ঠিক যেন সিনেমা! ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর সন্তানের মা হুগলির পথকুকুর আতু

সুমন করাতি, হুগলি: এ এক মায়ের জীবনযুদ্ধের কাহিনি। মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জীবনের মূলস্রোতে ফিরে আসা। এই জীবন যুদ্ধের কাহিনি যেন হার মানাবে সিনেমাকে। হুগলির সারমেয়র জীবনের সংগ্রাম হার মানাবে রূপকথাকেও। আদুরে আতুর জীবনযুদ্ধ এখন অনেক মানুষকে লড়াইয়ের রসদ জোগাচ্ছে।
হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে গেলে হামেশাই দেখা মেলে আতুর। ছোট থেকে মন্দির চত্বরে বেড়ে ওঠা। মন্দিরে আসা ভক্তদের পায়ে পায়ে ঘুরে বড় হওয়া। মায়ের বাড়িই যেন আতুর বাড়ি। এহেন সারমেয়র শরীরেই একদিন দানা বাঁধে মারণরোগ ক্যানসার। বছর খানেকের লড়াইয়ের পর এখন স্বাভাবিক জীবন কাটাচ্ছে এই সারমেয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, ছোটবেলা একটি হঠাৎই এখানে ঠাঁই নেয় আতু। দেবীর ভোগের উচ্ছিষ্ট খেয়েই বড় হয়ে উঠেছিল। শান্ত স্বভাবের পথকুকুর আতু মন্দিরের পুরোহিত থেকে ভক্ত, সকলের প্রিয়। হঠাৎ অসুস্থতা কাবু করে ফেলে তাকে। জরায়ু থেকে শুরু হয় রক্তক্ষরণ। বন্ধ হয়ে গিয়েছিল খাওয়াদাওয়া। হংসেশ্বরী মন্দির পুরাতত্ত্ব বিভাগের আওতাধীন। সেই দপ্তরের অস্থায়ী কর্মী প্রতাপ সিংহ আতুর এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন।
[আরও পড়ুন: ‘দোহাই জুড়ে দিন’, কল্যাণীর বিজেপি কর্মীর কাটা আঙুল আঁচলে জড়িয়ে হাসপাতালে দৌড় মায়ের]
আতুকে নিয়ে শুরু হয় ছোটাছুটি। মন্দিরের কর্মী গণেশ দাস এই কাজে প্রতাপকে সাহায্য করেন। বাংলাদেশের জনপ্রিয় পোষ্য কুকুর সন্তুর নামে সোশাল মিডিয়ায় একটি পেজ রয়েছে। সেই পেজের সদস্যরা একদিন হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। আতুর চিকিৎসায় তাঁদের দ্বারস্থ হন প্রতাপ ও গণেশ। সন্ত গ্রুপের সদস্যরাই আতুর কেমোথেরাপির ব্যবস্থা করেন। পাঁচটি কেমোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আতু। কেমোর ফলে শরীর থেকে উঠে গিয়েছিল লোম। কিন্তু ওষুধের জোরে ফের তা ফিরে আসে। তার পর জীবনের মূলস্রোতে ফেরা। কয়েকদিন আগেও অবধিও অধিকাংশ সময় হংসেশ্বরী মন্দিরে বসে থাকতে দেখা যেত তাকে। তবে সন্তান প্রসবের পর এখন মন্দিরের সামনেই একটি গাছের নিচে তার বর্তমান আস্তানা।
প্রতাপের সাহায্য ছাড়া ক্যানসার জয় অধরাই থেকে যেত আতুর। পুরাতত্ত্ব বিভাগের অস্থায়ী কর্মী বলেন, “সম্প্রতি আতু তিন সন্তানের জন্ম দিয়েছে। সম্ভবত দুটি ছানা জন্মের পর মারা যায়। মন্দির সংলগ্ন এলাকার একটি গাছের নিচেই এখন আতু থাকছে। তার সন্তানও সেখানে রয়েছে। আমরা দুবেলা সেখানে গিয়েই ওকে খাবার দিয়ে আসছি। তবে এখন ও সুস্থ রয়েছে।” সারমেয় আতুর জীবনযুদ্ধ সাহস জোগাচ্ছে অনেককেই।
[আরও পড়ুন: ‘বেঁচে থাকতে বাদামের খোসাও খেয়েছি’, সুড়ঙ্গ থেকে ঘরে ফিরে বললেন কোচবিহারের মানিক]

Source: Sangbad Pratidin

Related News
আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা প্রেম! অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে ক্যামেরাবন্দি সিদ্ধান্ত
আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা প্রেম! অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে ক্যামেরাবন্দি সিদ্ধান্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গেহরাইয়াঁ’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) সঙ্গে প্রেম করছেন অমিতাভ বচ্চনের আদরের নাতনি নভ্যা নভেলি Read more

Russia-Ukraine War: রাজধানীর দখল চাই! ৫ কিলোমিটার দীর্ঘ লাইনে কিয়েভমুখী আগ্রাসী রুশ বাহিনী
Russia-Ukraine War: রাজধানীর দখল চাই! ৫ কিলোমিটার দীর্ঘ লাইনে কিয়েভমুখী আগ্রাসী রুশ বাহিনী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম দিনে পা দিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War)। কিন্তু এখনও রাশিয়ার দুর্জেয় ঘাঁটি কিয়েভ (Kyiv)। ইউক্রেনের Read more

বোনের সঙ্গে প্রেম আর দিদির সঙ্গে বিয়ে! ‘অর্জুনে’র ভালবাসা নিয়ে জোর চর্চা
বোনের সঙ্গে প্রেম আর দিদির সঙ্গে বিয়ে! ‘অর্জুনে’র ভালবাসা নিয়ে জোর চর্চা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের সঙ্গে বিয়ে হতে চলেছে। আর দিদির সঙ্গে দিব্যি প্রেম চলছে ‘খড়কুটো’ ধারাবাহিকের অর্জুন ওরফে সায়ন্ত Read more

‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল
‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ভারত জোড়ো যাত্রার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে আমেরিকায় বসে কংগ্রেস Read more

আপনার ব্যক্তিত্ব কেমন, বুঝে যাবেন এই ছবির দিকে তাকালেই
আপনার ব্যক্তিত্ব কেমন, বুঝে যাবেন এই ছবির দিকে তাকালেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমরা যাইনি মরে আজও-তবুও কেবলই দৃশ্যের জন্ম হয়।” দৃশ্য-জীবনের এমন আশ্চর্য বিভ্রমের কথা উঠে এসেছিল জীবনানন্দ Read more

স্কুলে পিপিপি মডেল নিয়ে কোনও আলোচনা হয়নি, সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
স্কুলে পিপিপি মডেল নিয়ে কোনও আলোচনা হয়নি, সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

দীপঙ্কর মণ্ডল: খসড়া পিপিপি মডেলের স্কুল নিয়ে উত্তাল রাজ্য। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বিরোধীরা। শুক্রবারও হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছে বামপন্থী Read more