মহুয়ার বিরুদ্ধে তদন্তে ‘ধীরে’ এগোচ্ছে বিজেপি! কেন হঠাৎ অবস্থান বদল?

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনও মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট নিয়ে কোনওরকম আলোচনা হল না। অথচ এথিক্স কমিটির রিপোর্ট নাকি স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়ে গিয়েছে। মঙ্গলবারও এথিক্স কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী জানিয়েছেন, স্পিকারের কাছে তাঁরা বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন। এ নিয়ে কোনও আলোচনা হলে নিজেদের পক্ষ রাখতেও তৈরি এথিক্স কমিটি।
প্রশ্ন হচ্ছে, এথিক্স কমিটি নিজেদের রিপোর্ট দিয়ে দিয়েছে। কেন্দ্রের হাতে সময়ও রয়েছে। তাহলে কেন মহুয়ার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে তাঁর সাংসদ পদ খারিজ করতে চাইছে না কেন্দ্র? তাহলে কি মহুয়া ইস্যুতে খানিক ধীরে চলো নীতি নিচ্ছে বিজেপি। কারণই বা কী? বিজেপি সূত্রের খবর, মহুয়ার বিরুদ্ধে যে রিপোর্ট এথিক্স কমিটি জমা দিয়েছে, সেটা নিয়ে বৃহস্পতিবার আলোচনা হতে পারে।
[আরও পড়ুন: শহরে সলমন-অনিল, নেতাজি ইন্ডোরে ব্যস্ততা তুঙ্গে, এক নজরে দেখে নিন কী কী ঘটছে?]
আসলে একাধিক কারণে বিজেপি খানিক পিছিয়ে গিয়েছে। প্রথমত, একটা সময় এই ইস্যুতে মহুয়াকে একা মনে হচ্ছিল। কিন্তু এখন আর কৃষ্ণনগরের সাংসদ একা নন। তাঁর নিজের দল তৃণমূল তো বটেই, কংগ্রেস-সহ অন্য বিরোধীরাও মহুয়ার পাশে। দ্বিতীয়ত, এথিক্স কমিটি সরাসরি কোনও সাংসদের পদ খারিজের সুপারিশ করতে পারে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কারণ সাংসদ পদ খারিজের অধিকার রয়েছে শুধু সংসদের প্রিভিলেজ কমিটির। সেক্ষেত্রে কেন্দ্র আইনি বিপাকে ফাঁসতে পারে।
এর পিছনে আরও কারণ থাকতে পারে। প্রথমত, তিন রাজ্যে বিরাট জয়ের রেশ ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির। এই সময় মহুয়ার পদ খারিজ হয়ে গেলে প্রচারের আলো মহুয়ার দিকে ঘুরে যেতে পারে। সেটা বিজেপি চাইছে না। তাছাড়া, বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধেও এথিক্স কমিটি তদন্ত করছে। সে নিয়ে এখনও রিপোর্টই পেশ হয়নি। অথচ পরে তদন্ত শুরু হয়ে মহুয়া শাস্তি পেয়ে গেলে প্রশ্ন উঠতে বাধ্য। সম্ভবত সেকারণেও মহুয়া ইস্যুতে ধীরে এগোচ্ছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট যেদিন পেশ হওয়ার কথা, সেদিনই আবার বিধুরিকেও তলব করেছে এথিক্স কমিটি।

Source: Sangbad Pratidin

Related News
উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর
উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেগে গিয়েছে যুদ্ধ (Russia-Ukraine Conflict)। কিয়েভের আকাশে গোলাবর্ষণ শুরু রুশ (Russia) বিমানের। পালটা জবাব দিয়েছে ইউক্রেনও Read more

মমতা-ধনকড় দ্বন্দ্বে রাজ্যপালের পাশে বিজেপি-বাম, ‘পারস্পরিক সহযোগিতা’র পরামর্শ কংগ্রেসের
মমতা-ধনকড় দ্বন্দ্বে রাজ্যপালের পাশে বিজেপি-বাম, ‘পারস্পরিক সহযোগিতা’র পরামর্শ কংগ্রেসের

বুদ্ধদেব সেনগুপ্ত: নবান্ন-রাজভবন সংঘাত ইস্যুতে সরাসরি রাজ্যপালের পাশে দাঁড়াল বিজেপি ও বামেরা। দেশের গণতন্ত্রের অভূতপূর্ব ঘটনা বলে মনে করেন বিজেপি Read more

কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর
কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সেই পার্টনারশিপের কথা Read more

৩৭ রাজ্যকে দেওয়া ফিনান্স কমিটির সদস্যর চিঠিতে শোরগোল, তড়িঘড়ি পর্যবেক্ষক নিয়োগ ফেডারেশনের
৩৭ রাজ্যকে দেওয়া ফিনান্স কমিটির সদস্যর চিঠিতে শোরগোল, তড়িঘড়ি পর্যবেক্ষক নিয়োগ ফেডারেশনের

দুলাল দে: কিছুটা অভিযোগ। কিছুটা পরামর্শ দিয়ে ফেডারেশন সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণকে চিঠি দিয়েছেন ফেডারেশনের কার্যকরী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য Read more

শিক্ষার পর এবার পুরসভা দুর্নীতিতেও সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
শিক্ষার পর এবার পুরসভা দুর্নীতিতেও সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গোবিন্দ রায়: গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর এবার পুরসভায় দুর্নীতির তদন্তভারও এবার সিবিআইকে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। এমনকী Read more

‘নিষিদ্ধ করা হোক করণ জোহরকে!’ বিস্ফোরক টুইঙ্কল খান্না
‘নিষিদ্ধ করা হোক করণ জোহরকে!’ বিস্ফোরক টুইঙ্কল খান্না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ মে পঞ্চাশে পা দিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর (Karan Johar )। করণের বার্থডে পার্টি Read more