার যেভাবে ‘সংখ্যালঘু তোষণ’ অস্ত্র শানাচ্ছে, তাতে তাদেরই বার্তা দিলেন মমতা। পাশাপাশি ছটপুজোর পর শহরের সমস্ত ঘাট পরিষ্কার করার বিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, উৎসব শেষের পর সমস্ত ঘাট পরিষ্কার করে দিতে হবে, পুলিশকেও কাজ করতে হবে।

Source: Sangbad Pratidin

Related News
যোগ্যতা থাকা সত্ত্বেও এশিয়ান গেমস থেকে বাদ, হাই কোর্টের দ্বারস্থ ভলিবল তারকা
যোগ্যতা থাকা সত্ত্বেও এশিয়ান গেমস থেকে বাদ, হাই কোর্টের দ্বারস্থ ভলিবল তারকা

গোবিন্দ রায়: এশিয়ান গেমসে শুরু হচ্ছে মহিলা ভলিবল প্রতিযোগিতা। এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের প্রধান Read more

গরমেও বিয়ের হিড়িক বাঙালির, সাড়ে ৪ মাসেই ছাদনাতলায় পৌনে এক লাখ!
গরমেও বিয়ের হিড়িক বাঙালির, সাড়ে ৪ মাসেই ছাদনাতলায় পৌনে এক লাখ!

নব্যেন্দু হাজরা: গলার সাদা রজনীর মালা গরমে হলুদ হয়ে যাচ্ছে নিমেষে। কনের মেক-আপ গলে বদলে যাচ্ছে চেহারা। যেখানে পাতলা সুতির Read more

খিদের তাগিদে ওপার বাংলা থেকে ভারতে রয়্যাল বেঙ্গল টাইগার, হু হু করে সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা
খিদের তাগিদে ওপার বাংলা থেকে ভারতে রয়্যাল বেঙ্গল টাইগার, হু হু করে সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

স্টাফ রিপোর্টার: দিন দিন রয়‌্যাল বেঙ্গলের সংখ‌্যা কমার দুশ্চিন্তায় একদা ঘুম ছুটেছিল প্রকৃতিপ্রমীদের। সুন্দরবনের গ্রামে গ্রামে শুরু হয়েছিল ‘সেভ টাইগার, Read more

আদালতের কাজের জন্য তৈরি নতুন ভবন, আগামী সপ্তাহেই নব মহাকরণে বসবে এজলাস
আদালতের কাজের জন্য তৈরি নতুন ভবন, আগামী সপ্তাহেই নব মহাকরণে বসবে এজলাস

গৌতম ব্রহ্ম: মামলা বাড়ছে, বাড়ছে কাজও। সেই কারণে বাড়তি জায়গাও প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন, কলকাতার Read more

দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২৭, দ্বিতীয় তলায় মিলেছে দেহাংশ, গ্রেপ্তার ২, ঘোষিত আর্থিক সাহায্য
দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২৭, দ্বিতীয় তলায় মিলেছে দেহাংশ, গ্রেপ্তার ২, ঘোষিত আর্থিক সাহায্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত হয়েছেন ১২ জন। শেষ Read more

ডিনার সেরে নিন ন’টার আগে, ওজন কমবে ম্যাজিকের মতো
ডিনার সেরে নিন ন’টার আগে, ওজন কমবে ম্যাজিকের মতো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তি মেদ ঝরাতে রোজকার রুটিনে আমরা কত কিছুই না করি। বিশেষ করে, ডায়েট প্ল্যানিং। ক্যালোরি মেপে Read more