Paris 2024 Olympics: চ্যালেঞ্জারকে হারাতে পারলে মিলবে প্যারিস অলিম্পিকের টিকিট, নতুন নিয়মের ফাঁদে ভারতীয় কুস্তিগিররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2023) কুস্তিতে ভারতের (India) প্রতিনিধিত্ব করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। এরপর হাংঝৌয়ে এদেশের কুস্তিগিরদের গণব্যর্থতার স্মৃতি বিশেষ পুরনো হয়নি। তার আগে টোকিও অলিম্পিকেও (Tokyo Olympic) কাঙ্খিত সাফল্য আনতে পারেননি এদেশের কোনও কুস্তিতারকাই।
তবে প্যারিস অলিম্পিকে (Paris 2024 Olympics) এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিয়ে এখন থেকেই পদক্ষেপ করছে ভারতীয় কুস্তি সংস্থা (Wrestling Federation Of India)। তারই অঙ্গ হিসাবে আগামী বছর অলিম্পিকের টিকিট পাওয়ার ক্ষেত্রে দ্বিস্তরীয় যোগ্যতা অর্জন পর্ব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন অলিম্পিকের কোটাজয়ী কুস্তিগিরই সাধারণভাবে অলিম্পিকে যাওয়ার সুযোগ পেতেন। যেমন, সম্প্রতি প্যারিস গেমসের কোটা জিতেছেন অন্তিম পাঙ্ঘাল। পুরনো নিয়মে, গেমসের ৫৩ কেজি বিভাগে তিনিই যে ভারতের প্রতিনিধিত্ব করবেন, তা নিশ্চিত ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, অলিম্পিকের আগে একজন চ্যালেঞ্জারের মুখোমুখি হতে হবে কোটাজয়ী কুস্তিগিরকে। সেই লড়াইয়ে জয়ী কুস্তিগিরই পাবেন অলিম্পিকের ছাড়পত্র। এই লড়াই হবে ১ জুন। আর ৩১ মে-র মধ্যে ঠিক হবে চ্যালেঞ্জারের নাম। অর্থাৎ এই নিয়মে ৫৩ কেজি বিভাগে কোনও এক চ্যালেঞ্জারের (সম্ভবত ভিনেশ ফোগাট) সঙ্গে লড়ে জিততে পারলে প্যারিসের ছাড়পত্র পাবেন অন্তিম।
[আরও পড়ুন: হার্দিকের জায়গা ভরাট করতে পারবেন গুজরাটের নতুন অধিনায়ক শুভমান?]
জাতীয় কুস্তি সংস্থার এই নিয়মকে অবশ্য মোটের উপর স্বাগতই জানিয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। তাঁর কথায়, “আমি তিনটে অলিম্পিক খেলেছি, সুশীল (কুমার) চারটে। আমাদের সময় কোনও ট্রায়াল হয়নি। আসলে সেসময় আমাদের ক্যাটেগরিতে তেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে। প্রতি বিভাগেই প্রচুর লড়াই। যোগ্যতমকে সুযোগ দেওয়াটাই লক্ষ্য হওয়া উচিত।” নতুন নিয়ম প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ, “আগে কোটা জয়ের পর কুস্তিগিররা অলিম্পিক যাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়ে থাকতেন। তবে এবার থেকে ওরা প্রতিযোগিতা নিয়ে সবসময় ভাববে। ফলে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ওদের।”
এখনও পর্যন্ত ভারতের একমাত্র অন্তিমই একমাত্র প্যারিস গেমসের কোটাজয়ী কুস্তিগির। আগামী বছর এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার (এপ্রিল) এবং ওয়ার্ল্ড অলিম্পিক কোয়ালিফায়ার (মে) থেকে আরও কয়েকজন কুস্তিগির কোটা পাবেন বলে মনে করা হচ্ছে। এই দুই প্রতিযোগিতা থেকে সর্বোচ্চ ১৭ জন ভারতীয় কোটা পেতে পারেন। এরমধ্যে ছ’টি করে কোটা আছে পুরুষদের গ্রেকো রোমান ও ফ্রিস্টাইল বিভাগে এবং পাঁচটি কোটা মহিলা বিভাগের।
[আরও পড়ুন: মারকুটে ইনিংসের রহস্য কী? অকপটে জানিয়ে দিলেন অজিদের বধ করা রিঙ্কু]

Source: Sangbad Pratidin

Related News
মাও যোগের অভিযোগ, নদিয়া থেকে গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী
মাও যোগের অভিযোগ, নদিয়া থেকে গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী

অর্ণব আইচ: মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ। নদিয়ার হরিনঘাটা থেকে গ্রেপ্তার ছাত্রী। বুধবারই আদালতে তোলা হয় ধৃতকে। তাঁকে ৭ মার্চ Read more

‘কর্ণাটকে বজরং দলকে নিষিদ্ধ করার প্রস্তাব নেই’, বিতর্কের মধ্যেই ভিন্নসুর কংগ্রেসের
‘কর্ণাটকে বজরং দলকে নিষিদ্ধ করার প্রস্তাব নেই’, বিতর্কের মধ্যেই ভিন্নসুর কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ক্ষমতায় এলেই পিএফআইয়ের (PFI) মতো বজরং দলকে (Bajrang Dal) নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস (Congress)। Read more

Primary TET Scam: প্রাইমারি TET দুর্নীতির তদন্তেও সিবিআই, চাকরি খোয়ালেন ২৬৯ জন
Primary TET Scam: প্রাইমারি TET দুর্নীতির তদন্তেও সিবিআই, চাকরি খোয়ালেন ২৬৯ জন

গোবিন্দ রায়: এসএসসি (SSC), এসএলএসটির (SLST) পর এবার ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগেও সিবিআই তদন্ত। কলকাতা হাই কোর্টের নির্দেশ চাকরি Read more

WB Panchayat Poll: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের
WB Panchayat Poll: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর উদ্দেশে রওনা দেন। গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরেন। তা সত্ত্বেও নিহত তৃণমূল কর্মী জিয়ারুল Read more

প্রয়াত ‘জেলার’ ছবির অভিনেতা জি মারিমুথু, শোকপ্রকাশ রজনীকান্তের
প্রয়াত ‘জেলার’ ছবির অভিনেতা জি মারিমুথু, শোকপ্রকাশ রজনীকান্তের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জি মারিমুথু। খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে Read more

‘প্লিজ বাবা আবার জন্ম নিও না…’, কাতর অনুরোধ সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের
‘প্লিজ বাবা আবার জন্ম নিও না…’, কাতর অনুরোধ সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঁচে থাকলে আজ বয়স হতো ৬৭। কিন্তু তা আর হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮ মার্চ Read more