ইউক্রেন থেকে ইজরায়েল, বিশ্বজুড়ে কামানের গর্জনের মাঝেই আমেরিকায় জিনপিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন। রক্তাক্ত ইজরায়েল-প্যালেস্টাইন। কামানের গর্জনে কেঁপে কেঁপে উঠছে সুদান। গৃহযুদ্ধে জর্জর ইয়েমেনে শুধুই হাহাকার। বিশ্বজুড়ে ক্রমাগত বেজে চলা রণদুন্দুভির কান ফাটানো আওয়াজের মাঝেই মঙ্গলবার আমেরিকায় পা রাখলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এদিন সান ফ্রান্সিস্কো আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ‘এয়ার চায়না’র বিশেষ বিমান। দরজা খুলতেই হাত নাড়তে নাড়তে বেরিয়ে আসেন জিনপিং। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন, চিনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত নিকোলাস বার্নস। তাঁদের সঙ্গে সৌজন্য আলাপের পর লাল পতাকা লাগানো চিনা হংকি বা লিমোজিন সদৃশ গাড়িতে চেপে শহরের উদ্দেশে রওনা দেন চিনা প্রেসিডেন্ট। মনে করা হচ্ছে, মানবাধিকার হনন, গণতন্ত্রের দমনের মতো বিষয়ে আমেরিকায় বিক্ষোভের মুখে পড়তে পারেন জিনপিং।
প্রসঙ্গত, শেষবার ২০১৭ সালে শেষবার আমেরিকা গিয়েছিলেন চিনের ‘সর্বশক্তিমান’ রাষ্ট্রপ্রধান। দুই দেশের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধের আবহে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেবারে ক্ষত মেরামত কতটা হয়েছিল তা তর্কসাপেক্ষ হলেও আধিপত্যের লড়াই আরও জটিল মোড় নেয়।
হোয়াইট হাউস সূত্রে খবর, আজ বুধবার সান ফ্রান্সিস্কোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন শি। ইউক্রেন যুদ্ধ ও আরব-ইহুদি সংঘাতের আবহে এই আলোচনার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তার পর এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। চারদিনের এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে চিনা প্রেসিডেন্টের।
[আরও পড়ুন: ভিখারির দশা! এবার পেটের দায়ে ইউক্রেনকে অস্ত্র বেচল পাকিস্তান]
উল্লেখ্য, ইউক্রেন (Ukraine) যুদ্ধে ঠান্ডা লড়াইয়ের দুনিয়া কাঁপানো দিনগুলো ফিরেছে বলেই মত বিশ্লেষকদের। ঘনাচ্ছে পরমাণু যুদ্ধের মেঘও। জল্পনা আরও বাড়িয়ে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছে রাশিয়া। এই প্রেক্ষাপটে পরমাণু অস্ত্রে রাশ টানা নিয়েও আলোচনা হতে পারে শি ও বাইডেনের। একই সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রসঙ্গও উঠে আসতে পারেে। বলে রাখা ভাল, ইউক্রেন সংঘাতে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার প্রতিবাদে আরও কাছাকাছি এসেছে মস্কো এবং বেজিং। এটা যে আমেরিকার না পসন্দ, তা স্পষ্ট করেছেন বাইডেন। চিনের অর্থনীতিতে আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলোর অবদান উল্লেখ করে কার্যত বেজিং-কে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। গত জুলাই মাসে একটি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমেরিকা এবং পশ্চিমের দেশগুলির বিনিয়োগের উপর দাঁড়িয়ে আছে চিনের অর্থনীতি। এটা যেন তারা মনে রাখে।  
বলে রাখা ভালো, হামাসকে মদত জোগাচ্ছে ইরান, চিন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে সেকেন্ড ফ্রন্ট খুলতে হামাসকে ব্যবহার করছে মস্কো। আমেরিকাকে চাপে ফেলে ইউক্রেনে কিছুটা চাপমুক্ত হওয়ার জন্যই এই ছক কষেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লেবাননে ঘুঁটি সাজাচ্ছে ইরান। অন্যদিকে, তাইওয়ানের কাছে মহড়া চালিয়ে তৃতীয় ফ্রন্ট খোলার সম্ভাবনা জিইয়ে রেখেছে চিন। ইয়েমেন ও সিরিয়ায় হাউথিদের মদত দিচ্ছে ইরান। সব মিলিয়ে, আমেরিকাকে চক্রব্যুহে বিভ্রান্ত করে কোণঠাসা করার খেলায় মেতেছে ইরান-চিন-রাশিয়া অক্ষ। এই পরিস্থিতিতে জিনপিংয়ের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: প্যালেস্তিনীয়দের পাশে দাঁড়িয়েও হামাসের বলি ইজরায়েলের শান্তিদূত]

Source: Sangbad Pratidin

Related News
পেনশনের ভূত-ভবিষ্যৎ
পেনশনের ভূত-ভবিষ্যৎ

‘MARS’ অর্থাৎ ‘মিনিমাম অ‌্যাশিওর্ড রিটার্ন স্কিম’-এর আবির্ভাব হঠাৎ পড়ে পাওয়া চোদ্দো আনা নয়। অনেক কাল যাবৎ ‘নিউ পেনশন সিস্টেম’ নিয়ে Read more

‘কুস্তিগিরদের হেনস্তার দৃশ্য বেদনাদায়ক’, বিতর্কের মধ্যে মুখ খুললেন কপিল-বিনি-গাভাসকররা
‘কুস্তিগিরদের হেনস্তার দৃশ্য বেদনাদায়ক’, বিতর্কের মধ্যে মুখ খুললেন কপিল-বিনি-গাভাসকররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মৌন ভাঙল ক্রিকেট মহল। কুস্তিগিরদের বিক্ষোভ এবং হেনস্তা নিয়ে মুখ খুললেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। Read more

আইনি নোটিস পেয়েই রবীন্দ্রনাথকে নিয়ে করা সব বিতর্কিত ফেসবুক পোস্ট মুছলেন নোবেল
আইনি নোটিস পেয়েই রবীন্দ্রনাথকে নিয়ে করা সব বিতর্কিত ফেসবুক পোস্ট মুছলেন নোবেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী মইনুল Read more

নতুন ২ মন্ত্রী ভোট পরবর্তী হিংসায় জড়িত, শপথ অনুষ্ঠানে গরহাজিরা নিয়ে সাফাই শুভেন্দু
নতুন ২ মন্ত্রী ভোট পরবর্তী হিংসায় জড়িত, শপথ অনুষ্ঠানে গরহাজিরা নিয়ে সাফাই শুভেন্দু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নতুন ৯ মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যসচিব আমন্ত্রণ Read more

কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুতে রিপোর্ট তলব হাই কোর্টের, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণের নির্দেশ
কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুতে রিপোর্ট তলব হাই কোর্টের, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণের নির্দেশ

গোবিন্দ রায়: কালিয়াগঞ্জে (Kaliaganj) ছাত্রীকে ‘ধর্ষণ করে খুনে’র অভিযোগ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) Read more

করদাতাদের জন্য স্বস্তি, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াল কেন্দ্র
করদাতাদের জন্য স্বস্তি, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেডলাইন পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। এই পরিস্থিতিতে ২০২১-২২ আর্থিক বছরের আয়কর রিটার্ন (income tax returns filing) Read more