সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির জালে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলার প্রস্তুতি চলছে। রাজ্যের মন্ত্রীর গ্রেপ্তারিতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসকদল তৃণমূল। দলের অন্দরে অনেকেই চান পদত্যাগ করুন মহাসচিব। এই পরিস্থিতিতে জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে গ্রেপ্তারির পর প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।
গ্রেপ্তারির পর নাকতলার বাড়ি থেকে ঘুরপথে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়। আদালতে তোলার আগে ওই হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয় তাঁর। হাসপাতাল থেকে বেরনোর পর ইডির (ED) গ্রেপ্তারি প্রসঙ্গে কোনও কথা বলেননি তিনি। সাংবাদিকরা প্রশ্ন করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন? ওই প্রশ্নের জবাবে পার্থ বলেন, “যোগাযোগ করেছিলাম। ফোনে পাইনি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin