অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: শৌচালয়ের ভিতরে পড়ে রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হাড়হিম করা হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনিতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, পরে কলের সঙ্গে কাপড় দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিপুল গুপ্তা(৪০)। পেশায় তিনি হকার ছিলেন। শুক্রবার রাতে বিপুলের স্ত্রী ও ছেলে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে এসে স্বামীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্ত্রী লক্ষ্মী গুপ্তা। দেখেন, বাড়ির শৌচালয়ের বাইরে রক্ত পড়ে। শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ। হঠাৎই দরজা খুলে বেরিয়ে আসে অভিযুক্ত রাম বর্মণ। এর পর সেখান থেকে পালিয়ে যায় সে। পরে ঘটনার খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে অভিযুক্তকে এলাকা থেকে গ্রেপ্তার করে। যদিও খুনের কারণ জানা যায়নি।
[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা]
পুলিশের তরফে জানা গিয়েছে, বাড়িতে ঢুকে ব্যক্তিকে শৌচালয়ে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এর পর শৌচালয়ের কলের সঙ্গে ব্যক্তির গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। খুনের পর সেখানেই বসেছিল অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত বিপুল গুপ্তার স্ত্রী লক্ষ্মী গুপ্তা জানান,”বাড়িতে এসে স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। সেসময় দেখি শৌচালয়ের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছে। এর পর দরজা ধাক্কা দিতে থাকি। পরে রাম বেরিয়ে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কী কারণে খুন করল কিছুই জানি না।”
[আরও পড়ুন: ইসলামিক স্টেটের শিকড় উপড়ে ফেলতে ৪১টি জায়গায় অভিযান NIA-র, গ্রেপ্তার ১৫]
Source: Sangbad Pratidin