সহায় ইজরায়েলি প্রযুক্তি, অসময়ের সবজি পাওয়ার পথ দেখাচ্ছে এই কৃষি পদ্ধতি

সুমন করাতি, হুগলি: বাঙালির হেঁসেলে ইদানিং অসময়ের আনাজের চাহিদা বাড়ছে। শীতকালে পটল কিংবা গ্রীষ্মে ফুলকপির স্বাদ নিয়ে আগ্রহী অনেকেই। এসব সবজির বেশিরভাগই আসে ভিনরাজ্য থেকে। অসময়ের সবজি এবং বিদেশি আনাজের কথা মাথায় রেখে আধুনিক চারা তৈরির উৎকর্ষ কেন্দ্র রয়েছে জেলা উদ্যানপালন দপ্তরের চুঁচুড়া ফার্ম এলাকায়। চলতি মরশুমের গোড়া থেকে চাষিদের জন্য অসময়ে আনাজের চারা তৈরি শুরু হয়েছে এখানে। আর তা থেকে লাভবান হচ্ছেন কৃষকরা।
হুগলি জেলা উদ্যানপালন দপ্তরের সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ১৬ একর জমিতে উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠেছে। ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি পলি হাউস রয়েছে সেখানে। তার মধ্যে রয়েছে বেশ কিছু হাইটেক পলি হাউস যার মধ্যে রয়েছে বিশেষ চাষের পদ্ধতি ও শীততাপ নিয়ন্ত্রিত ঘর। অসময়ে ফুলকপি, বাঁধাকপি, টমেটো-সহ বিভিন্ন আনাজের চারা তৈরি করা কৃষকদের পক্ষে কঠিন হয়। সে কথা মাথায় রেখেই এখন ভিন্ন প্রযুক্তিতে হচ্ছে চারা তৈরির কাজ। প্লাস্টিকের তৈরি ট্রেতে মাটি ছাড়াই নারকেলের ছোবড়ার গুঁড়োর সঙ্গে কেঁচো সার ও জৈব জীবাণুনাশক মিশিয়ে আনাচে চারা তৈরি করা হচ্ছে এখানে। দেশীয় এবং ইজরায়েল প্রযুক্তির মেলবন্ধনে কাজ চলছে এখানে।
[আরও পড়ুন: বকেয়া ইস্যুতে সরাসরি বৈঠক হোক মোদি-মমতার, সুদীপকে পরামর্শ গিরিরাজের]
সাধারণত মাটিতে চারা তৈরিতে মাসখানেক সময় লেগে যায় তার পরেও চারা তুলতে গিয়ে কোনও কোনও সময়ে শিকর ছিঁড়ে যায় আবার বেশিরভাগ সময় রোগ পোকার আক্রমণ বাড়ে। এই আধুনিক পদ্ধতিতে পুষ্ট চারা ২০-২২ দিনের মধ্যে তৈরি করা সম্ভব।

চারা তৈরির দায়িত্বে থাকা জেলা-সহ উদ্যানপালন অধিকারীর শুভদীপ নাথ জানান, এখানে ইজরায়েলের প্রযুক্তি অবলম্বন করে ও আর্থিক সহযোগিতায় হাইটেক গ্রিন হাউজ পদ্ধতিতে চারা তৈরি করা হচ্ছে। যেখানে পুরো ঘরটি শীততাপ নিয়ন্ত্রিত ও জল স্বয়ংক্রিয় পদ্ধতিতে বুমারের মাধ্যমে দেয়া হচ্ছে তাই চারা ২০ থেকে ২২ দিনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এবং এখানে কনিক্যাল প্লাটট্রেতে চারা তৈরি করা হচ্ছে তাই যারা রোগ পোকার ক্ষমতা বেড়ে যাচ্ছে ফসলে কোনওরকম মাটি বাহিত রোগ দেখা যাচ্ছে না। বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় বিনামূল্যে চাষিদের সময়ে উন্নত মানের চারা দেওয়ার ব্যবস্থা চলছে । জেলার কৃষি উৎপাদক সংস্থাগুলি সঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে বাইরে থেকে ফসলের আমদানি কমিয়ে রাজ্যের মধ্যেই তা উৎপাদন করা যায়।
[আরও পড়ুন: ফের রংমিলান্তি! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শোভন-বৈশাখী]
হরিপালের এক কৃষক জানান, ”এর আগে বহুবার এখান থেকে চারা নিয়ে গিয়েছি, এখানকার চারা অন্তত সাত থেকে আট দিন আগে তৈরি হয়ে যায়। তাই বিক্রি তো করার জন্য দু পয়সা বেশি দাম পাই। বারো মাসে এখানে সব ধরনের চারা পাওয়া যায়, তাই অসময়ে সবজি বিক্রি করে দু পয়সার মুখ দেখতে পাই।”

Source: Sangbad Pratidin

Related News
ছাত্রীদের কর্বেভ্যাক্স টিকা দেওয়ার আগে হাতে স্ট্যাম্প! বিতর্কে জলপাইগুড়ির স্কুল কর্তৃপক্ষ
ছাত্রীদের কর্বেভ্যাক্স টিকা দেওয়ার আগে হাতে স্ট্যাম্প! বিতর্কে জলপাইগুড়ির স্কুল কর্তৃপক্ষ

শান্তনু কর, জলপাইগুড়ি: সিল দিয়ে যায় চেনা! ছাত্রীদের কর্বেভ্যাক্স ভ্যাকসিন (Corbevax Vaccine) দেওয়ার আগে হাতে সিলমোহর দিয়ে বিতর্কে স্কুল। অভিভাবকদের Read more

‘প্রশাসক মুখ্যমন্ত্রীকে কড়া হতেই হয়’, কুণালের সঙ্গে সাক্ষাতের পর বললেন শুভাপ্রসন্ন
‘প্রশাসক মুখ্যমন্ত্রীকে কড়া হতেই হয়’, কুণালের সঙ্গে সাক্ষাতের পর বললেন শুভাপ্রসন্ন

স্টাফ রিপোর্টার: বাংলায় ‘দ‌্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে রাজ্যের বিরোধিতা করেছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। একাধিক সংবাদমাধ‌্য‌মে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা Read more

আমেরিকা সফর শেষে ‘পিরামিডের দেশে’ পাড়ি মোদির
আমেরিকা সফর শেষে ‘পিরামিডের দেশে’ পাড়ি মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই তাঁর প্রথম মিশর সফর। Read more

কোপার লড়াই এবার আমেরিকায়, ঘোষিত দিনক্ষণ, খেতাব ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?
কোপার লড়াই এবার আমেরিকায়, ঘোষিত দিনক্ষণ, খেতাব ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের বছরের কোপা আমেরিকার (Copa America) বল গড়াবে ২০ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রে Read more

‘মায়াবতী-ওয়েইসিকে ভারতরত্ন দিন’, বিজেপিকে পরামর্শ শিব সেনার
‘মায়াবতী-ওয়েইসিকে ভারতরত্ন দিন’, বিজেপিকে পরামর্শ শিব সেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য বিরোধী দলগুলির মতো উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের নেপথ্যে ‘মায়ার খেলা’ দেখছে শিব সেনাও। বিজেপির একসময়ের Read more

‘প্রকৃত হিন্দুত্ববাদী হলে গান্ধীকে নয়, জিন্নাহকে খুন করত’, অবস্থান বদলে গডসেকে নিশানা শিব সেনার
‘প্রকৃত হিন্দুত্ববাদী হলে গান্ধীকে নয়, জিন্নাহকে খুন করত’, অবস্থান বদলে গডসেকে নিশানা শিব সেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পুণ্যতিথিতে এ যেন উলট পুরাণ। এতদিন হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে চলা Read more