সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার মহারণে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন থাকছে। সেই পরিকল্পনা আগেভাগেই শোনা গিয়েছিল। এবার ইনিংস ব্রেকে রোহিত বাহিনীকে চাঙ্গায়নী সুধা জোগালেন শিল্পীরা। রবিবাসরীয় বিকেলে জমে উঠল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
সুরকার প্রীতমের (Pritam) লাইভ পারফরম্যান্সে মেতে উঠলেন সকলে। প্রীতম ছাড়াও পারফর্ম করলেন জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশা সিং, তুষার যোশিরা। পারফর্ম করলেন পাঁচশোর বেশি নর্তকী। সবুজ ঘাসের বাইশ গজে তখন একের পর এক হিট বলিউড গানে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা। গ্যালারিতে বসে দর্শকরাও দেদার উপভোগ করলেন।
[আরও পড়ুন: বাবার হাতে উঠবে বিশ্বকাপ? ইতিহাসের সাক্ষী হতে মা অনুষ্কার সঙ্গে গ্যালারিতে খুদে ভামিকাও]
‘দেবা দেবা’, ‘কেসরিয়া’, ‘লেহেরা দো’র মতো হিট গানের পাশাপাশি শিল্পীদের কণ্ঠে শোনা গেল এবারের বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’। অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের বিরুদ্ধ ২৪০ রানে অল আউট রোহিত বাহিনী। আর সেই রান নিয়েই অজিবধের স্বপ্নে বিভোর গোটা দেশ। তার মাঝেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আগে ইনিংস ব্রেকে মঞ্চ মাতালেন বলিউডের সঙ্গীত শিল্পীরা।
[আরও পড়ুন: রোহিত বাহিনীর ‘চিয়ার লিডার’ হয়ে আহমেদাবাদে রণবীর-দীপিকা, গ্যালারি থেকে গলা ফাটাচ্ছেন!]
Source: Sangbad Pratidin