তৃণমূলে ভাঙন, নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের প্রধান-সহ পঞ্চায়েত সদস্যর

বিক্রম রায়, কোচবিহার: একটানা তিনদিন কোচবিহারে থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথ গড় দিনহাটায় তার একের পর এক কর্মসূচিতে উপচে পড়েছিল ভিড়। তাতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল গেরুয়া শিবির। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর দলের কর্মী সমর্থকদের সক্রিয় করতে কোচবিহার জেলাজুড়ে তৃণমূলে ভাঙন ধরানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক।
গোসানিমাড়িতে কয়েকজন পঞ্চায়েত সদস্যকে যোগদান করার পর বুধবার রাতে নিজের বাড়ির অদূরে একটি পথসভার মধ্য দিয়ে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রতন বর্মন-সহ তিনজন পঞ্চায়েত সদস্যকে ফের তিনি বিজেপিতে যোগদান করালেন। বৃহস্পতিবার বিকেলে রুয়ের কুঠি এলাকায় গিয়েও তিনি বেশ কয়েকটি পরিবারকে বিজেপিতে যোগদান করানোর দাবি করেন। তবে এই ঘটনার পর রীতিমতো নিশীথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুক্রবার ‘ভেটাগুড়ি চলো’ কর্মসূচির ঘোষণা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনের দামামা এখনও না বাজলেও ভেটাগুড়ির রাজনৈতিক পরিস্থিতি ফের একবার উত্তপ্ত।
[আরও পড়ুন: দুর্ঘটনা নাকি খুন? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে স্কুলছাত্রের রহস্যমৃত্যুতে বর্ধমানে চাঞ্চল্য]
কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ভেটাগুড়িতে মহাযোগদান কর্মসূচি ও পথসভাতে বিজেপিতে ফের ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন ও আরও অনেকে বিজেপিতে যোগদান করেছেন। রুইয়ের কুঠি এলাকাতেও যোগদান অনুষ্ঠান সেখানে বহু পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য হিড়িক পড়ে গিয়েছে। তবে যোগ্য এবং স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের দলে নেওয়া হবে। যোগদান পর্বে নিশীথের চ্যালেঞ্জ নিয়ে তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘বোকা বোকা কথা বলছে৷ অভিষেকের সভায় ঢল নামছে৷ আর বিজেপির কোনও নেতাকে দেখে চারটে লোক পেছনে হাঁটবে না৷ আসলে এগুলো সব জ্বলনের সাইড এফেক্ট৷’’
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ‘ভেটাগুড়ি চলো’ কর্মসূচি প্রসঙ্গে বলেন, “ভেটাগুড়িতে গিয়ে তিনি রতনের খোঁজ করবেন। তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও সেটা কোন রতন তার উত্তর সেখানেই মিলবে।” তবে ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১০ জন সদস্যের মধ্যে প্রধান-সহ আরও তিনজন পঞ্চায়েত সদস্য দলবদলের ফলে এই গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। দলবদলের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন বলেন, “মানুষের জন্য কাজ করার ইচ্ছে তো তার রয়েছে। তৃণমূলে সেটা করতে পারছিলেন না বলেই বিজেপিতে যোগদান করেছেন।”
[আরও পড়ুন: মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেননি জীবনকৃষ্ণ, ভোল বদলে বিপরীত দাবি আইনজীবীর]

Source: Sangbad Pratidin

Related News
‘হেরে গিয়েও কাজ করছে, ওকে দেখে শিখুন’, বাঁকুড়া থেকে সায়ন্তিকার ভূয়সী প্রশংসা মমতার
‘হেরে গিয়েও কাজ করছে, ওকে দেখে শিখুন’, বাঁকুড়া থেকে সায়ন্তিকার ভূয়সী প্রশংসা মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ার কর্মিসভায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) কাজের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো করে সকলকে Read more

লাগবে না টিকাকরণের শংসাপত্র, ২১ ফেব্রুয়ারি থেকে অবাধ পুরীর মন্দিরে প্রবেশ
লাগবে না টিকাকরণের শংসাপত্র, ২১ ফেব্রুয়ারি থেকে অবাধ পুরীর মন্দিরে প্রবেশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের গোড়াতে খুলেছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Temple)। খুশি Read more

Russia-Ukraine War: জেলেনস্কির বক্তৃতায় হাততালির ঝড়! ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাচ্ছে ইউক্রেন!
Russia-Ukraine War: জেলেনস্কির বক্তৃতায় হাততালির ঝড়! ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাচ্ছে ইউক্রেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন (Ukraine)। সেদেশের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দেশের Read more

মসুর ডালে মেশানো সর্বনাশা পাউডার! ভেজাল কারবার চালানোয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করল EB
মসুর ডালে মেশানো সর্বনাশা পাউডার! ভেজাল কারবার চালানোয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করল EB

অর্ণব আইচ: মসুর ডালে মেশানো হচ্ছে নিম্নমানের পাউডার। আর তা শরীরে ঢুকলে হতে পারে ক্যানসার (Cancer), হৃদরোগ বা ফুসফুসের সমস্যা। Read more

পিছল অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সময়, কখন রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা?
পিছল অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সময়, কখন রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা?

দীপঙ্কর মণ্ডল: আগামী ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পিছল অনলাইনে ফলপ্রকাশের সময়। বেলা সাড়ে ১১টা থেকে ফলাফল দেখতে পাওয়ার কথা ছিল। Read more

ISL 2022: আজ শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে বিদেশি কোটাও পূরণ হবে না রেনেডির লাল-হলুদে
ISL 2022: আজ শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে বিদেশি কোটাও পূরণ হবে না রেনেডির লাল-হলুদে

দুলাল দে: এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ এলেই এখন সবার আগে সমর্থকরা যা জানতে উদগ্রীব থাকেন, তা হল, এবার কি জয় আসবে? Read more