অর্ণব আইচ: বিড়ালপ্রেম থেকে ভয়ংকর ঘটনা টালিগঞ্জে (Tollyganj)। কার্নিশে ওঠা পোষ্য বিড়ালকে (Cat) ধরতে গিয়ে আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু (Death) হল মহিলার! সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী ৭০, লেক অ্যাভিনিউ এলাকার। মৃতের নাম অঞ্জনা দাস। বয়স ৩৫ বছর। দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে এমন আকস্মিক ঘটনায় স্তব্ধ আশেপাশের মানুষজন।
জানা গিয়েছে, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছিল। স্বামী থাকেন বিদেশে। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন অঞ্জনাদেবী। সোমবার সকালে সেই বিড়াল খেলতে খেলতে সোজা ছাদে উঠে যায়। তার পিছন পিছন যাচ্ছিলেন অঞ্জনাদেবী। বিড়ালটি খেলতে খেলতেই ছাদ থেকে কার্নিশে নেমে পড়ে। অঞ্জনাদেবীও কার্নিশে নামতে গিয়ে পা পিছলে সোজা নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin