সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামির প্রতি অভিনেত্রী পায়েলের প্রেম যে বাড়বাড়ন্ত তা আর নতুন খবর নয়, সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছেই শামিকে নিয়ে তাঁর মনের কথা খোলসা করেছেন পায়েল। শুধু টুইটই নয়, স্পষ্ট জানিয়েছেন তিনি মহম্মদ শামির একনিষ্ঠ ভক্ত। আর তাই তো মাঠে যখন শামি দুরন্ত খেলেন, তখন রাত জাগেন পায়েল!
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৭টি উইকেট নিয়েছেন শামি। টিভির পর্দায় সে ম্য়াচ দেখে উত্তেজনার পারদ চড়েছিল পায়েলের শরীরে। শামিকে নিয়ে টুইট করছিলেন ঘন ঘন। তার পর শামিতে মগ্ন হয়ে রাত কাটালেন জেগেই। সেকথা সোশাল মিডিয়াতেই খোলসা করেছিলেন পায়েল।
[আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে বনিবনা নেই শাশুড়ি জয়ার? অমিতাভের হুঁশিয়ারি, ‘বাঙালিদের সঙ্গে তর্ক কোরো না’!]
আর এবার তো বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। নিজের দেশকে তো জেতাতেই হবে! সঙ্গে শামির মাথায় সেরার মুকুট উঠুক সেটাই চান পায়েল। আর তাই তো এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েও আহমেদাবাদে যাচ্ছেন না পায়েল। এর নেপথ্য়ে অবশ্য বিশেষ কারণ।
সংবাদ প্রতিদিন ডিজিটালকে পায়েল জানিয়েছেন, ”এ ব্য়াপারে আমি একটু খুঁতখুঁতে। আসলে বিশ্বকাপটা বাড়িতে বসে দেখতে চাই। কারণ, বাড়ির সোফাটা আমার কাছে লাকি। ওখানে বসে ম্যাচ দেখলে ভারত জিতবেই!”
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় শামিকে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পায়েলকে জানান, ”দূর, আমার তো কখনও শামির সঙ্গে সামনা সামনি দেখাই হয়নি। আসলে ওই পোস্ট একেবারেই মজার ছলে করেছিলাম। শামির খেলা দেখে এতটাই এক্সাইটেড ছিলাম যে, ভালোলাগা বোঝাতে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছিলাম। এছাড়া অন্য কোনও ইনটেশন ছিল না। কিন্তু হঠাৎ দেখি সবাই এই টুইটকে সিরিয়াসলি নিয়ে ফেলল। আমি তো অবাক! ” তবে ভারত জিতলে, পায়েল ফের শামিকে বিয়ের প্রস্তাব দেন কিনা, তাই এখন দেখার।
[আরও পড়ুন: কোহলিকে ক্যারেক্টার সার্টিফিকেট কঙ্গনার, অনুষ্কা জানেন?]
Source: Sangbad Pratidin