ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলা ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতি তোলপাড়। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তাঁর সাংসদ পদ খারিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই পরিস্থিতিতে দলের কী অবস্থান, তা এতদিনে বিশেষ স্পষ্ট হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা আপাতভাবে মহুয়াকে লড়াইয়ে বার্তা দিলেও দল ঠিক কতটা তাঁকে সমর্থন দিচ্ছে, আদৌ দিচ্ছে কি না, এসব নিয়ে ধোঁয়াশা ছিল। এবার তাঁকে নিয়ে মুখ খুলে তা স্পষ্ট করে দিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠকে তাঁর সাফ বক্তব্য, ”ওরা ভেবেছিল মহুয়াকে দল থেকে তাড়িয়ে দেব। আর তো তিনমাস বাকি। ও সংসদের ভিতরে যা বলেছে, তা এবার থেকে রোজ বাইরে, সাংবাদিক সম্মেলন করে বলবে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin