লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে সিপিএম নেতারা! ফের শুভেন্দুর গলায় ‘রাম-বাম’ জোট

রঞ্জন মহাপাত্র, কাঁথি: লোকসভা ভোটের আগে সিপিএমের নেতারা বিজেপির (BJP) হয়ে মাঠে নামবে। শনিবার খেজুরির প্রকাশ্য সভায় রাম-বাম জোটের কথা কার্যত মেনে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এতদিন ধরে তৃণমূল অভিযোগ করত যে সিপিএমের হার্মাদরা লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে। এদিন সেই অভিযোগেও কার্যত সিলমোহর দিয়ে দিলেন বিরোধী দলনেতা।
এদিন খেজুরির কামারদাতে পুলিশের সন্ত্রাস, আত্যাচার ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সভার আয়োজন করে বিজেপির খেজুরি বিধানসভা কমিটি। এই সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু। এই মঞ্চ থেকেই তিনি বলেন, “সিপিএমের অনেক বরিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। খেজুরি দুটো ব্লকের সিপিএম নেতারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি এই প্রবীণ নেতাদের লোকসভার আগে মাঠে নামাবো।” তাঁর আরও দাবি, “বারাতলা, নিজকসবা, কামারদা, কলাগেছিয়া, বীরবন্দর, লাক্ষী সব জায়গায় যারা সিপিএমটা করতেন,জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করে বর্গাদার, পাট্টাদারদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লোকসভার আগে মাঠে নামবে।” বিরোধী দলনেতার এই দাবিকে পাত্তা দিতে নারাজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, “উনি আগে নিজের দল সামলাক। কোন বরিষ্ঠ নেতার সঙ্গে ওঁর (শুভেন্দু অধিকারী) কথা হয়েছে জানি না। হয়তো মোদিজির সঙ্গে কথা হয়েছে। তৃণমূল-বিজেপি একসঙ্গে বামেদের আক্রমণ করছে।”
[আরও পড়ুন: শৌচাগারে রাখা মিড ডে মিলের চাল! চুরির অভিযোগে স্কুলে ‘তালাবন্দি’ দুই শিক্ষক]
বক্তব্য দিতে গিয়ে ভুলবশত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম নেতাদের ব্যবহারের কথা বলে ফেলেন। যা আগেই অভিযোগ তুলেছিল তৃণমূল। শুধু তাই নয় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে সিপিএমের হার্মাদদের খেজুরি ও নন্দীগ্রামে যে কাজে লাগানো হয়েছিল তা এদিনের বিরোধী দলনেতার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনে খেজুরি,নন্দীগ্রামের মাটিকে অশান্ত করতে ফের সেই সিপিএমের প্রাক্তন হার্মাদদের কাজে লাগানোর বার্তাই এদিনের সভা থেকে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উওর দিতে গিয়ে শুভেন্দু বলেন, “আমি বলেছি সিপিএমের এক সময় যারা পঞ্চায়েতের প্রধান ছিলেন,সদস্য ছিলেন। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য ছিলেন। যারা ৭৭ সালের পরে জোরদার,জমিদারদের সঙ্গে লড়াই করে বর্গাদারদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে ছিলেন তাঁদের কয়েকজন আমার কাছে এসেছিলেন। বাকিদের সঙ্গে কথা বলব। আসলে খেজুরিতে একাধিক পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। খেজুরি ২ পঞ্চায়েত সমিতি ৯ জন কর্মাধ্যক্ষ হয়েছে। এরা সকলেই প্রথমবার জিতে পদে বসেছেন। তাই বর্ষীয়ান সিপিএম নেতারা কোনও পদে না থেকে ওদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরামর্শ দাতা হিসেবে কাজ করবেন। তাহলেই ওঁদের পরামর্শে মানুষের পঞ্চায়েত গড়ে উঠতে পারবে।”
[আরও পড়ুন: ‘দোহাই জুড়ে দিন’, কল্যাণীর বিজেপি কর্মীর কাটা আঙুল আঁচলে জড়িয়ে হাসপাতালে দৌড় মায়ের]

Source: Sangbad Pratidin

Related News
ভিকির হাত থেকে ফসকে গেল ‘অশ্বত্থামা’! নেপথ্যে কোন নায়ক?
ভিকির হাত থেকে ফসকে গেল ‘অশ্বত্থামা’! নেপথ্যে কোন নায়ক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকমটা যে হবে তা ভাবতেই পারেননি ভিকি কৌশল। সদ্য শেষ করেছেন ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং। পরিচালক Read more

জি-২০ সম্মেলনে জল ঢালল বৃষ্টি! ‘উন্নয়ন সাঁতার কাটছে’, কটাক্ষ বিরোধীদের
জি-২০ সম্মেলনে জল ঢালল বৃষ্টি! ‘উন্নয়ন সাঁতার কাটছে’, কটাক্ষ বিরোধীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বর্ষণে জলে ভাসল রাজধানী দিল্লি (Delhi)। জল থইথই প্রগতি ময়দান চত্বর। বাদ গেল না প্রধানমন্ত্রীর Read more

Panchayat Election: নির্বাচন বড় বালাই! ভোটারের মন পেতে নিজের টাকায় রাস্তা সারালেন TMC নেতা
Panchayat Election: নির্বাচন বড় বালাই! ভোটারের মন পেতে নিজের টাকায় রাস্তা সারালেন TMC নেতা

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কথায় বলে, ভোট (Panchayat Election) বড় বালাই। ভোটে জেতার জন্য প্রার্থীরা কী কী না করেন! এবার মানুষের Read more

ট্রেনের কামরায় পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক, ফের শোরগোল শিলিগুড়ি জংশনে
ট্রেনের কামরায় পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক, ফের শোরগোল শিলিগুড়ি জংশনে

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফের আতঙ্ক শিলিগুড়ি (Siliguri)জংশন স্টেশনে। এবার আলিপুরদুয়ার-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় বোমাতঙ্ক (Bomb Scare) ছড়াল। রবিবার দুপুরে ট্রেনটি Read more

Vicky Kaushal & Katrina Kaif: বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া, ক্যাটরিনাকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার উঠতি অভিনেতা
Vicky Kaushal & Katrina Kaif: বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া, ক্যাটরিনাকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার উঠতি অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া। সেই অভিমানে ক্যাটরিনা কাইফকে খুনের হুমকি দিয়েছিল এক অনুরাগী। মুম্বইয়ের সান্তাক্রুজ Read more

‘প্রথম দেখাতেই প্রেমে পড়েছি’, ভাইরাল ভিডিওয় শিখর ধাওয়ানের বিয়ে ঘিরে জল্পনা
‘প্রথম দেখাতেই প্রেমে পড়েছি’, ভাইরাল ভিডিওয় শিখর ধাওয়ানের বিয়ে ঘিরে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে প্রতি ম্যাচেই দুরন্ত ব্যাটিং করছেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা- সমস্ত কিছুর জবাব দিচ্ছেন Read more