ICC ODI World Cup 2023: হারের কারণ পোস্টমর্টেম করতে গিয়ে কাদের দিকে আঙুল তুললেন চোখের জল ফেলা রোহিত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বদলে যায়। বদলে যায় প্রতিপক্ষ। রোহিত শর্মার (Rohit Sharma) ভাগ্য আর বদলায় না। কখনও ইংল্যান্ড (England)। কখনও আবার বিপক্ষ বদলে হয়ে যায় অস্ট্রেলিয়া (Australia)। তবে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের মন খারাপ করা মুখটা একইরকম থাকে যায়। ২০২২ সালের ১০ নভেম্বর থেকে ২০২৩ সালের ১১ জুন। আর এবার এর সঙ্গে যোগ হয়ে গেল ১৯ নভেম্বরের রাত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর, চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে বিশ্ব টেস্ট ফাইনালে পরাজয়। সেবার বিশ্ব টেস্ট ফাইনালে ১৬৩ রান করেছিলেন ট্রাভিস হেড (Travis Head)। এবারও সেই বাঁহাতি অজি ওপেনারই ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিলেন। ১২০ বলে ১৩৭ করেন হেড। মারলেন ১৫টি চার ও ৪টি ছক্কা। তাঁর সেই ইনিংস দেখেই তো চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হলেন রোহিত।
ম্যাচের শেষে পোস্টমর্টেম করতে এসে রোহিত বলেন, “আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। তাই জেতার আশা করাও উচিত নয়। ২৪০ রান এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্ট নয়। আরও ২০-৩০ রান করতে পারলে জয়ের জন্য লড়াই করা যেত। কিন্তু আমরা পারলাম না। তবে ফাইনাল ছাড়া বাকি ১০ ম্যাচে সতীর্থরা দারুণ পারফরম্যান্স করেছে। ওদের জন্য আমি গর্বিত।”
[আরও পড়ুন: বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরা, পর্দার আড়ালেই থেকে অস্তাচলে গেলেন রাহুল দ্রাবিড়]
৮১ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর জুটি গড়েন বিরাট কোহলি ও কেএল রাহুল। সেই সময় অজি বোলাররা দারুণ ছন্দে থাকলেও, রোহিত মনে করেন দুই তারকা ক্রিজে আরও কিছুক্ষণ থাকলে ২৭০-২৮০ রানে তুলে দেওয়া কঠিন কাজ ছিল না। বলছিলেন, “আমাদের আরও পরিকল্পনা মাফিক ব্যাট করা উচিত ছিল। বিরাট ও কেএল রাহুল থাকলে রান অন্তত ২৭০-২৮০ রানে চলে যেত। কিন্তু ওদের জুটি ভাঙতেই সব হিসাব বদলে যায়।”
তবে ২৪০ রানে গুটিয়ে গেলেও, ভারতের কাছে ম্যাচ জেতার সুযোগ চলে এসেছিল। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির দাপটে মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারায় অজিরা। তবে সেই সময় ম্যাচ ঘুরিয়ে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানে। রোহিত ফের যোগ করেছেন, “আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশানেকে অনেক শুভেচ্ছা। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”
পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসাররা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই জুটিই আমাদের শেষ করে দিল।” দুই অজি ব্যাটার চতুর্থ উইকেটে যোগ করেন ১৯২ রান। সেটাই ম্যাচ হারের অন্যতম কারণ। এমনটাই মনে করেন চোখের জলে মাঠ ছাড়া রোহিত।
[আরও পড়ুন: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ]

Source: Sangbad Pratidin

Related News
EXCLUSIVE: অধিনায়কত্ব ছাড়ছেন, ২০ ঘণ্টা আগে ড্রেসিং রুমেই দলকে জানিয়েছিলেন কোহলি
EXCLUSIVE: অধিনায়কত্ব ছাড়ছেন, ২০ ঘণ্টা আগে ড্রেসিং রুমেই দলকে জানিয়েছিলেন কোহলি

গৌতম ভট্টাচার্য: বহির্বিশ্বকে হতচকিত করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানানোর প্রায় ২০ ঘণ্টা আগেই বিরাট কোহলি (Virat Kohli) নিজের টিমকে জানিয়ে Read more

‘আচমকা হাতিটা কাছাকাছি চলে আসে’, ‘কাকাবাবু’র শুটিংয়ের দুর্ধর্ষ অভিজ্ঞতা সৃজিতের মুখে
‘আচমকা হাতিটা কাছাকাছি চলে আসে’, ‘কাকাবাবু’র শুটিংয়ের দুর্ধর্ষ অভিজ্ঞতা সৃজিতের মুখে

বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন'(Kakababur Protyaborton)। আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায় জুটি। ছবি মুক্তির আগে মুম্বই থেকে ফোনে শুটিংয়ের রোমহর্ষক অভিজ্ঞতার Read more

ত্রিপুরার পর ওড়িশা, রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ জনের, পুরীতে দড়ি ছিঁড়ে আহত ছয়
ত্রিপুরার পর ওড়িশা, রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ জনের, পুরীতে দড়ি ছিঁড়ে আহত ছয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় (Tripura) উলটো রথের শোভাযাত্রার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। একইভাবে জগন্নাথের রথের চূড়া বিদ্যুতের তার Read more

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪০, সামান্য বাড়ল পজিটিভিটি রেট
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪০, সামান্য বাড়ল পজিটিভিটি রেট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে টিকাকরণ চলছে। ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষ করোনার টিকা নিয়েছেন। তা সত্ত্বেও এখনও পুরোপুরি করোনামুক্ত হয়নি Read more

‘উত্তর-পূর্ব জ্বলছে’, মণিপুর হিংসায় ‘কেন্দ্রের নীরবতা’কে তোপ মমতার
‘উত্তর-পূর্ব জ্বলছে’, মণিপুর হিংসায় ‘কেন্দ্রের নীরবতা’কে তোপ মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব রাজ্যের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চুপ Read more

‘বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী
‘বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসছে বারবার। সেই সমস্যা মেটাতে আসরে নামলেন Read more