IPL 2024: খুব তাড়াতাড়ি নেতৃত্ব কি ‘বোঝা’? মুখ খুললেন গুজরাটের নতুন অধিনায়ক শুভমান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ‘নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট’ বলা হচ্ছে। তিনি ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। এহেন শুভমান গিলের (Shubman Gill) হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরতেই পঞ্জাব তনয় গুজরাটের দায়িত্ব নিয়েছেন। তাঁকে আগামী আইপিএল-এ (IPL 2024) গুজরাটের অধিনায়ক হিসেবে দেখা যাবে। তবে গুজরাট টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না একাধিক ক্রিকেট পণ্ডিত। তাঁদের দাবি, এত কম বয়সে অধিনায়কত্বের বোঝা শুভমানের উপর প্রভাব ফেলবে। তাই কেন উইলিয়ামসনের (Kane Williamson) নেতৃত্বে শুভমানের এক মরশুম খেলা উচিত ছিল। যদিও শুভমান নিজে কিন্তু এমনটা ভাবছেন না। বরং নতুন দায়িত্ব নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন।
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ২২। শুভমান ২৪ বছর বয়সে এই সম্মান পেলেন। একটি অনুষ্ঠানে গুজরাটের নতুন অধিনায়ক বলছিলেন, “আমি খুবই উচ্ছ্বস্বিত এবং গর্বিত। গুজরাটের মতো দলের অধিনায়কত্ব করা অনেক বড় পাওনা। দলে একাধিক সিনিয়র ক্রিকেটার আছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। এবং আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আগামী আইপিএল-এ আমার নেতৃত্বে গুজরাটের পারফরম্যান্স আরও ভালো হবে।”
[আরও পড়ুন: বিশ্রী ছবি! রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে ক্ষোভ উগরে দিলেন এই তারকা ক্রিকেটার]
এদিকে আর কয়েকদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে শুভমানকে খেলতে দেখা যাবে। রামধনুর দেশে প্রথমবার খেলতে যাওয়ার আগে উচ্ছ্বসিত। ফের যোগ করলেন, “এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েই ভাবনাচিন্তা করছি। আপাতত অন্য বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে আন্তর্জাতিক মঞ্চে বাড়তি সম্মান পাওয়া যায়। তবে সেইজন্য অনেক পরিশ্রম করতে হবে। সেটা মাথায় রেখেই এগোতে চাই।”
ক্রিকেট পণ্ডিতদের মতে, গুজরাট চাইছিল এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করতে, যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং বড় মঞ্চে পারফর্মার। সেদিক থেকে শুভমান সবার চেয়ে এগিয়ে ছিলেন। কলকাতা নাইট রাইডার্স থেকে গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পঞ্জাব তনয়। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁকে অধিনায়কত্ব করা হয়েছে। তবে অধিনায়কত্বের চাপে যাতে তার ফর্ম না হারায় সেটা নিয়েও নাকি শুভমানের সঙ্গে কথা বলেছেন দলের কোচ আশিস নেহরা।
কিন্তু প্রশ্ন হল অনভিজ্ঞ অধিনায়ক শুভমান কি আইপিএল-এর মতো বড় মঞ্চে গুজরাটের ব্যাটন সামলাতে পারবেন? সেটা নিয়ে জোর আলোচনা চলছে। ঠিক তেমনই আর এক শ্রেণির দাবি কেন উইলিয়ামসন, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞদের উপস্থিতিতে গুজরাটকে এগিয়ে নিয়ে যেতে শুভমানের সমস্যা হবে না। বাকিটা সময় বলবে। কারণ সব বিশ্বমানের ব্যাটারই যে অধিনায়ক হিসেবে দারুণ ফল করেছেন, এমনটা কিন্তু ঘটেনি।
[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে টেস্টে নেই, অথচ বিগ ব্যাশের ছাড়পত্র পেলেন, বিতর্কে হ্যারিস রউফ]

Source: Sangbad Pratidin

Related News
‘বন্ধ হোক গঙ্গাসাগর মেলা’, আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের আরও ৫ মামলা
‘বন্ধ হোক গঙ্গাসাগর মেলা’, আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের আরও ৫ মামলা

শুভঙ্কর বসু: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধের আরজি জানিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে Read more

জিভে ঘন কালো চুল! ‘ব্ল্যাক হেয়ারি টাং’য়ে আক্রান্ত রোগীকে সুস্থ করল এনআরএস
জিভে ঘন কালো চুল! ‘ব্ল্যাক হেয়ারি টাং’য়ে আক্রান্ত রোগীকে সুস্থ করল এনআরএস

স্টাফ রিপোর্টার: একি কাণ্ড? জিভের মধ্যে ঘন কালো চুল! গোটা জিভটাই যে কালো রোমশ চুলে ঢাকা! কোনও মনগড়া গল্প নয়। Read more

COVID-19: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন বাংলা, নিয়ন্ত্রণে সংক্রমণও
COVID-19: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন বাংলা, নিয়ন্ত্রণে সংক্রমণও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থতার পথে এগিয়ে চলেছে রাজ্য তথা গোটা দেশ। সরকারি পরিসংখ্যানেই তা স্পষ্ট। Read more

Coromandel Express Accident: বালেশ্বরে শেষ উদ্ধারকাজ, বুধবার লাইন মেরামতির ডেডলাইন বেঁধে দিলেন রেলমন্ত্রী
Coromandel Express Accident: বালেশ্বরে শেষ উদ্ধারকাজ, বুধবার লাইন মেরামতির ডেডলাইন বেঁধে দিলেন রেলমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। এখনও স্বজনহারার কান্নায় ভারী বালেশ্বরের বাহানাগা। মৃতদেহের স্তূপে চলছে প্রিয়জনের খোঁজ। রেলের তরফে Read more

শহিদ দিবসে বিশেষ ড্রেস কোড তৃণমূলের, জানেন কী পরবেন নেতা-মন্ত্রীরা?
শহিদ দিবসে বিশেষ ড্রেস কোড তৃণমূলের, জানেন কী পরবেন নেতা-মন্ত্রীরা?

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও গৌতম ব্রহ্ম: ২ বছর পর ফের শহিদ দিবসে ধর্মতলায় জমায়েত করবেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেখানে থাকছে নয়া চমক। Read more

‘পথের পাঁচালী’র গ্রামীণ জীবন থেকে শহুরে ‘মহানগর’, সত্যজিতের ছবিতে বাঙালিয়ানা
‘পথের পাঁচালী’র গ্রামীণ জীবন থেকে শহুরে ‘মহানগর’, সত্যজিতের ছবিতে বাঙালিয়ানা

নির্মল ধর: বাঙালিয়ানা বস্তুটি যে কী, তা নিয়ে কূটতর্কে যাচ্ছি না। আমরা সবাই জানি জীবন ধারায় বাঙালির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। Read more