‘ধড়-মুন্ডু আলাদা হবে’, বাবার ফোনে উদয়পুরের ‘খুনি’দের হুমকি! রেললাইনে মিলল যুবকের দেহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক ইঞ্জিনয়ারিং পড়ুয়ার মৃত্যুতে রহস্য দানা বাধল। রেল লাইনে পাওয়া গিয়েছে ওই যুবকের দ্বিখণ্ডিত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। যদিও যুবকের বাবার দাবি, ছেলেকে খুন করা হয়েছে। তিনি জানিয়েছেন, ছেলের মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে ‘হুমকি বার্তা’ পান তিনি। উদয়পুরে (Udaipur) দর্জি কানহাইয়া লালকে খুনের সময় যে স্লোগানই শোনা গিয়েছিল আততায়ীদের গলায়, সেই বার্তা পান। ঘটনার তদন্তে নেমেছে ভোপাল (Bhopal) পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভ ফুটেজ, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভোপালের ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া যুবকের নাম নিশঙ্ক রাঠোর (২১)। রবিবার দুপুরে একটি ভাড়ার স্কুটারে নর্মদাপুরমের দিকে রওনা হন তিনি। তার আগে ফোনে বোনকে নর্মদাপুরমের যাওয়ার কথা বলেন। সিসিটিভি ফুটজে খতিয়ে দেখে গিয়েছে, শেষ অবধি নিশাঙ্ক গন্তব্যে যাননি, মাঝপথে ফিরে আসেন। এদিন সন্ধে ছ’টার পর তাঁর দেহ পাওয়া যায় মিডঘাট রেল স্টেশনে কাছে রেল লাইনে। দুই টুকরো অবস্থায মেলে দেহ।
[আরও পড়ুন: হর্নের শব্দ শুনতে পাননি, রাগে বধির সাইকেল আরোহীকে কুপিয়ে খুন! কাঠগড়ায় কিশোরী]
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায়, যুবক আত্মহত্যা করেছে। যদিও নিশাঙ্কের বাবা উমাশঙ্কর রাঠোর অন্যরকম দাবি করেন। তিনি জানান, ছেলের মৃত্যুর কিছু সময় আগে ৫টা ৪৪ নাগাদ তিনি হুমকি বার্তা পান। সেখানে লেখা ছিল, “গুস্তাখ-ই-নবি কি এক হি সজা, সার তন সে জুদা।” উল্লেখ্য, উদয়পুরে দর্জিকে যারা হত্যা করেছিল বলে অভিয়োগ, সেই আততায়ীরা এই ভাষাতেই হুমকি বার্তা দিয়েছিল। ফলে হোয়াটসঅ্যাপে আসা এই ‘হুমকি বার্তা’ নিয়েই রহস্য ঘনিয়েছে। পড়ুয়ার বাবা উমাশঙ্কর আরও জানিয়েছেন, ওই মেসেজ নিশাঙ্কের ফোন থেকে এসেছিল। সেটি ফরোয়ার্ডেড মেসেজ ছিল না, বরং টাইপ করে লিখে মেসেজ পাঠানো হয়।
[আরও পড়ুন: কুমারী মা-ধর্ষিতার সন্তানের পরিচয়পত্রে থাকবে শুধু মায়ের নাম, রায় কেরল হাই কোর্টের]
প্রাথমিকভাবে পড়ুয়া যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের বাবার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে ওই হুমকি মেসেজের উৎস কী।

Source: Sangbad Pratidin

Related News
বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু মোহনবাগানের
বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু মোহনবাগানের

দুলাল দে: চূড়ান্ত হয়ে গিয়েছে, এরকম কথা এখনই বলার জায়গায় আসেনি। বরং বলা যেতে পারে এই মহান প্রক্রিয়াটা শুরু হয়েছে। আর Read more

এবার ভারতে হানা বিপজ্জনক জ্বরের, নাক দিয়ে অনর্গল রক্তপাত, মৃত মহিলা
এবার ভারতে হানা বিপজ্জনক জ্বরের, নাক দিয়ে অনর্গল রক্তপাত, মৃত মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (Covid) তো ছিলই। এরপর সম্প্রতি ভারতে মাঙ্কি পক্স (Monkey Pox) সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক Read more

আজ মুম্বইয়ের বিরুদ্ধে ইতিহাসের চাকা ঘোরাতে চায় এটিকে মোহনবাগান
আজ মুম্বইয়ের বিরুদ্ধে ইতিহাসের চাকা ঘোরাতে চায় এটিকে মোহনবাগান

সংবাদ প্রতিদিন  ডিজিটাল ডেস্ক: ডার্বি জয়ের পর ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষ যে সে দল নয়। Read more

India vs SA: নিঃসঙ্গ কোহলির লড়াইয়ে মানরক্ষা, কেপ টাউনে আড়াইশো পেরল না ভারত
India vs SA: নিঃসঙ্গ কোহলির লড়াইয়ে মানরক্ষা, কেপ টাউনে আড়াইশো পেরল না ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিং কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন দেখল কেপ টাউন। প্রোটিয়াদের বিরুদ্ধে একা বাঘের মতো লড়লেন ভারত অধিনায়ক। কিন্তু Read more

হস্টেল নিয়ে ‘আতঙ্কে’ ভুগছিলেন MA পড়ুয়া, শৌচাগারে মিলল দেহ
হস্টেল নিয়ে ‘আতঙ্কে’ ভুগছিলেন MA পড়ুয়া, শৌচাগারে মিলল দেহ

বাবুল হক, মালদহ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পাঠরত এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোলে। সোমবার দুপুরে Read more

হোমওয়ার্ক না করার শাস্তি, হাত-পা বেঁধে শিশুকে রোদে ফেলে রাখলেন মা
হোমওয়ার্ক না করার শাস্তি, হাত-পা বেঁধে শিশুকে রোদে ফেলে রাখলেন মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচ বছরের একরত্তি মেয়ে। তার হাত পা বেঁধে ছাদে ফেলে রাখা হয়েছে। দুপুর দু’টোর প্রচণ্ড Read more