সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালের বল গড়ানোর আগেই পিচ নিয়ে তৈরি হয় মহাবিতর্ক। আর বিতর্কের কেন্দ্রে ভারত। আঙুল উঠল তাদের দিকেই। আইসিসি যে পিচ বেছে নিয়েছিল, সেই পিচই নাকি বদলে দিয়েছে ভারত। এমনটাই অভিযোগ। বিতর্ক এতটাই মাথাচাড়া দিয়েছে যে ব্যাট হাতে নেমে পড়তে হল আইসিসি-কে। জানিয়ে দিল, পিচ নিয়ে কোনও অসঙ্গতি নেই। নতুন পিচ দিতে হবে এমন কোনও নির্দেশিকাও নেই। তবে আইসিসি পিচ-বিতর্কে নামার আগে জল অনেকদূর গড়িয়েছিল। যে পিচে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল, সেই পিচে খেলা হবে না। এই নিয়ে আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন।আইসিসি-র বেছে নেওয়া পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। ফলে আগে যে পিচে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল সেই পিচে খেলা হবে না। পিচ বদল নিয়ে নাকি আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। আসিসি জানিয়ে দিল, পিচ নিয়ে কোনও বিতর্ক বা অসঙ্গতি নেই। আর সেরকম কোনও নির্দেশও আসেনি।
Source: Sangbad Pratidin