সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ি পরে সাজগোজ করে ভিডিও পোস্ট করেছিল। তাতেই সোশাল মিডিয়ায় তুমুল নিন্দা। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ সহ্য করতে না পেরে আত্মঘাতী ১৬ বছরের কিশোর। এমনই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে।
জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোর দশম শ্রেণির ছাত্র। এর পাশাপাশি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। শাড়ি পরা একাধিক ছবি ও ভিডিও তার সোশাল মিডিয়া প্রোফাইলে রয়েছে। এমনকী দুর্গা পুজোর সময় লালপেড়ে সাদা শাড়িতে সেজে ছবি পোস্ট করেছিল সে। নিয়মিত লিপস্টিক ও নেলপলিশও পরত।
[আরও পড়ুন: এই কাজটি না করলে জানুয়ারি থেকে বন্ধ হতে পারে রান্নার গ্যাসের ভরতুকি! আপনি করেছেন তো?]
বাড়িতে ঝুলন্ত অবস্থায় কিশোরের দেহ উদ্ধার হয়। শোনা গিয়েছে, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল সে। স্থানীয় থানার অফিসার ইন চার্জ কমল সিং গেহলট জানান, কিশোরের মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে।
পুলিশ এখনও আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে অভিযোগ, শাড়ি পরে ভিডিও পোস্ট করায় ১৬ বছরের কিশোরকে সোশাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হতে হয়। তার জেরেই মানসিক অবসাদে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিশোরের মৃত্যুর খবর দাবানলের মতো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। “সরি আমরা তোমায় নিরাশ করেছি! আশা করি এবার তুমি শান্তিতে আছো”, “তুমি যেভাবে বাঁচতে চেয়েছিল ঠিক সেই জীবন পরের জন্মে পাবে। যারা এত কম বয়সে তোমায় জীবন শেষ করে দিতে বাধ্য করেছে তারা তাদের কর্মফল অবশ্যই পাবে”, এমন মন্তব্য করা হয়েছে কিশোরের শেষ পোস্টে।
[আরও পড়ুন: কোচি কনসার্টের ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত নিকিতা গান্ধী, সোশাল মিডিয়ায় দিলেন বার্তা]
Source: Sangbad Pratidin