‘কেন্দ্রীয় সংস্থা চাইলেই তদন্ত দখল করছে’, কলকাতায় এসে সরব চিদম্বরম

স্টাফ রিপোর্টার: নয়ের দশকে ‘স্টেট ফান্ডেড ইলেকশনে’র দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে টাকা ছড়ানো নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরেই নির্বাচনে টাকা এবং ধর্মের ব্যবহার নিয়ে কলকাতায় এসে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার বর্তমান সাংসদ পি চিদম্বরম।
শনিবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে চিদম্বরম (Chidambaram) নির্বাচনে যথেচ্ছ টাকার খেলা নিয়ে নাম না করে বিজেপিকে (BJP) বিঁধলেন। তিনি বলেন, “গোটা নির্বাচন ব্যবস্থাকে দুটি ফ্যাক্টর নিয়ন্ত্রণ করছে। টাকা এবং ধর্ম।” উদাহরণস্বরূপ চিদম্বরম বলেন, “এই যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, শুধু এই ভোটগুলিতেই ১৭৬০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।” নির্বাচনের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন যে, বর্তমানে নির্বাচন এবং ধর্ম দুটোকে এক করে ফেলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে বিজেপির বিরুদ্ধে এই দুটি প্রশ্ন তুলেই বারবার গেরুয়া শিবিরকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল ‘গণতন্ত্রের ভবিষ্যৎ’। বর্তমানে দেশের গণতন্ত্রের অবস্থা কতটা করুণ, বক্তব্যজুড়ে ছিল সেই আখ্যান। যার সুর তিনি বেঁধে দেন বক্তব্যের প্রথম ভাগেই। তিনি বলেন, “সময়ের সঙ্গে আমাদের দেশের গণতন্ত্রের ভিতরটা ফাঁপা হয়ে গিয়েছে। মুখোশটা আকর্ষণীয়। কিন্তু, ভিতরে প্রায় ফাঁপা।” আর তার মুখ্য কারণ হিসাবে নির্বাচনে টাকার যথেচ্ছ ব্যবহারকেই দায়ী করেন চিদম্বরম। তাঁর কথায়, “কয়েক দশক আগেও মাত্র ৫ বা ৫০ হাজার টাকা যথেষ্ট ছিল নির্বাচনের একজন প্রার্থীর জন‌্য। এখনকার একটি মিছিলেরও খরচ ১ কোটির উপর হয়।” ধর্ম নিয়ে খেলার প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন মন্ত্রী। তাঁর মতে, ধর্মনিরপেক্ষতার ভুল ব্যাখ্যা করে সেটিকে ‘তুষ্টি’র আখ্যা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আপনি যদি অ-হিন্দু হন, আপনার নিজেকে অর্ধ-নাগরিক মনে হবে। আপনি যদি মুসলিম হন তবে আপনি নাগরিক নন। কারণ, ধর্মনিরপেক্ষতার ধারণাকে সিস্টেমেটিক্যালি ভুল প্রমাণের চেষ্টা করা হচ্ছে।”
রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হচ্ছে বলে মত তাঁর। তাঁর কথায়, “যুগ্ম তালিকায় থাকা বিষয়ে সংসদীয় আইন রাজ্যকে নিজের আইন প্রণয়নের অধিকার থেকে বঞ্চিত করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা আসলে রাজ্যের বিষয়বস্তু। আসলে কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় সংস্থা চাইলেই যে কোনও তদন্ত দখল করে নিচ্ছে।” ‘এক দেশ, এক নির্বাচন’, ‘এক দেশ, এক রেশন’-এর মতো উদ্যোগগুলি চূড়ান্তভাবে অগণতান্ত্রিক বলেও মতপ্রকাশ করেন তিনি। সঙ্গে একটি রাজনৈতিক দলের একসঙ্গে ২টি ফুলটার্ম তথা ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মত প্রকাশ করেন চিদম্বরম। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  জন ফেলিক্স রাজ ও অধ্যাপক প্রভাতকুমার দত্তের লেখা ‘ডেভলপমেন্ট, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ডেমোক্রেসি’ নামক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিদম্বরম।

Source: Sangbad Pratidin

Related News
ঋণের বোঝায় ডুবে নেই মোটেই, বিশেষজ্ঞদের আশঙ্কা ওড়াল আদানি গোষ্ঠী
ঋণের বোঝায় ডুবে নেই মোটেই, বিশেষজ্ঞদের আশঙ্কা ওড়াল আদানি গোষ্ঠী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীদের তালিকায় তিনি এখন চার নম্বরে। তবু আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) রূপকথার Read more

গরমেও বিয়ের হিড়িক বাঙালির, সাড়ে ৪ মাসেই ছাদনাতলায় পৌনে এক লাখ!
গরমেও বিয়ের হিড়িক বাঙালির, সাড়ে ৪ মাসেই ছাদনাতলায় পৌনে এক লাখ!

নব্যেন্দু হাজরা: গলার সাদা রজনীর মালা গরমে হলুদ হয়ে যাচ্ছে নিমেষে। কনের মেক-আপ গলে বদলে যাচ্ছে চেহারা। যেখানে পাতলা সুতির Read more

রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, পরপর পথচারীদের ধাক্কা, মৃত ১
রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, পরপর পথচারীদের ধাক্কা, মৃত ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। যাদবপুরের বাপুজিনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত অন্তত ১। জখম হয়েছেন Read more

ইজরায়েলের হানায় খতম হামাস হামলার মূলচক্রী, কোণঠাসা কুখ্যাত ‘জাবালিয়া ব্যাটালিয়ন’
ইজরায়েলের হানায় খতম হামাস হামলার মূলচক্রী, কোণঠাসা কুখ্যাত ‘জাবালিয়া ব্যাটালিয়ন’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইজরায়েলের সেনার। তেল আভিভের বিমান হানায় মৃত্যু Read more

Dhaakad Movie Review: ছবির শুরু থেকে শেষ শুধুই মারপিট! দুর্বল গল্পে ডুবল কঙ্গনার ‘ধাকড়’
Dhaakad Movie Review: ছবির শুরু থেকে শেষ শুধুই মারপিট! দুর্বল গল্পে ডুবল কঙ্গনার ‘ধাকড়’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও উড়ে আসছেন। কখনও হামগুড়ি দিচ্ছেন। কখনও পা ঘুরিয়ে আকাশ ছোঁয়া লাফ! মুখে নানাবিধ মারকাটারি আওয়াজ। Read more

তৃণমূলের সভার আগে ইন্দাসে বাজ পড়ে মৃত ১, জখম কমপক্ষে ৫০ জন, দুঃখপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের সভার আগে ইন্দাসে বাজ পড়ে মৃত ১, জখম কমপক্ষে ৫০ জন, দুঃখপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। দুপুর থেকে জেলায় জেলায় শুরু ঝড়-বৃষ্টি। Read more