মেডিক্যাল এন্ট্রান্স কোর্সের নামে আর্থিক প্রতারণা! আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিভাবকের

অর্ক দে, বর্ধমান: ছেলের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি জন্য অনলাইন কোর্সে ভর্তি করে প্রতারণার শিকার বাবা। প্রতারিত হয়েছেন টের পেয়েই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি, কোনও সুরাহা না মিললে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা শান্তিময় রায়। তিনি ছেলেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অনলাইন কোর্সে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এর পরই একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সংস্থার তরফে ওই ব্যক্তি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোর্স করতে অনিচ্ছা প্রকাশ করলে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এর পর ছেলেকে ভর্তি করান ওই ব্যক্তি। নিয়ম অনুযায়ী, প্রথম কিস্তির টাকা ব্যাংকে জমা দেন। কিছুদিন পর ওই ছাত্র জানান তিনি আর কোর্স করবেন না। অভিযোগ, এটি সংস্থাকে জানানোর পরও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।
[আরও পড়ুন: ভরদুপুরে দার্জিলিংয়ের চা বাগানে ২ টি বাড়িতে দাউদাউ আগুন, প্রদীপ থেকেই ভয়ংকর কাণ্ড?]
শান্তিময় রায় জানান, “ছেলেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্সে ভর্তি করেছিলাম। প্রথমে সংস্থার এক প্রতিনিধি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ২ বছরের এই কোর্সের জন্য আমার কাছে ৯২ হাজার টাকা চাওয়া হয়। এককালীন টাকা দিতে অস্বীকার করায় মাসিক কিস্তির মাধ্যমে টাকা দেওয়ার চুক্তিতে কোর্সে ভর্তির কথা জানান তারা। সেইমতো প্রথম মাসে ১২ হাজার টাকা ও তারপর থেকে মাসিক ৬ হাজার ৮০০ টাকা করে দিতে হবে বলে জানানো হয়। কোর্স চালু হওয়ার ১৫ দিনের মধ্যে অনিচ্ছা প্রকাশ করলে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়ার হবে বলে চুক্তি করেন তারা।”
সেইমতো অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে কোর্স করানো হবে বলে জানানো হলেও কেবলমাত্র অনলাইন মাধ্যমেই কোর্স করানো হয়েছিল বলে অভিযোগ। কয়েকদিন পরই ছাত্র ওই কোর্স করতে আগ্রহী নন বলে জানিয়ে দিলেও পরের মাসের কিস্তির টাকা কেটে নেয়। এর পর সংস্থার ওই প্রতিনিধির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি বলেই অভিযোগ। পরে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে এসএমএস করা হলে তিনি একটি ই-মেল মাধ্যমে এই বিষয়ে জানানোর জন্য বলেন। কিন্তু, পরে দেখা যায় সেই ই মেলটি ভুয়ো। এরপর অনেক খোঁজাখুঁজি করে বর্ধমান শহরের জি টি রোডের উপর সংস্থার একটি অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে না।
[আরও পড়ুন: কর্মী আক্রান্ত হলে একঘণ্টায় এলাকা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি! এবার বেফাঁস তৃণমূলের ব্লক সভাপতি]
এই বিষয়ে জানিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ও সইবার ক্রাইম দপ্তরে তিনি একটি অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “অনলাইন কোর্সের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই টাকা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। টাকা ফেরত না পেলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব আমরা।” এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমনদ্বীপ জানান, “পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার শাখা আরও উন্নত করার প্রচেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। এই বিষয়ে প্রতারণার যে অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হবে।”

Source: Sangbad Pratidin

Related News
‘গ্রেপ্তার হব’, মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার আগে বলছেন ইমরান খান
‘গ্রেপ্তার হব’, মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার আগে বলছেন ইমরান খান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই গ্রেপ্তার হয়ে যাবেন বলে দাবি করলেন ইমরান খান (Imran Khan)। জমি দুর্নীতি মামলায় ইসলামাবাদের আদালতে Read more

মালা পরে শ্বশুরবাড়িতে রেমোর গ্র্যান্ড এন্ট্রি! জামাই ষষ্ঠীতে জমাটি সেলিব্রেশন মিষ্টির বাড়িতে
মালা পরে শ্বশুরবাড়িতে রেমোর গ্র্যান্ড এন্ট্রি! জামাই ষষ্ঠীতে জমাটি সেলিব্রেশন মিষ্টির বাড়িতে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তাও আবার অভিনেত্রী মিষ্টি সিং ও রেমোর  বিয়ের বয়স সবে এক Read more

নিত্য কলহ, দশ বছরে সাতবার স্বামীকে জেলে পাঠালেন স্ত্রী, ছাড়ালেনও নিজেই
নিত্য কলহ, দশ বছরে সাতবার স্বামীকে জেলে পাঠালেন স্ত্রী, ছাড়ালেনও নিজেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ। দশ বছরে সাত বার নালিশ। প্রতি বারই অভিযুক্ত স্বামীকে মুক্ত করেন Read more

আইসক্রিমে কামড়ের দৃশ্যে যৌন আবেদন! বিজ্ঞাপনে মহিলাদের অভিনয়ে নিষেধাজ্ঞা ইরানের
আইসক্রিমে কামড়ের দৃশ্যে যৌন আবেদন! বিজ্ঞাপনে মহিলাদের অভিনয়ে নিষেধাজ্ঞা ইরানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি আইসক্রিমের ব্র্যান্ডের বিজ্ঞাপনে আইসক্রিম মুখে নজর কেড়েছিলেন এক যুবতী। কিন্তু সেই বিজ্ঞাপন নিয়েই তোলপাড় ইরান। Read more

রায়গঞ্জের ‘করুণাময়ী কালীমাতা’ মন্দির এবার অভিভাবকহীন! ৫০০ বছর পুরনো পুজো সামলাবেন স্থানীয়রা
রায়গঞ্জের ‘করুণাময়ী কালীমাতা’ মন্দির এবার অভিভাবকহীন! ৫০০ বছর পুরনো পুজো সামলাবেন স্থানীয়রা

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ব্রিটিশকে বিদায় দিতে গোপনে উত্তরবঙ্গে আস্তানা গেড়েছিল বাংলা, বিহারের বিদ্রোহী সন্ন্যাসীরা। বণিকরাও নৌকা থেকে নেমে কুলিক নদীর Read more

উত্তরপ্রদেশ ভোটের পরই বিজেপির সঙ্গ ছাড়ছেন নীতীশ কুমার? রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা
উত্তরপ্রদেশ ভোটের পরই বিজেপির সঙ্গ ছাড়ছেন নীতীশ কুমার? রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কি শিবির বদল করতে চলেছেন নীতীশ কুমার? প্রশান্ত কিশোরের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর ফের Read more