লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর নজরে পাহাড়, জিটিএ-র জন্য ঢালাও অর্থ বরাদ্দ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পেরলেই চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ডঙ্কা বেজে যাবে। মার্চ-এপ্রিলে ভোট হওয়ার সম্ভাবনা। আর এবারের লোকসভা ভোটে পাহাড় জিততে মরিয়া বাংলার শাসকদল তৃণমূল (TMC)। তার আগে সেখানকার ঘর গোছাতে ব্যস্ত দলীয় নেতৃত্ব। উন্নয়ন অস্ত্রে ভরসা রেখেই পাহাড় জয়ের ব্লু প্রিন্ট চলছে। এবার পাহাড় সফরে গিয়ে তাই জিটিএ-র জন্য ঢালাও অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি জিটিএ-র (GTA) জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। আরও বড় সুখবর, জিটিএ কর্মীদের বেতন কাঠামোর পরিবর্তন করে বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে ওঠেন সভায় উপস্থিত পাহাড়ের বাসিন্দারা।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে বুধবার প্রায় এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইপোর বিয়ের অনুষ্ঠান ছাড়াও সরকারি ও দলীয় অনুষ্ঠান রয়েছে আগামী ১২ তারিখ পর্যন্ত। শুক্রবার কার্শিয়াংয়ে (Karseong) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পাট্টা বিলি নিয়ে জানান, দার্জিলিং, কালিম্পং জেলার অনেকে জমির পাট্টা পেয়েছেন। আরও অনেককে দেওয়া হবে। যাঁরা পাট্টা পাওয়ার যোগ্য, সরকারি সমীক্ষার পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাঁদের পাট্টা দেওয়ার কাজ হবে। ইতিমধ্যে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: অভিষেকের দপ্তরের হস্তক্ষেপ, দুদিন পর এসএসকেএমে ভর্তি কোচবিহারের রোগিণী]
এর পর পাহাড়বাসীকে চমক দিয়ে তিনি ঘোষণা করেন, জিটিএ-র কাজের জন্য আরও ৭৫ কোটি টাকা দেওয়া হল সরকারের তরফে। শুধু তাই নয়, ২০০৯ এবং ২০১৯ সালের পে রোল (Pay Role) অনুযায়ী, জিটিএ কর্মীদের বেতন কাঠামোয় সংস্কার করা হচ্ছে। কর্মীদের অবসরের পর আর্থিক সহায়তা করা হবে। অবসরের পর ২০ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন তাঁরা। এছাড়া আরও কিছু সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। অর্থাৎ জিটিএ-কে আরও সুবিধাদানের মধ্যে দিয়ে পাহাড়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলিকে কাছে টানার চেষ্টায় শাসকদল। তবে সরকারের তরফে পাহাড়বাসীর জন্য একাধিক প্রকল্প ঘোষণা আদতে পাহাড়ের উন্নয়নেই সহায়ক হবে, তা নিশ্চিত।
[আরও পড়ুন: একদিনে মুর্শিদাবাদ মেডিক্যালে ৯ শিশুর মৃত্যু, নেপথ্যে ‘রেফার রোগ’?]
এছাড়া পাহাড়ের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের আওতায় এবার জিটিএ-র অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে। তাতে অভাব মিটবে, পড়াশোনার মানোন্নয়ন হবে বলেও আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Source: Sangbad Pratidin

Related News
Partha Chatterjee & Arpita Mukherjee: শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’র মালিক পার্থ ও অর্পিতাই, প্রকাশ্যে এল দলিল
Partha Chatterjee & Arpita Mukherjee: শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’র মালিক পার্থ ও অর্পিতাই, প্রকাশ্যে এল দলিল

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ইডি’র গ্রেপ্তারির পর থেকে পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি নিয়ে চলছে জোর আলোচনা। শান্তিনিকেতনের প্রান্তিকের ‘অপা’ নামের Read more

৫১টি জনসভা, মহাজনজাগরণ যাত্রা! সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভার প্রচার শুরু মোদির
৫১টি জনসভা, মহাজনজাগরণ যাত্রা! সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভার প্রচার শুরু মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের নবম বর্ষপূর্তিতেই তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের Read more

কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে কাঁটা হয়ে রইল বিজেপির উত্থান
কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে কাঁটা হয়ে রইল বিজেপির উত্থান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের পুরসভার উপনির্বাচনে (Kerala Civic body Polls) বামেদের জয়ের মাঝেই কাঁটা বিজেপির উত্থান। সে রাজ্যের বিভিন্ন Read more

Taj Mahal Tour: ৩ দিন নিখরচায় দেখা যাবে তাজমহল, কবে জানেন?
Taj Mahal Tour: ৩ দিন নিখরচায় দেখা যাবে তাজমহল, কবে জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে কয়েকদিনের ছুটি রয়েছে? প্রেমিকার হাতে হাত রেখে তাজমহল (Taj Mahal) দেখতে চান? তবে আপনার জন্য Read more

বিষাক্ত মধুতেই কুপোকাত শত্রুরা, খেলে পাগলও হতে পারেন! নেপালের ‘ম্যাড হানি’র কথা শুনেছেন?
বিষাক্ত মধুতেই কুপোকাত শত্রুরা, খেলে পাগলও হতে পারেন! নেপালের ‘ম্যাড হানি’র কথা শুনেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাগল করে দেয় মধু! পাগল হতে চায় যাঁরা, তাঁরা এই মধু পান করেন। বাজারে যে মধু Read more

কল্যাণ চৌবের সঙ্গে কথা, অভিমান ভুলে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির মিটিংয়ে মনোরঞ্জন
কল্যাণ চৌবের সঙ্গে কথা, অভিমান ভুলে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির মিটিংয়ে মনোরঞ্জন

দুলাল দে: ফেডারেশন সভাপতির হস্তক্ষেপে মান ভাঙল মনোরঞ্জন ভট্টাচার্যের। রবিবার AIFF-এর টেকনিক্যাল কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। ইতিমধ্যেই AIFF সভাপতি Read more