সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় হাত তরুণীর! এ কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন! যুবকের ফোনে ১৩ হাজার মহিলার নগ্ন ছবি! অভিযুক্ত যুবক এবং তরুণী বেঙ্গালুরুর (Bengaluru) একটি বিপিও-র কর্মী। কাজ করতে করতেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উভয়ের মধ্যে। সম্প্রতি প্রেমিকের মোবাইল ফোনের গ্যালারি খুলে কেঁপে ওঠেন তরুণী। তাঁর দাবি, সেখানে ছিল ১৩ হাজার মহিলার নগ্ন ছবি! তাঁদের মধ্যে কেউ কেউ তরুণীর অফিসের সহকর্মী। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, রাহুল (২৭) (নাম পরিবর্তিত) আর অঞ্জলির (২২) (নাম পরিবর্তিত) আলাপ অফিসে। মাস কয়েক আগে প্রেম পর্বের শুরু। অঞ্জলি জনিয়েছেন, সম্প্রতি রাহুলের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন। ওই অবস্থায় তাঁর আপত্তি উপেক্ষা করে বেশ কিছু ছবি তুলেছিলেন রাহুল। ওই ছবি নিয়ে অস্বস্তিতে ছিলেন অঞ্জলি। তা গোপনে ডিলিট করতেই প্রেমিকের অজান্ত ফোন খুলেছিলেন। তাতেই চক্ষু চড়কগাছ হয় তাঁর।
[আরও পড়ুন: লাফিয়ে বেড়েছে সম্পত্তি, ফের বিশ্বের সেরা কুড়ি ধনকুবেরদের তালিকায় গৌতম আদানি]
অঞ্জলি জানান, রাহুলের ফোনভর্তি মহিলাদের নগ্ন ছবি দেখে তিনি হতবাক হয়ে যান। প্রথমে বুঝতে পারছিলেন না কী করবেন। কিছু ক্ষণ পরেই ঠিক করেন, এর শাস্তি হওয়া দরকার। কারণ, অফিসের অন্যান্য মহিলা সহকর্মীরও নগ্ন ছবি দেখেছেন প্রেমিকের ফোনে। এর পরেই গোটা ঘটনা অফিসের বসকে জানান অঞ্জলি। তাঁরাই পুলিশ ডাকে। পুলিশ গ্রেপ্তার করে রাহুলকে।
[আরও পড়ুন: ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ‘ভারত গৌরবে’র ৪০ যাত্রী, বিপাকে পড়ে তদন্তের নির্দেশ রেলের]
যদিও বিপিও কর্তাদের দাবি, অফিসে কারও সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি অভিযুক্ত। মহিলাদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ নেই। কেন এতগুলি আপত্তিকর ছবি রয়েছে ওঁর ফোনে, সেটাই একটা প্রশ্ন। ওই প্রশ্নের সমাধানেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Source: Sangbad Pratidin