সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ আটকাতে পারবে না। আমরা না জিতে থামব না। গাজায় গিয়ে ইজরায়েলি (Israel) সেনাকে এই বার্তা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। চারদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই রবিবার সেনার সঙ্গে দেখা করতে গাজায় (Gaza) গিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শেষ হতে এখনও অনেক বাকি। হামাসকে (Hamas) নিঃশেষ করে ফেলতে হবে। সেই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে, গাজা যেন ইজরায়েলের বিপদের কারণ হয়ে উঠতে না পারে। উল্লেখ্য, রবিবারই ইজরায়েল-হামাস সংঘর্ষের ৫০ দিন পার হয়েছে।
হামাসের সঙ্গে চারদিনের সংঘর্ষবিরতি শেষ হচ্ছে সোমবার। তার আগের দিনই সটান যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনার সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু। কমান্ডারদের সঙ্গে আলাদা করে কথাও বলেন। গাজায় যুদ্ধপরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেন সেনা আধিকারিকরা। সেই ভিডিও পোস্ট করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকেই। ভিডিও থেকেই শোনা যায়, সেনার উদ্দেশে বিশেষ বার্তা দিচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, “আমরা একেবারে শেষ পর্যন্ত লড়ে যাব, যতক্ষণ না জিতছি।”
[আরও পড়ুন: এক সুড়ঙ্গে রক্ষে নেই, দোসর বর্জ্যের পাহাড়! উত্তরকাশীতে বড় বিপদের আশঙ্কায় বিশেষজ্ঞরা]
ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, “কেউ আমাদের থামাতে পারবে না। শক্তি, ক্ষমতা, ইচ্ছা, নিষ্ঠা-সবকিছুই রয়েছে আমাদের। যুদ্ধে সাফল্য পেতেই আমরা লড়াই চালিয়ে যাব। এই যুদ্ধে আমাদের তিনটে লক্ষ্য- হামাসকে শেষ করতে হবে, পণবন্দিদের ফেরাতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন গাজা থেকে ইজরায়েলের উপর হামলা হতে না পারে।” হামাসের হাতে আটক পণবন্দিদের সকলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান নেতানিয়াহু।
היום בסיור בעזה: נמשיך עד הסוף – עד לניצחון. pic.twitter.com/e2aEA7Gfa4
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) November 26, 2023
অন্যদিকে, সোমবারই শেষ হবে চারদিনের সংঘর্ষবিরতি। যদিও হামাস চাইছে এই সংঘর্ষবিরতির মেয়াদ আরও বাড়ানো হোক। সূত্রের খবর, সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে পারেন নেতানিয়াহু। উল্লেখ্য, চারদিনে ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল হামাস। ইতিমধ্যেই ৪২ জনকে মুক্তি দিয়েছে তারা।
[আরও পড়ুন: টাকার বিনিময়ে ISI-কে তথ্য পাচার! চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার ২]
Source: Sangbad Pratidin