সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দুই পড়শির বিবাদে খুন ২ যুবক। আহত আরও দুজন। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। গুরুতর জখম দু’জন এখনও ভরতি হাসপাতালে।
বুধবার রাতে মন্টু বাউড়ির সঙ্গে পড়শি সুরোজ বাউড়ির বিবাদ শুরু হয়। এরপর শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। মধ্যস্থতা করতে ছুটে আসেন সুরজের বাবা বাপি বাউড়ি ও দাদা প্রতীক বাউড়ি। অভিযোগ, তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপরে হামলা চালায় মন্টু। ঘটনার জেরে চারজনই গুরুতর আহত হন। তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেননি জীবনকৃষ্ণ, ভোল বদলে বিপরীত দাবি আইনজীবীর]
চিকিৎসকরা সুরোজ বাউড়িকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় প্রতীক বাউড়িরও। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি বাপি এবং মন্টু। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। হাসপাতালে ছুটে আসেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ ভীমরাও জোধাবর। তবে কী কারণে এই বিবাদ, তার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: ‘আমাকে পাপোশের মতো ব্যবহার করেছে সবাই’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া!]
Source: Sangbad Pratidin