সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীনের অমৃতকুম্ভে বিরাটের পূণ্যস্নান। এছাড়া আর কী-ই বা বলা যায় বিরাট মহাকাব্যকে! ওয়াংখেড়ে স্টেডিয়াম মাস্টার ব্লাস্টারের ঘরের মাঠ। সেই মাঠেই কোহলি ব্যাটিং মায়্স্ত্রোকে ছাপিয়ে গেলেন। ইডেন গার্ডেন্সে শচীনকে ছুঁয়েছিলেন। ওয়াংখেড়েতে তাঁকে ছাপিয়ে গেলেন। ঈশ্বরের আপন ভূমিতেই অধীশ্বর কোহলি।
এতকাল একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর ঝুলিতে ছিল ৬৭৩ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে সেই রানকেই ছাপিয়ে গেলেন কোহলি। আর সেই সঙ্গে আরব সাগরের তীরে নতুন আরব্য রজনী রচনা করলেন কিং কোহলি।
[আরও পড়ুন: ছটের ভিড়ে দিল্লি স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, কোন পথে শিয়ালদহ-হাওড়া?]
Virat Kohli continues his remarkable run in #CWC23
He gets his 7⃣2⃣nd ODI Fifty!
Follow the match https://t.co/FnuIu53xGu#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/m0gmgzRU7c
— BCCI (@BCCI) November 15, 2023
এদিন ৪৭ রানে রোহিত শর্মা আউট হতেই ক্যামেরা ঘুরে গিয়েছিল ওয়াংখেড়ের ড্রেসিংরুমের দিকে। যেখানে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন কোহলি। গোটা দেশ কেন, গোটা দুনিয়ার নজর যে আটকে সেদিকেই। যাঁকে বাইশ গজের দুনিয়ার ঈশ্বরের আসনে বসিয়েছে গোটা বিশ্ব, সেই শচীনকেই ছাপিয়ে গিয়ে নয়া নজিরের মালিক হলেন দিল্লির ছেলে।
Source: Sangbad Pratidin