সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো কোট-প্যান্ট, সাদা টিশার্ট। আর টিশার্টে আঁকা ‘অ্য়ানিম্যাল’ রণবীর। হ্যাঁ, ঠিক এই সাজেই স্বামী রণবীরের ‘অ্যানিম্যাল’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আলিয়া। সঙ্গে তাঁর মা সোনি রাজদান এবং বোন সাহিন। পাপারাজ্জিদের ক্যামেরা বাঁচিয়ে আলিয়া যখন প্রেক্ষাগৃহে ঢুকলেন, ঠিক তখনই হতবাক! কেন?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বৃহস্পতিবার মুম্বইয়ে হয়ে গেল ‘অ্যানিম্যাল’ ছবির প্রিমিয়ার। প্রিমিয়ারে হাজির ছিলেন কাপুর ও ভাট পরিবারের প্রায় সবাই। তবে রণবীর কিন্তু মা নীতু সিংয়ের হাত ধরে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন। বউ আলিয়ার ঠিক পিছনে পিছনেই হাঁটছিলেন। কিন্তু সিনেমা হলের অন্দরে ঢোকার পরই চিত্রবদল।
[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]
সূত্র বলছে, সিনেমা হলে ঢোকার পর নাকি আলিয়াকে সেভাবে আর পাত্তা দেননি রণবীর। ঘুরঘুর করছিলেন রশ্মিকার আশপাশেই। এমনকী, ক্যামেরার সামনেও রশ্মিকারে হাত জড়িয়ে ছবি তুলেছেন ঋষিপুত্র। আলিয়া নাকি দূর থেকে বসে বসে শুধু মজা দেখছিলেন! তবে চোখে মুখে নাকি অল্পস্বল্প হিংসের ঝলক দেখা গিয়েছিল আলিয়ার।
View this post on Instagram
A post shared by Viral Bhayani (@viralbhayani)
প্রসঙ্গত, হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন দর্শকরা। পয়লা ডিসেম্বরের অপেক্ষায় হা পিত্যেশ করছেন সকলে! এখনও পর্যন্ত এই ছবির যা রিভিউ, তাতে বড়সড় চমক রয়েছে অ্যানিম্যাল জুড়ে।
[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]
Source: Sangbad Pratidin