‘ওদের মরতে দাও’, কোভিড কালে এই ছিল সুনাকের মত! ব্রিটিশ রাজনীতিতে তুফান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (Covid) ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে লকডাউনের দরকার নেই। বরং মানুষ মরে যাক। অতিমারীর সময়ে এটাই ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মত। তৎকালীন অর্থমন্ত্রী সুনাক (Rishi Sunak) সাফ জানিয়েছিলেন, মানুষ মরতেই পারে। এই বিস্ফোরক দাবি করেছেন ব্রিটেনের তৎকালীন কোভিড পরামর্শদাতা প্যাট্রিক ভ্যালেন্স। তাঁর ডায়রি থেকেই ফাঁস হয়েছে অতিমারীর সময়ে ব্রিটিশ সরকারের মানসিকতা কেমন ছিল। উল্লেখ্য, ব্রিটেনের (Britain) তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) পার্টিগেট নিয়ে তদন্ত চলছে। সেখানেই ফাঁস হয়েছে সুনাকের বিস্ফোরক মন্তব্য।
২০২০ সালের ২৫ অক্টোবর সুনাক প্রসঙ্গে ওই বিস্ফোরক মন্তব্যটি লেখেন ভ্যালেন্স। ঠিক কী ঘটেছিল সেদিন? জানা গিয়েছে, ওইদিন কোভিড মোকাবিলার উপায় নিয়ে মুখ্য পরামর্শদাতা ডমিনিক কামিন্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন বরিস ও সুনাক। সেই বৈঠকের পরেই ভ্যালেন্সের সঙ্গে কথা বলেন ডমিনিক। তিনি সাফ বলেন, “ঋষি মনে করে, সাধারণ মানুষকে মরতে দেওয়াই উচিত। তাতে কোনও ভুল নেই। আমার মনে হয় দেশে নেতৃত্ব দেওয়ার সঠিক কেউ নেই।” ডমিনিকের এই কথাই নিজের ডায়রিতে লিখে রাখেন ভ্যালেন্স।
[আরও পড়ুন: ভারতগামী জাহাজ ছিনতাই হাউথিদের, দেখুন কমান্ডো অভিযানের হাড়হিম ভিডিও]
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে সুনাকের দপ্তর। মুখপাত্র জানান, এই প্রসঙ্গে তদন্তকারীদের সঙ্গে কথা বলে প্রমাণ পেশ করবেন প্রধানমন্ত্রী। তার আগে আলাদা করে কোনও প্রতিক্রিয়া দেবেন না। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই পার্টিগেট নিয়ে সুনাককে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। উল্লেখ্য, কোভিড অতিমারীতে ব্রিটেনে ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। কোভিড রুখতে ব্রিটিশ সরকারের ব্যর্থতা নিয়েও তুমুল সমালোচনা হয়েছে।
তবে সবচেয়ে বেশি বিতর্ক শুরু হয় বরিস জনসনের পার্টি ঘিরে। করোনা রুখতে দীর্ঘ দু’বছর লকডাউন বিধি জারি ছিল গোটা ব্রিটেনে। কিন্তু সেই লকডাউন চলাকালীনই খাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে অজস্র পার্টির আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যার মধ্যে অন্তত তিনটিতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছিল। একাধিক পার্টিতে দেখা গিয়েছিল সুনাককেও। সেই পার্টিগেট কেলেঙ্কারি নিয়েই তদন্ত চলছে ব্রিটেনে। 
[আরও পড়ুন: ৯ দিন পার, সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছল বোতলভর্তি খিচুড়ি]

Source: Sangbad Pratidin

Related News
করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি! চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ১৩.৫ %
করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি! চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ১৩.৫ %

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) দেশে-র জিডিপি (GDP) বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ। কেন্দ্রের Read more

Dilip Ghosh: অর্জুন সিংয়ের দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ, জরুরি বৈঠকের সম্ভাবনা
Dilip Ghosh: অর্জুন সিংয়ের দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ, জরুরি বৈঠকের সম্ভাবনা

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ৩ বছর ২ মাস ৮ দিন পর ফের ফুলবদল অর্জুন সিংয়ের (Arjun Singh)। বারাকপুরের সাংসদের দলবদলের পরেরদিনই দিল্লি Read more

বিপদ উত্তরোত্তর বাড়ছে, মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আরজি বাইডেনের
বিপদ উত্তরোত্তর বাড়ছে, মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আরজি বাইডেনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের ডঙ্কা বেজেছে আগেই। ইউক্রেনের (Ukraine) মাটিতে রুশ, মার্কিন সেনাদের দাপাদাপি। হুঙ্কার ছাড়ছে দু’পক্ষই। নিরাপত্তার স্বার্থে Read more

‘ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলাম!’ অভিনেতার কথায় গর্জে উঠলেন দক্ষিণী তারকা তৃষা
‘ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলাম!’ অভিনেতার কথায় গর্জে উঠলেন দক্ষিণী তারকা তৃষা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির লাকি গার্ল তিনি। শোনা যায়, যে ছবিতে তৃষা অভিনয় করতেন, তা একেবারেই সুপারহিট। Read more

পাহাড়ে শুরুতেই ধাক্কা বিরোধী জোটে, মোর্চার ডাকা বৈঠকে গরহাজির ঘিসিংয়ের GNLF
পাহাড়ে শুরুতেই ধাক্কা বিরোধী জোটে, মোর্চার ডাকা বৈঠকে গরহাজির ঘিসিংয়ের GNLF

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে জোট করা নিয়ে প্রথমেই ধাক্কা বিরোধীদের। রবিবার দার্জিলিংয়ের জিডিএনএস প্রেক্ষাগৃহে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা Read more

মুকুটে নয়া পালক, ডেনমার্ককে হারিয়ে প্রথমবার থমাস কাপের ফাইনালে ভারতীয় শাটলাররা
মুকুটে নয়া পালক, ডেনমার্ককে হারিয়ে প্রথমবার থমাস কাপের ফাইনালে ভারতীয় শাটলাররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার পদক নিশ্চিত করেই ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তরা। এবার থমাস Read more