সাতসকালে আয়কর হানা হুগলির মদ কারখানায়, কাজে এসেও ফিরলেন শ্রমিকরা

সুমন করাতি, হুগলি: সাতসকালে আয়কর বিভাগের হানা হুগলির (Hooghly) এক মদ কারখানায়। পোলবার মহানাদের ওই কারখানায় ৫টি গাড়ি নিয়ে মঙ্গলবার সকালে হাজির হন আয়কর বিভাগের আধিকারিকরা। সঙ্গে সিআরপিএফ (CRPF) জওয়ানরা। কারখানা ঘিরে রেখেছেন তাঁরা। ভিতরে চলে তল্লাশি। এদিন কাজে যোগ দিতে এসেও ফিরে যেতে হল শ্রমিকদের। তাঁরা জানান, ভিতরে কী হচ্ছে, জানা নেই। বলা হয়েছে, আজ কাজ বন্ধ। এই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল বলে খবর। সেই সূত্রেই আজকের তল্লাশি বলে মনে করা হচ্ছে।
পোলবার (Polba) মহানাদে অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে মদের কারখানাটি অনেকদিনের। এখানে ‘ওল্ড মঙ্ক’ ব্র্যান্ডের সুরার বটলিং হয়। পাশাপাশি মদ তৈরির কাঁচামাল ইথানল (Ethanol) উৎপাদন করা হয় এখানে। মঙ্গলবার ভোরে এখানে আসে আয়কর বিভাগের (IT Raid)আধিকারিকরা। পাঁচটি গাড়ি, সঙ্গে সিআরপিএফ জওয়ানরা। সংস্থার সমস্ত নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে খবর।
[আরও পড়ুন: পাটের পর প্লাস্টিক, হাওড়ার গুদামে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড]
অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেডের শ্রমিক সংখ্যা কমবেশি ৩০০। পুরুষ, মহিলারা কাজ করেন। দেবরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি এখানকার অন্যতম ডিরেক্টর। দিল্লির (Delhi) একটি সংস্থার হাতে এই কারখানার বেশিরভাগ শেয়ার রয়েছে। আয়কর আধিকারিকরা সেই সংক্রান্ত খবরাখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজে গিয়েছিলেন। কিন্তু কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। জানানো হয়েছে, কাজ বন্ধ থাকবে। এখানকার শ্রমিক মঞ্জু বাউল দাস জানান, তাঁরা কারখানায় সকাল ৮ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করেন। কিন্তু আজ কাজে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের জানান, ভিতরে কাজ হবে না। ফলে ফিরে যান তাঁরা। আয়কর তল্লাশি সম্পর্কে কিছু জানেন না।
দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের ‘বাধা’, কাউন্সেলিং বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ]

Source: Sangbad Pratidin

Related News
মলদ্বারে লুকিয়ে সোনা পাচার! পেট্রাপোল থেকে তামিলনাড়ুর ব্যক্তিকে হাতেনাতে ধরল BSF
মলদ্বারে লুকিয়ে সোনা পাচার! পেট্রাপোল থেকে তামিলনাড়ুর ব্যক্তিকে হাতেনাতে ধরল BSF

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের ছক বানচাল। বিএসএফের তৎপরতায় প্রায় এক কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়। যার Read more

ফের অনুব্রত মণ্ডলকে নোটিস সিবিআইয়ের, বুধবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ
ফের অনুব্রত মণ্ডলকে নোটিস সিবিআইয়ের, বুধবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

সুব্রত বিশ্বাস: বারবার সিবিআই (CBI) হাজিরা এড়ানোয় পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। গরু পাচার মামলায় ফের তাঁকে Read more

লক্ষ্য অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, মধ্যমগ্রাম থেকে হেঁটে জিয়াগঞ্জ পৌঁছলেন যুবক!
লক্ষ্য অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, মধ্যমগ্রাম থেকে হেঁটে জিয়াগঞ্জ পৌঁছলেন যুবক!

সাবিরুজ্জামান, লালবাগ: স্বপ্ন একবারের জন্য হলেও অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করা। তাই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পৌঁছলেন দীপ Read more

প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ‘ছক’ স্ত্রীর, তারপরই নাটকীয় মোড়, ভয়ে আত্মঘাতী খোদ প্রেমিকই!
প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ‘ছক’ স্ত্রীর, তারপরই নাটকীয় মোড়, ভয়ে আত্মঘাতী খোদ প্রেমিকই!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেস্টসেলার লেখকের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনা। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের Read more

মুখস্ত দেশ-বিদেশের রাজধানী, নেতাদের নাম, দক্ষ হরবোলা চন্দ্রকোনার ‘বিস্ময় বালক’
মুখস্ত দেশ-বিদেশের রাজধানী, নেতাদের নাম, দক্ষ হরবোলা চন্দ্রকোনার ‘বিস্ময় বালক’

সম্যক খান, মেদিনীপুর: বয়স তিন বছরও হয়নি। সবেমাত্র ২ বছর ১১ মাস। এই একরত্তি বয়সেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এশিয়া Read more

দিল্লিতে বাঙালি পরিচারিকার উপর পাশবিক নির্যাতন, মারের চোটে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা
দিল্লিতে বাঙালি পরিচারিকার উপর পাশবিক নির্যাতন, মারের চোটে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিিটাল ডেস্ক: পশ্চিম দিল্লির (West Delhi) একটি পরিবারে পরিচারিকার কাজ করতে গিয়ে পাশবিক নির্যাতনের (Physical Assault) শিকার ৪৮ Read more