‘কেন্দ্রীয় সংস্থা চাইলেই তদন্ত দখল করছে’, কলকাতায় এসে সরব চিদম্বরম

স্টাফ রিপোর্টার: নয়ের দশকে ‘স্টেট ফান্ডেড ইলেকশনে’র দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে টাকা ছড়ানো নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরেই নির্বাচনে টাকা এবং ধর্মের ব্যবহার নিয়ে কলকাতায় এসে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার বর্তমান সাংসদ পি চিদম্বরম।
শনিবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে চিদম্বরম (Chidambaram) নির্বাচনে যথেচ্ছ টাকার খেলা নিয়ে নাম না করে বিজেপিকে (BJP) বিঁধলেন। তিনি বলেন, “গোটা নির্বাচন ব্যবস্থাকে দুটি ফ্যাক্টর নিয়ন্ত্রণ করছে। টাকা এবং ধর্ম।” উদাহরণস্বরূপ চিদম্বরম বলেন, “এই যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, শুধু এই ভোটগুলিতেই ১৭৬০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।” নির্বাচনের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন যে, বর্তমানে নির্বাচন এবং ধর্ম দুটোকে এক করে ফেলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে বিজেপির বিরুদ্ধে এই দুটি প্রশ্ন তুলেই বারবার গেরুয়া শিবিরকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল ‘গণতন্ত্রের ভবিষ্যৎ’। বর্তমানে দেশের গণতন্ত্রের অবস্থা কতটা করুণ, বক্তব্যজুড়ে ছিল সেই আখ্যান। যার সুর তিনি বেঁধে দেন বক্তব্যের প্রথম ভাগেই। তিনি বলেন, “সময়ের সঙ্গে আমাদের দেশের গণতন্ত্রের ভিতরটা ফাঁপা হয়ে গিয়েছে। মুখোশটা আকর্ষণীয়। কিন্তু, ভিতরে প্রায় ফাঁপা।” আর তার মুখ্য কারণ হিসাবে নির্বাচনে টাকার যথেচ্ছ ব্যবহারকেই দায়ী করেন চিদম্বরম। তাঁর কথায়, “কয়েক দশক আগেও মাত্র ৫ বা ৫০ হাজার টাকা যথেষ্ট ছিল নির্বাচনের একজন প্রার্থীর জন‌্য। এখনকার একটি মিছিলেরও খরচ ১ কোটির উপর হয়।” ধর্ম নিয়ে খেলার প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন মন্ত্রী। তাঁর মতে, ধর্মনিরপেক্ষতার ভুল ব্যাখ্যা করে সেটিকে ‘তুষ্টি’র আখ্যা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আপনি যদি অ-হিন্দু হন, আপনার নিজেকে অর্ধ-নাগরিক মনে হবে। আপনি যদি মুসলিম হন তবে আপনি নাগরিক নন। কারণ, ধর্মনিরপেক্ষতার ধারণাকে সিস্টেমেটিক্যালি ভুল প্রমাণের চেষ্টা করা হচ্ছে।”
রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হচ্ছে বলে মত তাঁর। তাঁর কথায়, “যুগ্ম তালিকায় থাকা বিষয়ে সংসদীয় আইন রাজ্যকে নিজের আইন প্রণয়নের অধিকার থেকে বঞ্চিত করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা আসলে রাজ্যের বিষয়বস্তু। আসলে কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় সংস্থা চাইলেই যে কোনও তদন্ত দখল করে নিচ্ছে।” ‘এক দেশ, এক নির্বাচন’, ‘এক দেশ, এক রেশন’-এর মতো উদ্যোগগুলি চূড়ান্তভাবে অগণতান্ত্রিক বলেও মতপ্রকাশ করেন তিনি। সঙ্গে একটি রাজনৈতিক দলের একসঙ্গে ২টি ফুলটার্ম তথা ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মত প্রকাশ করেন চিদম্বরম। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  জন ফেলিক্স রাজ ও অধ্যাপক প্রভাতকুমার দত্তের লেখা ‘ডেভলপমেন্ট, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ডেমোক্রেসি’ নামক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিদম্বরম।

Source: Sangbad Pratidin

Related News
৫ ছক্কা হাঁকানোর পর গুজরাট বোলার যশকে কী মেসেজ করেছিলেন? ফাঁস করলেন রিঙ্কু
৫ ছক্কা হাঁকানোর পর গুজরাট বোলার যশকে কী মেসেজ করেছিলেন? ফাঁস করলেন রিঙ্কু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ শেষের পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। তারপরও রিঙ্কুর ইনিংসের হ্যাংওভার কাটাতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। Read more

প্রাক্তন প্রেমিক রহমনের সঙ্গে শপিংয়ে মত্ত সুস্মিতা, ভিডিও ভাইরাল
প্রাক্তন প্রেমিক রহমনের সঙ্গে শপিংয়ে মত্ত সুস্মিতা, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল প্রাক্তন প্রেমিক রোহমনের সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে সুস্মিতা সেনকে। এই যেমন সেদিন ইনস্টাগ্রামে রহমনের Read more

সৌরভ নাকি নিরাপত্তাহীন! কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার?
সৌরভ নাকি নিরাপত্তাহীন! কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার?

আলাপন সাহা ও অর্ণব আইচ: Z ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশাসনিক Read more

অনলাইন ক্লাসের ফাঁকে পর্নোগ্রাফি, বালককে টানা দেড় মাস ‘যৌন হেনস্তা’, ধৃত ৩ নাবালক
অনলাইন ক্লাসের ফাঁকে পর্নোগ্রাফি, বালককে টানা দেড় মাস ‘যৌন হেনস্তা’, ধৃত ৩ নাবালক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনা নতুন নয়। এমন ঘটনা হামেশাই নজরে আসে। তবে তামিলনাড়ুর (Tamil Nadu) তুতিকোরিনের Read more

নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, সম্মান জানাতে গিয়ে মোদি স্তুতি শাহের
নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, সম্মান জানাতে গিয়ে মোদি স্তুতি শাহের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী Read more

উলটপুরান! ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির মেয়াদ ফুরোতেই গোমূত্রে বিধানসভা ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের
উলটপুরান! ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির মেয়াদ ফুরোতেই গোমূত্রে বিধানসভা ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটে হার হয়েছে ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির (BJP)। কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাত শিবির। এতেই উলটপুরানের সাক্ষী Read more