ফুটবলের রাজপুত্রের দেশে পালাবদল! ক্ষমতায় চরম দক্ষিণপন্থী ‘পাগলা’ মিলেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-মারাদোনার দেশে রাজনৈতিক পালাবদল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন রাজনীতিতে একবারে আনকোরা হাভিয়ের মিলেই। রাজনীতির ময়দানে তিনি চরম দক্ষিণপন্থী হিসেবেই পরিচিত। তিনি এলেন দেশের চরম দুর্দিনে বামপন্থাকে সরিয়ে। প্রেসিডেন্ট হলেও মিলেইকে নিয়ে আর্জেন্টিনায় বিতর্কের অন্ত নেই। সেখান থেকে রাজনীতিতে ইনি এল লোকো বলেই পরিচিত। ‘পাগলাটে’ মিলেই কখনও খরচ কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আবার নারী, শিশু কল্যাণ মন্ত্রক বন্ধ করে দেওয়ার কথাও বলেছিলেন। যদিও এগুলো নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন মিলেই। তাঁর এহেন সব প্রতিশ্রুতি দেশীয় রাজনীতিতে ঝড় তুলেছিল। সেই মিলেই-ই এবার জনতার ভোটে প্রেসিডেন্টের মসনদে।
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা (Argentina)। স্বাস্থ্য পরিষেবা, প্লাস্টিক সার্জারি ক্ষেত্রেও অনেকটা এগিয়ে নীল-সাদার দেশ। কিন্তু গত কয়েক বছর ধরে সে দেশের অর্থনীতি ধুঁকছে। মুদ্রাস্ফীতি ছুঁয়েছে ১৪৩ শতাংশ। দেশের ৪০ শতাংশ মানুষ চলে গিয়েছে দারিদ্র্যসীমার নিচে। এমন কঠিন পরিস্থিতিতে এক অন্য স্বপ্ন দেখাতে শুরু করেছেন ‘পাগলাটে’ মিলেই। আর সেই স্বপ্নে বুঁদ হয়েই ট্রাম্প-বলসোনারো ‘বন্ধু’কে ৫৬ শতাংশ ভোট দিয়েছে আর্জেন্টিনাবাসী। আর তাঁর প্রতিদ্বন্দ্বী বামপন্থী সের্জিও মাসার ঝুলিতে এসেছে ৪৪ শতাংশ ভোট। জয়ের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, ‘আবার আর্জেন্টিনাকে সেরা বানাও।’ ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইরে বলসোনারোও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “দক্ষিণ আমেরিকায় আবার আশার আলো জ্বলবে।”
[আরও পড়ুন: Israel Hamas War: পণবন্দিদের টেনেহিঁচড়ে হাসপাতালে আটকে রাখছে হামাস! ভিডিও প্রকাশ ইজরায়েলের]
প্রচারে কার্যত ঝড় তুলেছিলেন মিলেই। প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন তিনি। বলেছিলেন, ক্ষমতা দখল করলে দেশের মুদ্রা পেসো সরিয়ে জাতীয় মুদ্রা করা হবে মার্কিন ডলারকে। ভেঙে দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সরকারি খরচ কমাতে প্রশাসনে কাঁচি চালাবে তাঁর সরকার। সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা ও মহিলা কল্যাণের মতো মন্ত্রক বন্ধ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি, আগ্নেয়াস্ত্র আইন শিথিল, মানব অঙ্গ কেনাবেচাকে বৈধতা দেওয়া, গর্ভপাতকে বেআইনি ঘোষণারও প্রতিশ্রুতি দিয়েছেন মিলেই। যা দেখে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মিলেইকে ‘পাগলা’ বলে কটাক্ষ করে থাকেন। এরকম বিতর্কিত চরিত্রের হাতে মেসির দেশ কতটা নিরাপদ, তার উত্তর সময়ই দেবে।
[আরও পড়ুন: ‘বন্ধু’ মোদির ডাকে সাড়া! ভারচুয়াল G-20 সামিটে যোগ দিচ্ছেন পুতিন]

Source: Sangbad Pratidin

Related News
রাষ্ট্রসংঘে ‘স্বাধীন’ প্যালেস্টাইনের পক্ষে দরবার ভারতের, পণবন্দিদের নিয়ে কী বলছে দিল্লি?
রাষ্ট্রসংঘে ‘স্বাধীন’ প্যালেস্টাইনের পক্ষে দরবার ভারতের, পণবন্দিদের নিয়ে কী বলছে দিল্লি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে ভারতের অবস্থান দীর্ঘদিনের। তবে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ আবহে ভারত ইহুদি দেশটির Read more

কল্যাণ নয়, যোগ্যতার নিরিখে ফেডারেশন সভাপতি হিসেবে নিজেকেই এগিয়ে রাখলেন বাইচুং
কল্যাণ নয়, যোগ্যতার নিরিখে ফেডারেশন সভাপতি হিসেবে নিজেকেই এগিয়ে রাখলেন বাইচুং

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: ‘ফুটবলার হিসাবে দেশের সেবা করেছি। এবার প্রশাসক হিসাবে করতে চাই।’ গায়ে ভারতীয় দলের নীল জার্সি। পিঠে জ্বলজ্বল Read more

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে উদ্যোগ, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে উদ্যোগ, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের। আর সেই উদযাপনের অংশ হিসেবেই ‘হর ঘর তিরঙ্গা’ Read more

পেনাল্টি প্র্যাকটিস করলেও ৯০ মিনিটেই ফল চায় মোহনবাগান, ফেরান্দোর ভাবনা ক্লান্তি
পেনাল্টি প্র্যাকটিস করলেও ৯০ মিনিটেই ফল চায় মোহনবাগান, ফেরান্দোর ভাবনা ক্লান্তি

স্টাফ রিপোর্টার: ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে, এমনকী টাইব্রেকারেও। সেইমতো দলকে তৈরি রাখছেন, অনুশীলন করিয়েছেন পেনাল্টিও। তবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে Read more

‘মন কি বাত শুনুন’, যৌন হেনস্তার অভিযোগে সুবিচারের দাবিতে মোদিকে বার্তা কুস্তিগিরদের
‘মন কি বাত শুনুন’, যৌন হেনস্তার অভিযোগে সুবিচারের দাবিতে মোদিকে বার্তা কুস্তিগিরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পদক জিতেছেন রিও গেমসে, কেউ টোকিও অলিম্পিকে। কেউ আবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করেছেন। Read more

দিওয়ালিতে জাতীয় ছুটি! আলোর উৎসবে মজে মার্কিন মুলুক
দিওয়ালিতে জাতীয় ছুটি! আলোর উৎসবে মজে মার্কিন মুলুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মজে মার্কিম মুলুক। এবার দিওয়ালিকে জাতীয় ছুটি ঘোষণায় বিল পেশ করা হল কংগ্রেসে। সমাজের Read more