লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে সিপিএম নেতারা! ফের শুভেন্দুর গলায় ‘রাম-বাম’ জোট

রঞ্জন মহাপাত্র, কাঁথি: লোকসভা ভোটের আগে সিপিএমের নেতারা বিজেপির (BJP) হয়ে মাঠে নামবে। শনিবার খেজুরির প্রকাশ্য সভায় রাম-বাম জোটের কথা কার্যত মেনে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এতদিন ধরে তৃণমূল অভিযোগ করত যে সিপিএমের হার্মাদরা লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে। এদিন সেই অভিযোগেও কার্যত সিলমোহর দিয়ে দিলেন বিরোধী দলনেতা।
এদিন খেজুরির কামারদাতে পুলিশের সন্ত্রাস, আত্যাচার ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সভার আয়োজন করে বিজেপির খেজুরি বিধানসভা কমিটি। এই সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু। এই মঞ্চ থেকেই তিনি বলেন, “সিপিএমের অনেক বরিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। খেজুরি দুটো ব্লকের সিপিএম নেতারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি এই প্রবীণ নেতাদের লোকসভার আগে মাঠে নামাবো।” তাঁর আরও দাবি, “বারাতলা, নিজকসবা, কামারদা, কলাগেছিয়া, বীরবন্দর, লাক্ষী সব জায়গায় যারা সিপিএমটা করতেন,জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করে বর্গাদার, পাট্টাদারদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লোকসভার আগে মাঠে নামবে।” বিরোধী দলনেতার এই দাবিকে পাত্তা দিতে নারাজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, “উনি আগে নিজের দল সামলাক। কোন বরিষ্ঠ নেতার সঙ্গে ওঁর (শুভেন্দু অধিকারী) কথা হয়েছে জানি না। হয়তো মোদিজির সঙ্গে কথা হয়েছে। তৃণমূল-বিজেপি একসঙ্গে বামেদের আক্রমণ করছে।”
[আরও পড়ুন: শৌচাগারে রাখা মিড ডে মিলের চাল! চুরির অভিযোগে স্কুলে ‘তালাবন্দি’ দুই শিক্ষক]
বক্তব্য দিতে গিয়ে ভুলবশত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম নেতাদের ব্যবহারের কথা বলে ফেলেন। যা আগেই অভিযোগ তুলেছিল তৃণমূল। শুধু তাই নয় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে সিপিএমের হার্মাদদের খেজুরি ও নন্দীগ্রামে যে কাজে লাগানো হয়েছিল তা এদিনের বিরোধী দলনেতার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনে খেজুরি,নন্দীগ্রামের মাটিকে অশান্ত করতে ফের সেই সিপিএমের প্রাক্তন হার্মাদদের কাজে লাগানোর বার্তাই এদিনের সভা থেকে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উওর দিতে গিয়ে শুভেন্দু বলেন, “আমি বলেছি সিপিএমের এক সময় যারা পঞ্চায়েতের প্রধান ছিলেন,সদস্য ছিলেন। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য ছিলেন। যারা ৭৭ সালের পরে জোরদার,জমিদারদের সঙ্গে লড়াই করে বর্গাদারদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে ছিলেন তাঁদের কয়েকজন আমার কাছে এসেছিলেন। বাকিদের সঙ্গে কথা বলব। আসলে খেজুরিতে একাধিক পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। খেজুরি ২ পঞ্চায়েত সমিতি ৯ জন কর্মাধ্যক্ষ হয়েছে। এরা সকলেই প্রথমবার জিতে পদে বসেছেন। তাই বর্ষীয়ান সিপিএম নেতারা কোনও পদে না থেকে ওদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরামর্শ দাতা হিসেবে কাজ করবেন। তাহলেই ওঁদের পরামর্শে মানুষের পঞ্চায়েত গড়ে উঠতে পারবে।”
[আরও পড়ুন: ‘দোহাই জুড়ে দিন’, কল্যাণীর বিজেপি কর্মীর কাটা আঙুল আঁচলে জড়িয়ে হাসপাতালে দৌড় মায়ের]

Source: Sangbad Pratidin

Related News
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহভর চলবে দুর্যোগ, কমবে তাপমাত্রাও
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহভর চলবে দুর্যোগ, কমবে তাপমাত্রাও

নিরুফা খাতুন: ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। এর মাঝেই সুখবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ, ৭ দিন পর উদ্ধার কিশোরীর পচাগলা দেহ
প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ, ৭ দিন পর উদ্ধার কিশোরীর পচাগলা দেহ

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ কিশোরী। একসপ্তাহ পর জলাজমি থেকে উদ্ধার পচাগলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি Read more

ফিরছে অতীতের ঐতিহ্য, দাবদাহে গেরস্থের ঘরে মাটির কুঁজো-বোতল
ফিরছে অতীতের ঐতিহ্য, দাবদাহে গেরস্থের ঘরে মাটির কুঁজো-বোতল

নব্যেন্দু হাজরা: একটা সময় গরমকাল মানেই মাটির কলসিতে জল ভরে রাখতেন মা-ঠাকুমারা। কারণ তখন ফ্রিজ ছিল না। মাটির পাত্রে জল Read more

আকাশছোঁয়া জনপ্রিয়তার মুখে বাড়ছে হার্দিকের ব্র্যান্ড ভ্যালুও, চুক্তি করতে মরিয়া বহু সংস্থা
আকাশছোঁয়া জনপ্রিয়তার মুখে বাড়ছে হার্দিকের ব্র্যান্ড ভ্যালুও, চুক্তি করতে মরিয়া বহু সংস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা কে? রবিবারের পর অন্তত চোখ বন্ধ Read more

এবার মুর্শিদাবাদে উদ্ধার পরিযায়ী শ্রমিকের আঙুল কাটা দেহ, ভোট হিংসার মাঝেই চাঞ্চল্য
এবার মুর্শিদাবাদে উদ্ধার পরিযায়ী শ্রমিকের আঙুল কাটা দেহ, ভোট হিংসার মাঝেই চাঞ্চল্য

শাহজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতদেহের বাম হাতের একটি আঙুল কাটা। আর এই ঘটনা ঘিরেই Read more

‘অভিষেক টেস্টে গ্লাভস উপহার দিয়েছিলেন শচীন’, স্মৃতি রোমন্থনে ক্লার্ক
‘অভিষেক টেস্টে গ্লাভস উপহার দিয়েছিলেন শচীন’, স্মৃতি রোমন্থনে ক্লার্ক

মাইকেল ক্লার্ক: প্রথমেই বলি, শচীনকে আমি অসম্ভব সম্মান করি। যে সমস্ত কীর্তি ও অর্জন করেছে, তাতে শচীনকে ক্রিকেটের অন‌্যতম বিশেষ Read more