সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। সেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল উগান্ডা (Uganda)। বিশ্বকাপের টিকিট আগেই পেয়ে গিয়েছিল নামিবিয়া। এবার উগান্ডাও যোগ্যতা অর্জন করল। উগান্ডা পিছনে ফেলে দিয়েছে জিম্বাবোয়ে ও কেনিয়াকে।
দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলবে উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ১০টি ভেন্যুতে হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ২০টি দল। চূড়ান্ত হয়ে গেছে ২০টি দলই।
[আরও পড়ুন: অপ্রাপ্তির শূন্যতা! ফাইনালে হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত-বিরাট]
রাওয়ান্ডা ৬৫ রানে আউট হয়ে যায়। উগান্ডা এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ৭১ বল বাকি থাকতে ম্যাচ জেতে উগান্ডা।
Match Day – #ICCT20WCQ
Game 6 – Result
Rwanda 65/10
Uganda 66/1
Uganda won by 9 wickets
(with 71 balls to spare)
MOM; Alpesh Ramjani
We’re going for the ‘BIG DANCE’ to the T20 World Cup in the West Indies & USA.#CricketCranesInColour#Twaake @PlasconUganda pic.twitter.com/or96A4h0YB
— Uganda Cricket Association (@CricketUganda) November 30, 2023
টুর্নামেন্টে প্রথম ৫ ম্যাচে কোনো জয় না পাওয়া রুয়ান্ডা তুলনামূলক সহজ প্রতিপক্ষই ছিল উগান্ডার জন্য। টসে জিতে রুয়ান্ডাকে ব্যাটিং করতে পাঠান উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা।
এর আগে তিনবার চূড়ান্ত বাছাইপর্ব খেলেছিল উগান্ডা, তবে পেরোতে পারেনি একবারও। চতুর্থ দফা এসে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিল তারা। এবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নামিবিয়ার বিপক্ষে ছাড়া সব ম্যাচই জিতেছে তারা, হারিয়েছে জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো দলকেও।
HISTORY CREATED!
For the first time in their cricketing history, Uganda have qualified for the T20 World Cup after convincingly beating Rwanda in their final game of the Africa region qualifier! What a moment for Uganda Cricket. Congratulations to all the players and support… pic.twitter.com/MBFsrDw2DP
— Jay Shah (@JayShah) November 30, 2023
যে ২০টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে-
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নামিবিয়া, উগান্ডা, কানাডা, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিটম্যান? ‘মিশন রোহিত’-এ নামছে বিসিসিআই]
Source: Sangbad Pratidin