সুমন করাতি, হুগলি: পরকীয়ার জেরে অ্যাসিড হামলা! আক্রান্ত এক মহিলা। সম্পর্ক থেকে বেরনোর চেষ্টা করতেই হামলার শিকার হলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার কোন্নগর নবগ্রাম এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা ও অভিযুক্ত হারু দুজনেই বিবাহিত। ওই মহিলা পরিচারিকার কাজ করেন। হারু ঝিলপাড় এলাকায় চায়ের দোকান চালান। গত তিনবছর ধরে দুজনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। কোনও কারণে ওই মহিলা কথা বলা বন্ধ করে দেন হারুর সঙ্গে। অভিযোগ, সেই আক্রোশেই শনিবার রাতে মহিলার উপর হামলা করেন অভিযুক্ত।
[আরও পড়ুন: ফের বোমায় ক্ষতবিক্ষত শৈশব, দেগঙ্গায় বিস্ফোরণে আঙুল উড়ল কিশোরের]
পুলিশ সূত্রে খবর, রাতে যখন ওই মহিলা বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁর পিছু নেয় হারু। এর পর সি ব্লক এলাকায় ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয় বলে অভিযোগ। আক্রান্ত হন মহিলা। তাঁর চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
হারুকে গ্রেপ্তার করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এদিন অভিযুক্তকে শ্রীরামপুর কোর্টে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারুকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে চায় পুলিশ। এ বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “পরকীয়া অবশ্যই নিন্দনীয় ঘটনা। এই সব হামলার ঘটনায় মানুষকে আরও সচেতন হতে হবে। পুলিশ খুব সক্রিয় কাজ করেছে।”
[আরও পড়ুন: পাহাড় রাজনীতিতে ফের চমক! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং]
Source: Sangbad Pratidin