সঞ্জিত ঘোষ, নদিয়া: মদের আসরে ফের যুবক খুন। এবার ঘটনাস্থল নদিয়ার (Nadia) নবদ্বীপ থানার প্রতাপনগর এলাকা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ দেবনাথ। তাঁর বাড়ি নবদ্বীপের প্রাচীন মায়াপুরের মহাপ্রভু কলোনিতে। সোমবার রাতে এলাকায় গুড্ডু নামে এক বন্ধুর সঙ্গে মদের আসরে ছিলেন গোবিন্দ। সেখানেই কথায় কথায় দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, সেই সময় আচমকা ওই গোবিন্দর বুকে ঘুসি মারে গুড্ডু। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি।
[আরও পড়ুন: খাবারের বাসি খিচুড়ি শিক্ষিকার দিকে ছুঁড়লেন অভিভাবকরা! ধুন্ধুমার ICDS কেন্দ্রে]
তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা দেবনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। এদিকে গোবিন্দর মৃত্যুর পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
[আরও পড়ুন: আসন্ন লোকসভায় চমক দেবে ফরওয়ার্ড ব্লক! কোচবিহারের প্রার্থী হতে চলেছেন অসমের তারকা]
Source: Sangbad Pratidin