ভারত: ১৬০/৮ (শ্রেয়স-৫৩, অক্ষর-৩১)
অস্ট্রেলিয়া: ১৫৪/৮ (ম্যাকডার্মোট-৫৪, ওয়েড- মুকেশ-৩২/৩)
৬ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়পুরেই বিশ্বজয়ীদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছিল সুর্যকুমারের টিম ইন্ডিয়া। তাই রবিবার চিন্নাস্বামীতে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ছিল নেহাতই নিয়মরক্ষার। যদিও মধুরেন সমাপয়েৎ করাই উদ্দেশ্য ছিল ভারতের। তবে সেই পথে খানিক বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাথিউ ওয়েড। শেষ ওভারে তিনি আউট হতেই চওড়া হাসি ভারতীয় সমর্থকদের মুখে। ভারতীয় বোলিং দাপটে সম্মানরক্ষার লড়াইয়েও হার অস্ট্রেলিয়ার।
এদিন টস জিতে সূর্যকুমারদের ব্যাট করতে পাঠান ওয়েড। শুরুতেই আসে সাফল্য। দ্রুত প্যাভিলিয়নে ফেলেন যশস্বী জসওয়াল (২১) এবং ঋতুরাজ গায়কোয়াড়। সেই সময় দলের রাশ টেনে ধরেন শ্রেয়স। অজি বোলিংয়ের দাপটে অবশ্য ধাক্কা খায় মিডল অর্ডারও। চলতি সিরিজে নজরকাড়া রিঙ্কু সিংয়ের ব্যাটও এদিন কথা বলেনি। ৭ রানেই আউট হন তিনি। তবে জীতেশ শর্মা (২৪) এবং অক্ষর প্যাটেলের (৩১) সৌজন্যে স্কোরবোর্ডে আরও অনেকটা রান যুক্ত হয়। লড়াই করার মতো রশদ পায় ভারত।
Source: Sangbad Pratidin