Jeje Lalpekhlua: ‘ব্যক্তিগত আক্রমণ ভুলে দুর্নীতি দূর করব’, সাক্ষাৎকারে অকপট বিধায়ক জেজে

সব্যসাচী বাগচী: ভারতীয় ফুটবল (Indian Football) মহলে তিনি ‘মিজো স্নাইপার’ নামে খ্যাত। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) দুই প্রধান খেলা এহেন জেজে লালপেখলুয়া (Jeje Lalpekhlua) অনেকটা সময় জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন। তবে এবার তাঁর লড়াই আরও কঠিন। কারণ ৯০ মিনিটের যুদ্ধকে বিদায় জানানো জেজে এবার রাজনীতির মাঠে নেমে পড়েছেন। এবং প্রথম সুযোগেই করেছেন বাজিমাত। প্রথমবার ভোটে লড়েই বিধায়ক। তাও বিধানসভা নির্বাচনে। মিজোরামের সাউথ টুইপুই (South Tuipui) বিধানসভা কেন্দ্র থেকে জোরাম পিপলস পার্টির (ZPM) টিকিটে ভোটে জিতেছেন। জয়ের পর সংবাদ প্রতিদিন.ইন-কে একান্ত সাক্ষাৎকার দিলেন জেজে।
প্রশ্ন) ভোটে জেতার প্রায় ২৪ ঘণ্টা পর কেমন অনুভূতি হচ্ছে?
জেজে) চিন্তামুক্ত হলাম। ভীষণ টেনশনে ছিলাম। ফুটবল আর রাজনীতিতে কোনও তফাৎ নেই। ওখানেও ম্যাচের আগে একটা টেনশন হত। তবে মাঠে নামার সময় সেই টেনশন ভুলে যেতাম। এখানেও একটা টেনশন কাজ করছিল। মানুষ ভরসা রেখেছে। তাই মানুষের ভরসার দাম দিতে চাই। মিজোরামে অনেক সমস্যা। কতটা সমাধান করতে পারব জানা নেই। তবে চেষ্টার ত্রুটি রাখব না। এতটা গ্যারান্টি দিতে পারি বিরোধীরাও আমার কাজের প্রশংসা করবে।
প্রশ্ন) রাজনীতিকেই কেন বেছে নিলেন? পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত?
জেজে) রাজনীতিতে আসার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। পরিবারের কেউ কোনওদিন রাজনীতিতে পা রাখেনি। কয়েক বছর আগে গ্রামে একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কত মানুষ অভুক্ত। একদিন কাজ না করলে তাদের খাবার জোটে না। ওদের দেখেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিই। ওই অভুক্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমাদের দল জোরাম পিপলস মুভমেন্ট বেকারত্ব ঘোচাতে চায়। সাধারণ মানুষের জন্য লড়তে চায়। তাদের জন্য কাজ করতে চাই। সবাই নিজেদের দল নিয়ে ভাবে। কিন্তু জেপিএম মানুষের কথা ভাবে।
প্রশ্ন) রাজনীতির মঞ্চে আপনার ‘আইডল’ কে?
জেজে) লালডুহোমা। একটা সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব সামলানো প্রাক্তন আইপিএস লালডুহোমা হতে চলেছেন মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে এসেছি। যখন ফুটবলার ছিলাম, তখন থেকে মাঝেমধ্যে কথা হত। উৎসাহ দিতেন বরাবর। ওঁর ব্যক্তিত্বে বরাবরই মুগ্ধ হই। দীর্ঘদিন ধরে মিজোরামের মানুষের কথা ভাবছেন লোকটি। তাই অবসর নেওয়ার পর যখন নিজেদের লোকের জন্য কাজ করতে রাজনীতিতে যোগ দেওয়ার ডাক উনি দিলেন, তা আর ফেলতে পারিনি। এই মুহূর্তে মিজোরামের মানুষের ওঁর মতোই কোনও নেতার দরকার।
প্রশ্ন) ফুটবলে গোল মিস করলে সমালোচনা হয়। যদিও সেটা ক্ষণস্থায়ী। তবে রাজনীতিতে কিন্তু আপনাকে সবসময় বিপক্ষের গোলাগুলি হজম করতে হবে। আপনি প্রস্তুত?
জেজে) হ্যাঁ সব জেনেই তো আমি এই রাজনীতির মাঠে নেমেছি। এখানে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। সবকিছুর জন্য আমি তৈরি। ফুটবলেও তো অনেক চাপ নিয়েছি। এবারও চাপের মধ্যেই কাজ করতে হবে। আমি জানি আমার গ্রামের জন্য, জেলার জন্য কোন কোন কাজ আগে করতে হবে।
প্রশ্ন) মিজোরামে বেকারত্ব, দারিদ্রের সমস্যা রয়েছে। সঙ্গে খাবার, জলের অভাব। এই সমস্যাগুলো কি কোনওভাবে রাজনীতির প্রতি আপনার আগ্রহ বাড়িয়েছিল?
জেজে) আমাদের রাজ্যে বেকারত্ব একটা সমস্যা। এরমধ্যে প্রায় ৬০% মানুষ কৃষক। তাই মিজোরামের উন্নতির জন্য সবার আগে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে। না হলে আমাদের রাজ্যের উন্নতি কোনওদিন সম্ভব নয়।
[আরও পড়ুন: ‘মানুষের কাছে কৃতজ্ঞ’, মিজোরাম নির্বাচনে স্বাস্থ্যমন্ত্রীকে হারালেন প্রাক্তন মোহনবাগানি জেজে]
প্রশ্ন) মিজোরামের সবচেয়ে বড় সমস্যা কোনটা?
জেজে) সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি। আমাদের সমাজের প্রতিটা স্তরে দুর্নীতি ছেয়ে গিয়েছে। এই দুর্নীতি দূর করা একটা বড় চ্যালেঞ্জ।
প্রশ্ন) রাজনীতি-ফুটবলের মধ্যে তফাৎ কতটা? বিধায়ক হিসেবে কী লক্ষ্য?
জেজে) একেবারে নতুন রকম চ্যালেঞ্জের সামনে। দুটো ক্ষেত্র পুরো আলাদা। তবে মানুষ আমার প্রতি আস্থা রেখেছেন, সমাজ ও বাসিন্দাদের কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই ভোটে লড়তে নেমেছিলাম। ফুটবলার হিসেবেও যাত্রা শুরু এখানেই, এবার কিছু ফিরিয়ে দিতে চাই। আমার মানুষদের জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই। সত্যি বলতে আমার মতে ফুটবল আর রাজনীতিতে খুব একটা তফাৎ নেই। রাজনীতিতে চাপ নিয়ে কাজ করতে হয়। ফুটবলেও তো দারুণ চাপ নিয়েই মাঠে নামতাম। দেশ হোক বা ক্লাব, মাঠে নামলে প্রত্যাশার চাপ থাকতই, গোল করতে না পারলে তো সমালোচনা শুনতেই হত। রাজনীতির ক্ষেত্রেও কি খুব তফাৎ রয়েছে ? এখানেও তো মানুষের প্রত্যাশাপূরণ করার কাজেই নামব। সবটা দিয়েই যে কাজটা করতে চাই।
প্রশ্ন) বাইচুং ভুটিয়া, ইউজেনসন লিংডো, সোমাতাই সাইজা। এমনকি এআইএফএফ-এর বর্তমান সভাপতি কল্যাণ চৌবে, দীপেন্দু বিশ্বাস, রহিম নবির পর ফুটবলার হিসাবে আপনার নামও জুড়ে গেল। কেমন অনুভূতি হচ্ছে?
জেজে) আলাদা ভালোলাগা তো আছেই। আমরা ফুটবলাররা মানসিকভাবে খুবই শক্তিশালী। সেই মানসিকতা এবার রাজনীতিতেও কাজে লাগাতে চাই। বাইচুং ভাই, ইউজেনসনরা নিজেদের মতো কাজ করেছে। আমাকেও এই মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স করতে হবে।
প্রশ্ন) মন্ত্রীত্বর ব্যাপারে আপনার সঙ্গে হাই কমান্ডের মধ্যে আলোচনা হয়েছে?
জেজে) আমার সঙ্গে এই মন্ত্রীত্ব নিয়ে কোনও আলোচনা হয়নি। আর তাছাড়া মন্ত্রীত্ব না পেলেও আমার কিছু যায় আসে না। সাধারণ মানুষের জন্য কাজ করতে হলে মন্ত্রীত্বের দরকার পড়ে না।
প্রশ্ন) ফুটবল অ্যাকাডেমি কি চালিয়ে যাবেন?
জেজে) অবশ্যই। ফুটবল ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। ফুটবলের জন্যই তো জেজে-কে গোটা দেশ চেনে। এই খেলার জন্যই মিজোরামের সাধারণ মানুষ ভোটে আমাকে জিতিয়েছে।
[আরও পড়ুন: যুবভারতীতে ইস্টবেঙ্গল ঝড়, পাঁচ গোলের লজ্জায় মুখ ঢাকল নর্থইস্ট]

Source: Sangbad Pratidin

Related News
সন্তানের চিকিৎসার টাকা দিতে নারাজ স্বামী, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ বধূর
সন্তানের চিকিৎসার টাকা দিতে নারাজ স্বামী, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ বধূর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ সন্তান। তার চিকিৎসার টাকা দিতে নারাজ স্বামী। দাম্পত্য অশান্তি লেগেই থাকত। ঝগড়াঝাটির জেরে দুই ছেলেকে Read more

কেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুরসিতে বসা হল না ঋষি সুনকের? নেপথ্য এই কারণগুলি
কেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুরসিতে বসা হল না ঋষি সুনকের? নেপথ্য এই কারণগুলি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা জাগিয়েও ছোঁয়া হল না মাইলস্টোন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর (Britain PM) কুরসির জন্য জোরদার লড়াই করেও শেষ Read more

কে ক’টা ফুচকা খাবে? মজার লড়াইয়ে মানালি-বাসবদত্তারা, দেখুন কাণ্ড
কে ক’টা ফুচকা খাবে? মজার লড়াইয়ে মানালি-বাসবদত্তারা, দেখুন কাণ্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুচমুচে ফুচকা। তার মধ্যে ঝালঝাল আলুমাখা। তারপর টক জল। সবমিলিয়ে একেবারে স্বর্গীয় অনুভূতি। স্বাদের এমন বিস্ফোরণ Read more

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: সরকারি সাহায্যের লোভে জীবিত স্বামীকে ‘মৃত’ বলে দাবি মহিলার! তারপর…
ওড়িশা ট্রেন দুর্ঘটনা: সরকারি সাহায্যের লোভে জীবিত স্বামীকে ‘মৃত’ বলে দাবি মহিলার! তারপর…

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় কেন্দ্র সরকারের পাশাপাশি একাধিক রাজ্যও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। তামিলনাড়ু, বাংলা ও Read more

Wrestlers Protest: এখনই নয় পদক বিসর্জন, চোখে জল, কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা সাক্ষী-বজরংদের
Wrestlers Protest: এখনই নয় পদক বিসর্জন, চোখে জল, কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা সাক্ষী-বজরংদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই গঙ্গার জলে পদক বিসর্জন নয়। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়ারা Read more

‘স্বাধীনতার ইতিহাস মানে কংগ্রেস’, ‘ইতিহাস ভোলানোর চেষ্টা’ খোঁচায় মোদিকে পালটা প্রদীপের
‘স্বাধীনতার ইতিহাস মানে কংগ্রেস’, ‘ইতিহাস ভোলানোর চেষ্টা’ খোঁচায় মোদিকে পালটা প্রদীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস ভোলানোর চেষ্টা হয়েছে বিস্তর। কিন্তু সেই ‘চক্রান্ত’ সফল হয়নি। স্বাধীনতার প্রকৃত রক্তাক্ত, সংগ্রামী ইতিহাস মনে Read more