অপেক্ষার অবসান! চলতি বছরেই দার্জিলিং চিড়িয়াখানায় আসতে চলেছে সাইবেরিয়ান বাঘ

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: অবশেষে অপেক্ষা শেষ হল। সবকিছু পরিকল্পনা মাফিক হলে কয়েক বছর পর ফের ডিসেম্বরেই সাইবেরিয়ান বাঘ আসতে চলেছে দার্জিলিং চিড়িয়াখানা নামে পরিচিত পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানায় এক জোড়া রেড পান্ডা পাঠিয়ে সেখান থেকে এক জোড়া সাইবেরিয়ান বাঘ আনা হবে বলেই খবর। এ প্রসঙ্গে চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলাইচি বলেন, “আমরা বিনিময়ের জন্য একটি উপযুক্ত তারিখ খুঁজে বের করছি। সাইবেরিয়ান বাঘের জোড়া সাইপ্রাস চিড়িয়াখানা থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আমরাও তাদের কাছে একজোড়া রেড পান্ডা পাঠাব”।
সাইপ্রাস থেকে আসা পুরুষ ও স্ত্রী বাঘের বয়স দেড় বছর। তারা সাইপ্রাস থেকে বিমানে কলকাতায় পৌঁছবে। কলকাতা থেকে পশু চিকিৎসক-সহ দার্জিলিং চিড়িয়াখানার একটি দলের সঙ্গে সড়কপথে তাদের দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, বর্তমানে প্রাণীগুলোকে সাইপ্রাসে এক মাসের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদিকে দার্জিলিং-এ পৌঁছানোর পরেও তাদের এক মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানায় এর আগে সাইবেরিয়ান বাঘ ছিল। কিন্তু কয়েক বছর আগে বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যায়। তার পর থেকেই এই চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘের দেখা মেলে না। অথচ একসময় বেশ জনপ্রিয় ছিল এই বাঘ। তাই ভারত ও সাইপ্রাস দুই দেশের মধ্যে আলোচনা করেই বিনিময় প্রথার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের রেড পান্ডা পাঠিয়ে বাঘ আনা হবে।
[আরও পড়ুন: সরকারি গাড়ি ব্যবহার করে দেদার তোলাবাজি! পুলিশের নজরে পড়তেই বিপাকে ৩ যুবক]
দার্জিলিং চিড়িয়াখানা থেকে একটি ছয় বছর বয়সী পুরুষ রেড পান্ডা এবং একটি দুই বছর বয়সী মহিলা পান্ডাকে সাইপ্রাস চিড়িয়াখানায় পাঠানো হবে। গোটা দেশে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডাদের প্রজনন করা হয়। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা ২০২২ সালের সেপ্টেম্বরে সমস্ত বিভাগে দেশের সেরা চিড়িয়াখানা হিসাবে বিবেচিত হয়েছিল। এখানে রেড পান্ডা ছাড়া সফলভাবে স্নো লেপার্ড, ব্লু শিপ, হিমালয়ান তাহর, হিমালয়ান উলফেরও প্রজনন করানো হয়। প্রসঙ্গত, বর্তমানে চিড়িয়াখানায় ৯টি পুরুষ এবং ১৫টি মহিলা লাল পান্ডা রয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
মাদক বিরোধী অপারেশনের নেতা, RAW অফিসার, কে কানাডায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক?
মাদক বিরোধী অপারেশনের নেতা, RAW অফিসার, কে কানাডায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি (Khalistani Terrorist) নেতার হত্যাকে ঘিরে চরমে উঠেছে ভারত-কানাডা (Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন। বহিষ্কার করা হয়েছে Read more

সিলিন্ডার বিস্ফোরণ, সল্টলেকের ফাল্গুণী আবাসনের পিছনের ঝুপড়িতে বিধ্বংসী আগুন
সিলিন্ডার বিস্ফোরণ, সল্টলেকের ফাল্গুণী আবাসনের পিছনের ঝুপড়িতে বিধ্বংসী আগুন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলা সল্টলেকে (Salt Lake) ভয়াবহ অগ্নিকাণ্ড। ফাল্গুণী আবাসনের সামনে গ্যাস সিলিন্ডার (Cylindar Blast) বিস্ফোরণের জেরে Read more

আমেরিকার ভিসানীতির পর এবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের
আমেরিকার ভিসানীতির পর এবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের যে কোনও সংস্থা যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ভিসা Read more

‘কেরিয়ার ধ্বংস করে দেব’, শাহরুখকে হুমকি বলিউডের বিতর্কিত অভিনেতার!
‘কেরিয়ার ধ্বংস করে দেব’, শাহরুখকে হুমকি বলিউডের বিতর্কিত অভিনেতার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কাণ্ড, কী কাণ্ড! শেষমেশ শাহরুখকে টার্গেট বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক ও অভিনেতা কমল আর খানের। Read more

‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে বাংলা বলতে গিয়ে কীভাবে নাজেহাল হয়েছিলেন? জানালেন কার্তিক
‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে বাংলা বলতে গিয়ে কীভাবে নাজেহাল হয়েছিলেন? জানালেন কার্তিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সিনেমার প্রচারে কলকাতায় এসে বাংলায় দু-একটি কথা বলাই যায়। কিন্তু মিষ্টি এই ভাষাই ভয়ংকর হয়ে ওঠে Read more

স্ত্রীকে সুবিধা পাইয়ে দিতে বাজেটে নয়া নীতি? তদন্ত শুরু ঋষি সুনাকের বিরুদ্ধে
স্ত্রীকে সুবিধা পাইয়ে দিতে বাজেটে নয়া নীতি? তদন্ত শুরু ঋষি সুনাকের বিরুদ্ধে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ (Britain) সরকারের তদন্তের মুখে পড়লেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। স্ত্রী অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা Read more