‘আমার দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র’, পাক সেনার দিকেই কি আঙুল ইমরানের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান অশান্ত। তুঙ্গে রাজনৈতিক ডামাডোল। ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে তাঁর দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, ‘প্রায় ৭ হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। হিংসার নেপথ্যে কে বা কারা রয়েছে তা তদন্ত না করেই আমাদের সমর্থক, নেতৃত্ব এবং মহিলাদের জেলে ঢোকানো হয়েছে। আমাদের দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।” তিনি আরও লেখেন , ‘এরই মধ্যে আমাদের নিরাপত্তা সংস্থাগুলির মদতে সুপ্রিম কোর্টের দখল নিচ্ছে গুন্ডারা। সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। একবার এমনটা হলে পাকিস্তান নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি তা শেষ হয়ে যাবে।’
বিশ্লেষকদের মতে, একদা পাক সেনার পোস্টার বয় ছিলেন ইমরান। সেই সমীকরণ পালটে যেতেই ফৌজের বিষনজরে পড়েছেন ‘কাপ্তান’। তাঁকে গদিচ্যুত করেছে সেনাবাহিনী প্রকাশ্যে একথা বারবার বলেছেন তিনি। এবার সেনাই তাঁর দলকে নিশানা করছে বলে ইঙ্গিত করছেন তিনি।
[আরও পড়ুন: ইউক্রেনের ফাঁদে পা! ধ্বংস রাশিয়ার অত্যাধুনিক সুখোই-৩৫-সহ চার বিমান]
এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবিকে জামিন দিয়েছে লাহোর হাই কোর্ট। আজ সেখানেই একাধিক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছেন ইমরান। উল্লেখ্য, আগেই তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পিটিআই প্রধান। আল কাদার ট্রাস্ট মামনায় শুনানি শেষ হলেও এখনও রায় ঘোষণা করেনি দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান।
[আরও পড়ুন: ‘ভারতের মতো কম দামে রুশ তেল কিনতে চেয়েছিলাম, কিন্তু…’, নয়া দাবি ইমরান খানের]

Source: Sangbad Pratidin

Related News
বদলি মামলায় নয়া মোড়, সিঙ্গল বেঞ্চের CBI তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
বদলি মামলায় নয়া মোড়, সিঙ্গল বেঞ্চের CBI তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

শান্তনু কর ও গোবিন্দ রায়: নিয়ম ভেঙে বদলি মামলায় নয়া মোড়। সিঙ্গলবেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৪ Read more

তৈরি করতে খরচ হয়েছে কোটি কোটি টাকা, কেন ভাঙা হচ্ছে নয়ডার গগনচুম্বী টুইন টাওয়ার?
তৈরি করতে খরচ হয়েছে কোটি কোটি টাকা, কেন ভাঙা হচ্ছে নয়ডার গগনচুম্বী টুইন টাওয়ার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গগনচুম্বী অট্টালিকা গুঁড়িয়ে দিতে লাগছে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক। এই কাজে সময় লাগবে মাত্র ৯ Read more

WB Panchayat Vote 2023: পাথর খাদান থেকে উদ্ধার বিস্ফোরক, NIA’র স্ক্যানারে নলহাটির তৃণমূল প্রার্থী
WB Panchayat Vote 2023: পাথর খাদান থেকে উদ্ধার বিস্ফোরক, NIA’র স্ক্যানারে নলহাটির তৃণমূল প্রার্থী

নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Poll 2023) আগে এনআইয়ের স্ক্যানারে বীরভূমের নলহাটির তৃণমূল প্রার্থী। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা Read more

যোগীরাজ্যে স্কুলে এসে রিলস বানান দিদিমণিরা! লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে বাধ্য পড়ুয়ারা
যোগীরাজ্যে স্কুলে এসে রিলস বানান দিদিমণিরা! লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে বাধ্য পড়ুয়ারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়ারা ক্রমশ সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে, ক্ষতি হচ্ছে নাবালকদের মানসিক স্বাস্থ্যের। তাদের সেই পাকচক্র থেকে Read more

আজ আর দশমীতে থালাভরা মিষ্টি এবাড়ি থেকে ওবাড়িতে যায় না
আজ আর দশমীতে থালাভরা মিষ্টি এবাড়ি থেকে ওবাড়িতে যায় না

কস্তুরী দত্ত: তখনও আড়ম্বর আমার ছোট শহরকে ছুঁতে পারেনি। অবোধ্য থিমের বাড়বাড়ন্ত ছিল না। উৎসবকে আরও উৎসবময় করে তোলার প্রচেষ্টা Read more

যেখানে দেখব, সেখানেই মারব! প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং
যেখানে দেখব, সেখানেই মারব! প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণনাশের হুমকি পেলেন জনপ্রিয় গায়ক হানি সিং (Honey Singh)। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিধু মুসেওয়াল Read more