বিজেপিকে ভোট না দেওয়ায় মিলছে না সরকারি কূপের জল! কাঠগড়ায় শিবরাজ সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ নভেম্বর ভোট ছিল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব মিটলেও এখন বিজেপির (BJP) বিরুদ্ধে বড় অভিযোগ উঠছে। রাজ্যের অশোকনগর জেলায় নয়াখেড়া গ্রামে সরকারি গভীর কূপের জল পাচ্ছেন না গ্রামবাসীদের একাংশ। কেন? যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দেননি, অভিযোগ এমনটাই। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠছে রাজ্যে। তোপ দেগেছে বিরোধীরা। তাদের বক্তব্য, গেরুয়া শিবির এতটাই নিষ্ঠুর।
মুঙ্গওয়ালি বিধানসভার মধ্যে পড়ে নয়াখেড়া গ্রাম। ওই বিধানসভার প্রার্থী রাজ্যের মন্ত্রী বীজেন্দ্র সিং যাদব। জল নিয়ে রাজনীতির কথা জেনে তাঁর প্রতিক্রিয়া, “আমি বুঝতে পারছি না নির্বাচনের পর এমন অভিযোগ উঠছে কেন।” আরও বলেন, “এগুলি সরকরি গভীর কূপ। গ্রামে চারটি কূপ খুড়েছি আমি। যাতে করে সমস্ত গ্রামাবাসী জল পায়।” যদিও স্থানীয়রা দাবি করছেন, দলীয় রং দেখে জল দেওয়া হচ্ছে।
 
[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]
শ্যাম বাই নামের এক মহিলা বলেন, “ওঁরা প্রশ্ন করছে বিজেপিকে ভোট দিয়েছি কি না। আমরা না বললে, জল তোলার মোটর বন্ধ করে দিচ্ছে।” এক নাবালিকার কথায়, “কূপের জল তোলা বন্ধ করে দিচ্ছে। মেশিন চালানো হচ্ছে রাতের দিকে। আমরা জানতেও পারছি না।” গ্রামবাসীদের অনেকেই বলছেন, “ফুলে (বিজেপির চিহ্ন পদ্মফুল) ছাপ দিয়েছি কি না জেনেই ওরা জল দিচ্ছে।”
 
[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]
ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে নিন্দার মুখে পড়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তোপ দেগেছেন কংগ্রেস (Congress) নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। তিনি বলেন, “বিজেপির চূড়ান্ত নিষ্ঠুরতা দেখুন। যারা ভোট দেয়নি ওদের, তাদের তৃষ্ণার্ত রেখে মারতে চায়।” আরও বলেন, “জনতা ওদের দুর্নীতি, অপশাসন ও নৃশংসতার জবাব দিয়েছে। যা মেনে নিতে পারছে না। সেই কারণেই এই সব করছে।” উল্লেখ্য, মধ্যপ্রদেশের নির্বাচনের ফল জানা যাবে ৪ ডিসেম্বর। সরকার বদলে কংগ্রেস ক্ষমতায় আসে কি না সেটাই দেখার। 

Source: Sangbad Pratidin

Related News
‘এটা কী করে সম্ভব?’, SSC’র গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়
‘এটা কী করে সম্ভব?’, SSC’র গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি’র গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় চাঞ্চল্য। ওএমআর মূল্যায়নকারী সংস্থা NYSA’র সার্ভারে প্রাপ্ত নম্বর ৪০ হওয়া Read more

প্রাক্তন ক্রিকেটারদের পেনশন বাড়ছে ১০০ শতাংশ! বড় ঘোষণা ভারতীয় বোর্ডের
প্রাক্তন ক্রিকেটারদের পেনশন বাড়ছে ১০০ শতাংশ! বড় ঘোষণা ভারতীয় বোর্ডের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই তারা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আবার দেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে Read more

পালমশাই ঠাকুর গড়তেন, স্মৃতি ফেরি করে পৈতৃক ঠাকুরদালানের ঘ্রাণ
পালমশাই ঠাকুর গড়তেন, স্মৃতি ফেরি করে পৈতৃক ঠাকুরদালানের ঘ্রাণ

সৌরভ বন্দ্যোপাধ্যায়: আমাদের এই রোজকার জীবনে কত কিছুই না হারিয়ে ফেলি আমরা। গত পরশুই তো বুকপকেট থেকে হারিয়ে গেল একটা Read more

‘একটি হার মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়’, হিটম্যানের পাশে এবার প্রাক্তন অজি অধিনায়ক
‘একটি হার মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়’, হিটম্যানের পাশে এবার প্রাক্তন অজি অধিনায়ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ওভাল বিপর্যয়ের পর থেকে সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর দলগঠন Read more

বারাণসী ঘুরতে গেলে অবশ্য চেখে দেখুন এই ৬ স্ট্রিট ফুড, নাহলে বড় মিস!
বারাণসী ঘুরতে গেলে অবশ্য চেখে দেখুন এই ৬ স্ট্রিট ফুড, নাহলে বড় মিস!

সুলয়া সিংহ: বারাণসী মানেই চোখের সামনে ভেসে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গারতী দশশ্বমেঘ থেকে মণিকর্ণিকা ঘাট। বিশ্বের সবচেয়ে পুরনো জনবসতিপূর্ণ Read more

ICC ODI World Cup 2023: হেনরিক ক্লাসেনের মারমুখী শতরানের পর রাবাদাদের আগুনে বোলিং, ইংল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
ICC ODI World Cup 2023: হেনরিক ক্লাসেনের মারমুখী শতরানের পর রাবাদাদের আগুনে বোলিং, ইংল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা: ৩৯৯/৭ (হেনরিক ক্লাসেন ১০৯, রেজা হেন্ড্রিক্স ৮৫, ভ্যান ডার ডুসেন ৬০, মার্কো জ্যানসন ৭৫*, রিস টোপলে ৩/৮৮) ইংল্যান্ড:  Read more